আব্দুর রব, মৌলভীবাজার
মৌলভীবাজারের হাওর এলাকায় বোরো আবাদে পানির সংকট দেখা দিয়েছে। কাওয়াদিঘি হাওরের সদর ও রাজনগর উপজেলায় ১ হাজার ৭০০ একর জমিতে আবাদ অনিশ্চিত। বোরো চাষ সচল রাখতে দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকেরা।
কাউয়াদিঘি হাওরপারের রাজনগর উপজেলার অন্তত সাতটি গ্রামের পাঁচ শতাধিক কৃষক এবং সদর উপজেলার দুই শতাধিক চাষি পড়েছেন বিপাকে। এ নিয়ে কৃষকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগীরা বলছেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঠিক তদারকির অভাবে পানির সংকট তৈরি হয়েছে।
সুনাটিকি-মেদিনীমহল গোবিন্দপুর এলাকার মাঠে এখন বোরো চাষের সবুজ গালিচা থাকার কথা। কিন্তু এই মাঠ এখন গবাদি পশুর বিচরণভূমিতে পরিণত হয়েছে। বোরো আবাদে পর্যাপ্ত পানি না থাকায় প্রায় ৩০০ হেক্টর জমি পতিত থাকার শঙ্কায় কৃষকেরা।
সুনাটিকি এলাকার কৃষক ফয়েজ আলি ও গোবিন্দপুরের কৃষক রহমত মিয়া জানান, চারা রোপণের সময় পার হওয়ায় নষ্ট হচ্ছে হালি চারা। এজন্য বোরো ফসল উৎপাদনের ওপর নির্ভরশীল চাষিরা বিপাকে পড়েছেন। প্রকল্পের আওতায় রাজনগর উপজেলায় ১০৫ কিলোমিটার খাল খনন করা হয়েছিল। বর্তমানে খাল-নালা ভরাট হয়ে পানি যাতায়াতের পথ বন্ধ হয়ে বাড়িয়েছে দুর্ভোগ। এই সময়ের মধ্যে খনন বা সংস্কার করা হয়নি।
কাউয়াদিঘি হাওরে অনাবাদি কৃষিজমি চাষাবাদের আওতায় আনতে ১৯৮২ সালে পাউবো মনু নদে স্লুইচ গেট বসিয়ে সেচ প্রকল্প স্থাপন করে। উদ্দেশ্য ছিল বোরো আবাদে পানি সরবরাহ ও প্রয়োজন অনুযায়ী সেচ দেওয়া।
এ ছাড়া সদর উপজেলাসংলগ্ন কাউয়াদিঘির হাওরাঞ্চলে সেচসুবিধা না থাকায় প্রায় এক হাজার একর জমি অনাবাদি থাকছে। এতে দুই শতাধিক চাষি পড়েছেন বিপাকে।
খইশাউড়া গ্রামের আব্দুল কাইয়ুম ও রসুলপুরের অনল ঘোষ জানান, সেচ পাম্প বসিয়ে জমিতে পানি দেওয়ায় খরচ বেশি হচ্ছে। গোয়ালিকা এলাকায় একটি স্লুইচ গেট নির্মাণ করা হলে হাওরের পানি সেচের কাজে ব্যবহার করতে পারতেন। এক দশক ধরে তাঁরা এ দাবি জানিয়ে এলেও কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছে না।
বর্তমানে হাওর ও নিচু এলাকা ভরাট হয়ে খাল-নালা ভরাট হয়েছে। প্রকল্প গ্রহণ করা হয়েছে দীর্ঘদিন হলো। কিন্তু এর মধ্যে সংস্কার ও খনন না হওয়ায় বিভিন্ন স্থানে সেচের খালগুলো ভরাট হয়েছে। ফলে নালা দিয়ে এসব স্থানে পানি ব্যবস্থাপনায় সংকট দেখা দিয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী জানান, এ সংকট দীর্ঘদিনের। এলাকার মানুষ বারবার দাবি জানাচ্ছেন। তবে সংকট সমাধানের চেষ্টা চলছে।
সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা বলছেন জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান। তিনি বলেন, ‘প্রকল্প এলাকার জরিপ করে পাউবোর প্রধান দপ্তরে পাঠানো হয়েছে। আশা করি এটা এক বছরের মধ্যে পাস হলে সমস্যার সমাধান হবে।’
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান আজকের পত্রিকাকে বলেন, অনাবাদি জমিগুলো কীভাবে আবাদের আওতায় আনা যায় সে ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাউবো এবং কৃষি উন্নয়ন করপোরেশনের সমন্বয়ে যৌথ সভা হয়েছে। মাঠ পর্যায়ে জরিপ করে আগামী মৌসুমে সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, এ বছর মৌলভীবাজার জেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৬ হাজার ৮০০ হেক্টর। এর মধ্যে হাওরে ২৭ হাজার ৮০০ হেক্টর। অন্যান্য অংশে ২৯ হাজার হেক্টর। এ বছর চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লাখ ৮৮ হাজার ৮৫৩ মেট্রিক টন।
মৌলভীবাজারের হাওর এলাকায় বোরো আবাদে পানির সংকট দেখা দিয়েছে। কাওয়াদিঘি হাওরের সদর ও রাজনগর উপজেলায় ১ হাজার ৭০০ একর জমিতে আবাদ অনিশ্চিত। বোরো চাষ সচল রাখতে দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকেরা।
কাউয়াদিঘি হাওরপারের রাজনগর উপজেলার অন্তত সাতটি গ্রামের পাঁচ শতাধিক কৃষক এবং সদর উপজেলার দুই শতাধিক চাষি পড়েছেন বিপাকে। এ নিয়ে কৃষকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগীরা বলছেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঠিক তদারকির অভাবে পানির সংকট তৈরি হয়েছে।
সুনাটিকি-মেদিনীমহল গোবিন্দপুর এলাকার মাঠে এখন বোরো চাষের সবুজ গালিচা থাকার কথা। কিন্তু এই মাঠ এখন গবাদি পশুর বিচরণভূমিতে পরিণত হয়েছে। বোরো আবাদে পর্যাপ্ত পানি না থাকায় প্রায় ৩০০ হেক্টর জমি পতিত থাকার শঙ্কায় কৃষকেরা।
সুনাটিকি এলাকার কৃষক ফয়েজ আলি ও গোবিন্দপুরের কৃষক রহমত মিয়া জানান, চারা রোপণের সময় পার হওয়ায় নষ্ট হচ্ছে হালি চারা। এজন্য বোরো ফসল উৎপাদনের ওপর নির্ভরশীল চাষিরা বিপাকে পড়েছেন। প্রকল্পের আওতায় রাজনগর উপজেলায় ১০৫ কিলোমিটার খাল খনন করা হয়েছিল। বর্তমানে খাল-নালা ভরাট হয়ে পানি যাতায়াতের পথ বন্ধ হয়ে বাড়িয়েছে দুর্ভোগ। এই সময়ের মধ্যে খনন বা সংস্কার করা হয়নি।
কাউয়াদিঘি হাওরে অনাবাদি কৃষিজমি চাষাবাদের আওতায় আনতে ১৯৮২ সালে পাউবো মনু নদে স্লুইচ গেট বসিয়ে সেচ প্রকল্প স্থাপন করে। উদ্দেশ্য ছিল বোরো আবাদে পানি সরবরাহ ও প্রয়োজন অনুযায়ী সেচ দেওয়া।
এ ছাড়া সদর উপজেলাসংলগ্ন কাউয়াদিঘির হাওরাঞ্চলে সেচসুবিধা না থাকায় প্রায় এক হাজার একর জমি অনাবাদি থাকছে। এতে দুই শতাধিক চাষি পড়েছেন বিপাকে।
খইশাউড়া গ্রামের আব্দুল কাইয়ুম ও রসুলপুরের অনল ঘোষ জানান, সেচ পাম্প বসিয়ে জমিতে পানি দেওয়ায় খরচ বেশি হচ্ছে। গোয়ালিকা এলাকায় একটি স্লুইচ গেট নির্মাণ করা হলে হাওরের পানি সেচের কাজে ব্যবহার করতে পারতেন। এক দশক ধরে তাঁরা এ দাবি জানিয়ে এলেও কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছে না।
বর্তমানে হাওর ও নিচু এলাকা ভরাট হয়ে খাল-নালা ভরাট হয়েছে। প্রকল্প গ্রহণ করা হয়েছে দীর্ঘদিন হলো। কিন্তু এর মধ্যে সংস্কার ও খনন না হওয়ায় বিভিন্ন স্থানে সেচের খালগুলো ভরাট হয়েছে। ফলে নালা দিয়ে এসব স্থানে পানি ব্যবস্থাপনায় সংকট দেখা দিয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুল বারী জানান, এ সংকট দীর্ঘদিনের। এলাকার মানুষ বারবার দাবি জানাচ্ছেন। তবে সংকট সমাধানের চেষ্টা চলছে।
সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা বলছেন জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান। তিনি বলেন, ‘প্রকল্প এলাকার জরিপ করে পাউবোর প্রধান দপ্তরে পাঠানো হয়েছে। আশা করি এটা এক বছরের মধ্যে পাস হলে সমস্যার সমাধান হবে।’
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান আজকের পত্রিকাকে বলেন, অনাবাদি জমিগুলো কীভাবে আবাদের আওতায় আনা যায় সে ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাউবো এবং কৃষি উন্নয়ন করপোরেশনের সমন্বয়ে যৌথ সভা হয়েছে। মাঠ পর্যায়ে জরিপ করে আগামী মৌসুমে সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, এ বছর মৌলভীবাজার জেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৬ হাজার ৮০০ হেক্টর। এর মধ্যে হাওরে ২৭ হাজার ৮০০ হেক্টর। অন্যান্য অংশে ২৯ হাজার হেক্টর। এ বছর চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লাখ ৮৮ হাজার ৮৫৩ মেট্রিক টন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে