এমাম হোসেন, দাগনভূঞা (ফেনী)
পা দিয়ে ছবি এঁকে চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করেছে দুই হাতহীন জন্ম নেওয়া ফেনীর দাগনভূঞার শিশু আব্দুল্লাহ আল মোনায়েম। সম্প্রতি বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সে এই কৃতিত্ব অর্জন করে।
বাংলাদেশ শিশু একাডেমির ওই প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে পা দিয়ে ছবি এঁকে চট্টগ্রাম বিভাগে প্রথম হয় মোনায়েম। সে দাগনভূঞা একাডেমির ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং স্থানীয় উজ্জীবক আর্ট স্কুলের শিক্ষার্থী। মোনায়েম সেয়াকুবপুরের এনায়েতনগর গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
চট্টগ্রাম জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঞা স্বাক্ষরিত এক চিঠিতে জানানো যায়, চিত্রাঙ্কনের ‘ঘ’ বিভাগে প্রথম হয়েছে আব্দুল্লাহ আল মোনায়েম।
তার মা বিবি কুলসুম বলেন, ‘আমি আমার ছেলের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত। সে যেন জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে, এজন্য সবার কাছে দোয়া চাই।’
সামাজিক সংগঠন তৃণমূল ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইয়াসিন সুমন বলেন, ‘মোনায়েমের সাফল্যে আমরা দাগনভূঞাবাসী গর্বিত। আমি ওর জন্য দোয়া করি। মোনায়েমের সাফল্যে অভিভূত হয়ে অন্যরা উৎসাহিত হবে।’
দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ওর অদম্য ইচ্ছার কাছে পঙ্গুত্ব হার মেনেছে। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে মুনায়েমেয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, মোনায়েম চট্টগ্রাম বিভাগে প্রথম হওয়ায় খুবই খুশি হয়েছি। সারা দেশ থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ছবি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠালে সেখান থেকে মোনায়েমের ছবি প্রধানমন্ত্রী ঈদ কার্ডের জন্য বেছে নেন। পরে ওর পরিবারকে এক লাখ টাকা ও ঘর উপহার দেন।
পা দিয়ে ছবি এঁকে চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করেছে দুই হাতহীন জন্ম নেওয়া ফেনীর দাগনভূঞার শিশু আব্দুল্লাহ আল মোনায়েম। সম্প্রতি বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সে এই কৃতিত্ব অর্জন করে।
বাংলাদেশ শিশু একাডেমির ওই প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে পা দিয়ে ছবি এঁকে চট্টগ্রাম বিভাগে প্রথম হয় মোনায়েম। সে দাগনভূঞা একাডেমির ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং স্থানীয় উজ্জীবক আর্ট স্কুলের শিক্ষার্থী। মোনায়েম সেয়াকুবপুরের এনায়েতনগর গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
চট্টগ্রাম জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঞা স্বাক্ষরিত এক চিঠিতে জানানো যায়, চিত্রাঙ্কনের ‘ঘ’ বিভাগে প্রথম হয়েছে আব্দুল্লাহ আল মোনায়েম।
তার মা বিবি কুলসুম বলেন, ‘আমি আমার ছেলের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত। সে যেন জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে, এজন্য সবার কাছে দোয়া চাই।’
সামাজিক সংগঠন তৃণমূল ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইয়াসিন সুমন বলেন, ‘মোনায়েমের সাফল্যে আমরা দাগনভূঞাবাসী গর্বিত। আমি ওর জন্য দোয়া করি। মোনায়েমের সাফল্যে অভিভূত হয়ে অন্যরা উৎসাহিত হবে।’
দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ওর অদম্য ইচ্ছার কাছে পঙ্গুত্ব হার মেনেছে। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে মুনায়েমেয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, মোনায়েম চট্টগ্রাম বিভাগে প্রথম হওয়ায় খুবই খুশি হয়েছি। সারা দেশ থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ছবি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠালে সেখান থেকে মোনায়েমের ছবি প্রধানমন্ত্রী ঈদ কার্ডের জন্য বেছে নেন। পরে ওর পরিবারকে এক লাখ টাকা ও ঘর উপহার দেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে