ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওর সদর ইউনিয়নের চঙ্গশিমুলিয়া গ্রামের কৃষক মুন্নাফ খান। সরকারি দেবেন্দ্র কলেজ থেকে করেছেন বিএ (সম্মান) পাস। দীর্ঘদিন বিভিন্ন চাকরির জন্য চেষ্টা করেও তা পাননি। অবশেষে পুরোদমে শুরু করেন কৃষিকাজ। আধুনিক চিন্তাধারা আর যুগোপযোগী কৃষি পদ্ধতিতে চাষাবাদ করার ফলে প্রথম বছরেই তিনি দেখেন লাভের মুখ। সংসারে এসেছে সচ্ছলতা।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মুন্নাফকে। বর্তমানে পাঁচ বিঘা জমিতে করছেন শসা চাষ। এর মধ্যে নিজের জমি দুই বিঘা, তিন বিঘা নিয়েছেন বর্গা।
মুন্নাফ খান বলেন, পাঁচ বিঘা জমিতে হাইব্রিড শসা লাগিয়েছেন তিনি। বীজ, সার, কীটনাশক আর পরিচর্যার মজুরি মিলিয়ে খরচ পড়েছে আড়াই লক্ষাধিক টাকা। বীজ লাগানোর দেড় মাসের মধ্যেই ধরেছে শসা। কার্তিক থেকে শুরু করে মাঘ মাসের শেষ পর্যন্ত তিনি শসা বিক্রি করতে পারবেন।
মুন্নাফ বলেন, তিনি তাঁর উৎপাদিত শসা মানিকগঞ্জ আড়তসহ ঢাকার কারওয়ান বাজার ও আশুলিয়ার বাইপাইল কাঁচা বাজারে বিক্রি করেন। বর্তমানে প্রতি কেজি শসা ২৫ থেকে ৩০ টাকা পাইকারি দরে বিক্রি করছেন মুন্নাফ। তিনি মোট ৫ লক্ষাধিক টাকার ওপরে শসা বিক্রি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন। অর্থাৎ এ সময়ে তিনি আড়াই লাখ টাকা লাভ করতে পারবেন।
মুন্নাফ খান আরও বলেন, বালাই দমনে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। কুয়াশা ও সাম্প্রতিক সময়ে বৃষ্টির কারণে শসার ডগায় ও কচি শসায় পচন ধরে ফলন ক্ষতিগ্রস্ত হয়। এ পাখি থেকে শসা রক্ষায় মাচায় জাল দিয়ে ঢেকে দিতে হচ্ছে।
ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন বলেন, ‘মুন্নাফ খানের সফলতায় এলাকার অনেক চাষি শসা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। শসা চাষে তাঁর অভিজ্ঞতালব্ধ জ্ঞান অন্যান্য শস্য ফলনেও কাজে লাগবে। আমাদের মাঠকর্মীরা সবজিচাষিদের নিয়মিত কৃষি পরামর্শ ও সেবা দিয়ে আসছেন।’
মানিকগঞ্জের ঘিওর সদর ইউনিয়নের চঙ্গশিমুলিয়া গ্রামের কৃষক মুন্নাফ খান। সরকারি দেবেন্দ্র কলেজ থেকে করেছেন বিএ (সম্মান) পাস। দীর্ঘদিন বিভিন্ন চাকরির জন্য চেষ্টা করেও তা পাননি। অবশেষে পুরোদমে শুরু করেন কৃষিকাজ। আধুনিক চিন্তাধারা আর যুগোপযোগী কৃষি পদ্ধতিতে চাষাবাদ করার ফলে প্রথম বছরেই তিনি দেখেন লাভের মুখ। সংসারে এসেছে সচ্ছলতা।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মুন্নাফকে। বর্তমানে পাঁচ বিঘা জমিতে করছেন শসা চাষ। এর মধ্যে নিজের জমি দুই বিঘা, তিন বিঘা নিয়েছেন বর্গা।
মুন্নাফ খান বলেন, পাঁচ বিঘা জমিতে হাইব্রিড শসা লাগিয়েছেন তিনি। বীজ, সার, কীটনাশক আর পরিচর্যার মজুরি মিলিয়ে খরচ পড়েছে আড়াই লক্ষাধিক টাকা। বীজ লাগানোর দেড় মাসের মধ্যেই ধরেছে শসা। কার্তিক থেকে শুরু করে মাঘ মাসের শেষ পর্যন্ত তিনি শসা বিক্রি করতে পারবেন।
মুন্নাফ বলেন, তিনি তাঁর উৎপাদিত শসা মানিকগঞ্জ আড়তসহ ঢাকার কারওয়ান বাজার ও আশুলিয়ার বাইপাইল কাঁচা বাজারে বিক্রি করেন। বর্তমানে প্রতি কেজি শসা ২৫ থেকে ৩০ টাকা পাইকারি দরে বিক্রি করছেন মুন্নাফ। তিনি মোট ৫ লক্ষাধিক টাকার ওপরে শসা বিক্রি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন। অর্থাৎ এ সময়ে তিনি আড়াই লাখ টাকা লাভ করতে পারবেন।
মুন্নাফ খান আরও বলেন, বালাই দমনে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। কুয়াশা ও সাম্প্রতিক সময়ে বৃষ্টির কারণে শসার ডগায় ও কচি শসায় পচন ধরে ফলন ক্ষতিগ্রস্ত হয়। এ পাখি থেকে শসা রক্ষায় মাচায় জাল দিয়ে ঢেকে দিতে হচ্ছে।
ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন বলেন, ‘মুন্নাফ খানের সফলতায় এলাকার অনেক চাষি শসা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। শসা চাষে তাঁর অভিজ্ঞতালব্ধ জ্ঞান অন্যান্য শস্য ফলনেও কাজে লাগবে। আমাদের মাঠকর্মীরা সবজিচাষিদের নিয়মিত কৃষি পরামর্শ ও সেবা দিয়ে আসছেন।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে