আজকের পত্রিকা ডেস্ক
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। এতে কোথাও কোথাও যানবাহনের চাপে জট তৈরি হয়েছে। অনেক জায়গায় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। সবকিছু মিলিয়ে ভোগান্তিতে পড়েন কর্মস্থলমুখী মানুষ। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে:
টাঙ্গাইল: যানবাহনের চাপ, সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সাড়ে ১৩ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় গতকাল শুক্রবার। কোথাও কোথাও তা যানজটে পরিণত হয়। এতে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি সময় লাগছে। ভোগান্তি পোহাতে হচ্ছে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
গতকাল শুক্রবার মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। দুপুরের দিকে তা যানজটে পরিণত হয়। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মহাসড়কে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার যানজটের তৈরি হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঢাকাগামী আম ভর্তি একটি ট্রাক মহাসড়কের ৩ নম্বর সেতুর কাছে ভাবলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেটি সরাতে এক ঘণ্টার মতো সময় লাগে। এরপর আর একটি বাস মহাসড়কে বিকল হয়ে পড়ে। এসব কারণে যানজটের শুরু হয়।
শেরপুর: দূরপাল্লার বাসসহ সিএনজিচালিত অটোরিকশার চালকেরা কর্মস্থলে ফেরা মানুষের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের পক্ষ থেকে গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুটি বাস কাউন্টারকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হলেও এ নৈরাজ্য থামেনি। শহরের গৌরীপুরের নতুন বাস টার্মিনাল, নবীনগর বাস টার্মিনাল ও রঘুনাথবাজার এলাকার বাস কাউন্টারে গিয়ে দেখা গেছে, ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে ৭০০-৮০০ টাকা।
ময়মনসিংহ: গণপরিবহনে দ্বিগুণ বা বেশি ভাড়া আদায় করার অভিযোগ করছেন যাত্রীরা। তবে, চালকদের দাবি যানজটের কারণে বেশি সময় লাগার কারণে ভাড়া বেশি নেওয়া হচ্ছে। গতকাল দুপুরে ময়মনসিংহ মহানগরীর পাটগুদাম সেতু মোড়ে ঘুরে এসব তথ্য পাওয়া যায়। শফিপুরে গার্মেন্টস শ্রমিকের কাজ করা হুমায়ুন কবির বলেন, ‘জারিয়া থেকে নিয়মিত ভাড়া ১২০ টাকা হলেও ২০০ টাকা দিয়ে এ পর্যন্ত আসছি। জানি না, এখন ঢাকায় যেতে কত টাকা ভাড়া দিতে হবে।’ ময়মনসিংহ ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) জহিরুল ইসলাম বলেন, ‘বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পেয়েছি। তাই প্রতিটি বাস, মাহিন্দ্রা, সিএনজিতে তদারকি করা হচ্ছে।’
সিলেট: কর্মস্থলে ফেরা মানুষের ভিড় বেড়েছে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রেল স্টেশনে। গরম, যানজট ছাড়াও টিকিটের স্বল্পতা এবং কালোবাজারিদের দৌরাত্ম্য থাকলেও ভোগান্তি উপেক্ষা করে ছুটছেন কর্মজীবীরা। নগরীর হুমায়ুন রশিদ চত্বরের ইউনিক বাস কাউন্টারের ম্যানেজার নুরুল হক জানান, সিলেট থেকে ঢাকাগামী যাত্রীদের চাপ বেশি। তবে বাসের কোনো সংকট নেই।
এদিকে, সিলেট রেল স্টেশনে গিয়ে দেখা গেল টিকিটের জন্য মানুষের উপস্থিতি। ট্রেন যাত্রীদের যাত্রীদের অভিযোগ কালোবাজারে অধিক দামে বিক্রি হচ্ছে ট্রেনের টিকিট। রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম বলেন, ‘যাত্রী চাপ বাড়ায় রাতের উদয়ন এক্সপ্রেসে তিনটি করে কোচ বাড়ানো হয়েছে। তবে টিকিট কালোবাজারির বিষয়টি অস্বীকার করে বলেন, এসবের কোনো সুযোগ নেই।
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। এতে কোথাও কোথাও যানবাহনের চাপে জট তৈরি হয়েছে। অনেক জায়গায় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। সবকিছু মিলিয়ে ভোগান্তিতে পড়েন কর্মস্থলমুখী মানুষ। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে:
টাঙ্গাইল: যানবাহনের চাপ, সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সাড়ে ১৩ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় গতকাল শুক্রবার। কোথাও কোথাও তা যানজটে পরিণত হয়। এতে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি সময় লাগছে। ভোগান্তি পোহাতে হচ্ছে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
গতকাল শুক্রবার মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। দুপুরের দিকে তা যানজটে পরিণত হয়। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মহাসড়কে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার যানজটের তৈরি হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঢাকাগামী আম ভর্তি একটি ট্রাক মহাসড়কের ৩ নম্বর সেতুর কাছে ভাবলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেটি সরাতে এক ঘণ্টার মতো সময় লাগে। এরপর আর একটি বাস মহাসড়কে বিকল হয়ে পড়ে। এসব কারণে যানজটের শুরু হয়।
শেরপুর: দূরপাল্লার বাসসহ সিএনজিচালিত অটোরিকশার চালকেরা কর্মস্থলে ফেরা মানুষের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের পক্ষ থেকে গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুটি বাস কাউন্টারকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হলেও এ নৈরাজ্য থামেনি। শহরের গৌরীপুরের নতুন বাস টার্মিনাল, নবীনগর বাস টার্মিনাল ও রঘুনাথবাজার এলাকার বাস কাউন্টারে গিয়ে দেখা গেছে, ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে ৭০০-৮০০ টাকা।
ময়মনসিংহ: গণপরিবহনে দ্বিগুণ বা বেশি ভাড়া আদায় করার অভিযোগ করছেন যাত্রীরা। তবে, চালকদের দাবি যানজটের কারণে বেশি সময় লাগার কারণে ভাড়া বেশি নেওয়া হচ্ছে। গতকাল দুপুরে ময়মনসিংহ মহানগরীর পাটগুদাম সেতু মোড়ে ঘুরে এসব তথ্য পাওয়া যায়। শফিপুরে গার্মেন্টস শ্রমিকের কাজ করা হুমায়ুন কবির বলেন, ‘জারিয়া থেকে নিয়মিত ভাড়া ১২০ টাকা হলেও ২০০ টাকা দিয়ে এ পর্যন্ত আসছি। জানি না, এখন ঢাকায় যেতে কত টাকা ভাড়া দিতে হবে।’ ময়মনসিংহ ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) জহিরুল ইসলাম বলেন, ‘বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পেয়েছি। তাই প্রতিটি বাস, মাহিন্দ্রা, সিএনজিতে তদারকি করা হচ্ছে।’
সিলেট: কর্মস্থলে ফেরা মানুষের ভিড় বেড়েছে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রেল স্টেশনে। গরম, যানজট ছাড়াও টিকিটের স্বল্পতা এবং কালোবাজারিদের দৌরাত্ম্য থাকলেও ভোগান্তি উপেক্ষা করে ছুটছেন কর্মজীবীরা। নগরীর হুমায়ুন রশিদ চত্বরের ইউনিক বাস কাউন্টারের ম্যানেজার নুরুল হক জানান, সিলেট থেকে ঢাকাগামী যাত্রীদের চাপ বেশি। তবে বাসের কোনো সংকট নেই।
এদিকে, সিলেট রেল স্টেশনে গিয়ে দেখা গেল টিকিটের জন্য মানুষের উপস্থিতি। ট্রেন যাত্রীদের যাত্রীদের অভিযোগ কালোবাজারে অধিক দামে বিক্রি হচ্ছে ট্রেনের টিকিট। রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম বলেন, ‘যাত্রী চাপ বাড়ায় রাতের উদয়ন এক্সপ্রেসে তিনটি করে কোচ বাড়ানো হয়েছে। তবে টিকিট কালোবাজারির বিষয়টি অস্বীকার করে বলেন, এসবের কোনো সুযোগ নেই।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে