আহ্বায়ক কমিটি নিয়ে কুষ্টিয়া সদরে উত্তাপ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২১, ০৭: ১৫
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৬: ৩২

কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে অবৈধ দাবি করেছেন পদবঞ্চিতরা। অনতিবিলম্বে তাঁরা এই কমিটি বাতিল এবং সবাইকে নিয়ে পুনরায় কমিটি ঘোষণার দাবি জানান। গতকাল মঙ্গলবার কুষ্টিয়া প্রেসক্লাবের কাঙাল হরিনাথ মজুমদার মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তাঁরা এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সদ্য সাবেক সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইসমাইল হোসেন মুরাদ। তিনি বলেন, ‘জেলা বিএনপির সভাপতি মেহেদী আহাম্মেদ রুমী ও সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন নিজেদের স্বার্থে দলীয় ফোরামে কোনো আলোচনা ছাড়া এবং সম্পূর্ণ বিধিবহির্ভূতভাবে গত ৩ ডিসেম্বর সদর উপজেলা বিএনপির আগের কমিটি বাতিল করে মনগড়া এবং একপেশে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। যা সম্পূর্ণ অবৈধ। দলের এ দুঃসময়ে ঐক্য বিনষ্টের লক্ষ্যে পরিকল্পিতভাবে ত্যাগী নেতাদের সঙ্গে কোনো কথা না বলে এবং তাঁদের বাদ দিয়ে এ কমিটি ঘোষণা অগণতান্ত্রিক এবং স্বেচ্ছাচারী মনোভাবের বহিঃপ্রকাশ।’

অনতিবিলম্বে মুরাদ এ কমিটি বাতিল করে সবাইকে নিয়ে পুনরায় সদর উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার দাবি জানান।

সংবাদ সম্মেলনে সদ্য সাবেক সদর উপজেলা বিএনপি নেতা আব্দুল আজিজ মিলন, আলিমুল ইসলাম, শহিদুজ্জামান খোকন, আব্দুল মাজেদ, হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত