Ajker Patrika

‘তরুণ শিক্ষকেরা গবেষণায় এলে দেশ এগিয়ে যাবে’

খুবি প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৪: ১০
‘তরুণ শিক্ষকেরা গবেষণায় এলে দেশ এগিয়ে যাবে’

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেছেন, এখন সময় পাল্টেছে, দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আসছে। পড়াতে হলে কীভাবে পড়াতে হবে তা জানা খুবই জরুরি। বিশেষ করে শিক্ষকদের গবেষণা করা জরুরি। তরুণ শিক্ষকেরা গবেষণায় নিবেদিত হলে দেশ দ্রুত এগিয়ে যাবে।

গতকাল বুধবার সকালে খুবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে তরুণ শিক্ষকদের অংশগ্রহণে এক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের ইংরেজি ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে মডিউল-২ ‘টিচিং, লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।

তিনি বলেন, ‘স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারও শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। শিক্ষা ও গবেষণা ত্বরান্বিত করতে সরকার প্রতিনিয়ত বরাদ্দ বৃদ্ধি করছে। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় তিন কোটি টাকার মতো গবেষণায় বরাদ্দ দেওয়া হয়েছে। পরবর্তীতে তা আরও বাড়ানো হবে।’

প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনের পর উপাচার্য একটি সেশন পরিচালনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাত হোসনে আরা। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মতিউল ইসলাম। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ৪০ জন তরুণ শিক্ষক (প্রভাষক ও সহকারী অধ্যাপক) অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত