নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও কদমতলী (ঢাকা) প্রতিনিধি
হাতছানি দিয়ে ডাকছে ঈদুল আজহা। এ ঈদে আল্লাহর সন্তুষ্টি আদায়ে পশু কোরবানি দিয়ে থাকেন মুসলমানরা। ১০ জুলাই সারা দেশে পালিত হবে ঈদুল আজহা। সে উপলক্ষে এরই মধ্যে শুরু হয়েছে কোরবানির পশু বিক্রি। গতকাল বুধবার থেকে রাজধানীর দুই সিটি করপোরেশনের পশুর হাটে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হয়েছে। এর আগে শুরু হয় ডিজিটাল হাট। তবে এবার ডিজিটাল হাটে বিক্রি কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এবার অনলাইন প্ল্যাটফর্ম ডিজিটাল হাটে নতুন কিছু সেবাও যুক্ত হয়েছে। কিন্তু সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিক্রি কম। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), তথ্যপ্রযুক্তি বিভাগ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালে প্রথম আয়োজিত ডিজিটাল হাটে বিক্রি হয়েছিল ২৭ হাজার পশু। সেই হাটের বেচাকেনা শুধু ঢাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এরপর গত বছর দেশব্যাপী বিস্তৃত ডিজিটাল হাটে বিক্রি হয় ৩ লাখ ৮৭ হাজার পশু। তবে এবার গতকাল বিকেল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, শুধুমাত্র ঢাকায় ডিজিটাল হাটে বিক্রি হয়েছে মাত্র ২ হাজার ৭০টি পশু।
এটুআইয়ের (অ্যাকসেস টু ইনফরমেশন) হেড অব ই-কমার্স রেজওয়ানুল হক জামি বলেন, গত বছর ঈদের ১১ দিন আগে ডিজিটাল হাট শুরু হয়েছিল। আর এবার ঈদের মাত্র ছয় দিন আগে বেচাকেনা শুরু হয়েছে। এ কারণেও এবার বিক্রির পরিমাণ কম হবে।
রাজধানীতে বিক্রি শুরু
এবার ১৯টি অস্থায়ী পশুর হাট বসেছে রাজধানীতে। এরই মধ্যে স্থায়ী দুটিসহ ২১টি হাটে পশু বিক্রির সব প্রস্তুতি শেষ করেছেন ইজারাদাররা। পশু দেখভালের বিষয়টি বিবেচনায় নিয়ে সাধারণত ঈদের আগের দিন ও রাতে ঢাকায় পশু বিক্রি হয় বেশি। এবার গাবতলীর স্থায়ী হাটসহ ১০টি পশুর হাট বসেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বসেছে ১১টি হাট। কয়েক দিন আগে থেকেই এসব হাটে দেখা যায় ক্রেতা ও বিক্রেতাদের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকভর্তি করে আনা হচ্ছে গরু।
পশুর হাটে ‘পদ্মা সেতু’
পদ্মা সেতুর রেশ এখনো কাটেনি। এরই মধ্যে কোরবানির পশুর হাটেও দেখা গেছে আরেক ‘পদ্মা সেতু’। তবে এটি ইট, পাথর বা রডের তৈরি সেতু নয়, কোরবানির গরু। যাত্রাবাড়ীর দনিয়া কলেজের মাঠে (শনির আখড়া) বসা পশুর হাটে আনা হয়েছে ২৫ মণ ওজনের কোরবানির এই পশুটি। এক নম্বর কাউন্টারের সামনে গেলেই চোখে পড়বে বিশাল আকারের সাদাকালো রঙের এই গরুটি। সঙ্গে মানুষের জটলা। ফরিদপুরের ভাঙার মালিগ্রাম থেকে জাকির হোসেন নামের এক ব্যক্তি অস্ট্রেলিয়া জাতের গরুটি এনেছেন। দাম চাওয়া হয়েছে ১৬ লাখ টাকা। কিনে এক বছর লালনপালন করে বড় করেছেন শামীম ট্রেডার্সের মালিক জাকির হোসেন। লালনপালন ও খাওয়া বাবদ এক বছরে খরচ হয়েছে প্রায় ৩ লাখ টাকা।
খামারি জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পদ্মা সেতু হওয়ায় দ্রুত সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে যেতে পারছি। এ সেতু হওয়ায় এলাকার ব্যাপক উন্নয়ন হবে। সে কারণে শখের গরুটির নাম রেখেছি পদ্মা সেতু।’ পদ্মা সেতুর দাম ১৬ লাখ টাকা চাওয়া হলেও এখন পর্যন্ত কেউ দাম বলেনি।
গতকাল সরেজমিনে দেখা যায়, খামারি জাকির হোসেন নাম ধরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে পদ্মা সেতু নড়েচড়ে ওঠে। মাথাটা দোলাদুলি করতে থাকে। তবে জাকির হোসেনের পরিবারের লোকজন ছাড়া অন্য কেউ নাম ধরে ডাক দিলে তেমন কোনো সাড়া দেয় না।
হাতছানি দিয়ে ডাকছে ঈদুল আজহা। এ ঈদে আল্লাহর সন্তুষ্টি আদায়ে পশু কোরবানি দিয়ে থাকেন মুসলমানরা। ১০ জুলাই সারা দেশে পালিত হবে ঈদুল আজহা। সে উপলক্ষে এরই মধ্যে শুরু হয়েছে কোরবানির পশু বিক্রি। গতকাল বুধবার থেকে রাজধানীর দুই সিটি করপোরেশনের পশুর হাটে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হয়েছে। এর আগে শুরু হয় ডিজিটাল হাট। তবে এবার ডিজিটাল হাটে বিক্রি কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এবার অনলাইন প্ল্যাটফর্ম ডিজিটাল হাটে নতুন কিছু সেবাও যুক্ত হয়েছে। কিন্তু সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিক্রি কম। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), তথ্যপ্রযুক্তি বিভাগ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালে প্রথম আয়োজিত ডিজিটাল হাটে বিক্রি হয়েছিল ২৭ হাজার পশু। সেই হাটের বেচাকেনা শুধু ঢাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এরপর গত বছর দেশব্যাপী বিস্তৃত ডিজিটাল হাটে বিক্রি হয় ৩ লাখ ৮৭ হাজার পশু। তবে এবার গতকাল বিকেল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, শুধুমাত্র ঢাকায় ডিজিটাল হাটে বিক্রি হয়েছে মাত্র ২ হাজার ৭০টি পশু।
এটুআইয়ের (অ্যাকসেস টু ইনফরমেশন) হেড অব ই-কমার্স রেজওয়ানুল হক জামি বলেন, গত বছর ঈদের ১১ দিন আগে ডিজিটাল হাট শুরু হয়েছিল। আর এবার ঈদের মাত্র ছয় দিন আগে বেচাকেনা শুরু হয়েছে। এ কারণেও এবার বিক্রির পরিমাণ কম হবে।
রাজধানীতে বিক্রি শুরু
এবার ১৯টি অস্থায়ী পশুর হাট বসেছে রাজধানীতে। এরই মধ্যে স্থায়ী দুটিসহ ২১টি হাটে পশু বিক্রির সব প্রস্তুতি শেষ করেছেন ইজারাদাররা। পশু দেখভালের বিষয়টি বিবেচনায় নিয়ে সাধারণত ঈদের আগের দিন ও রাতে ঢাকায় পশু বিক্রি হয় বেশি। এবার গাবতলীর স্থায়ী হাটসহ ১০টি পশুর হাট বসেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বসেছে ১১টি হাট। কয়েক দিন আগে থেকেই এসব হাটে দেখা যায় ক্রেতা ও বিক্রেতাদের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকভর্তি করে আনা হচ্ছে গরু।
পশুর হাটে ‘পদ্মা সেতু’
পদ্মা সেতুর রেশ এখনো কাটেনি। এরই মধ্যে কোরবানির পশুর হাটেও দেখা গেছে আরেক ‘পদ্মা সেতু’। তবে এটি ইট, পাথর বা রডের তৈরি সেতু নয়, কোরবানির গরু। যাত্রাবাড়ীর দনিয়া কলেজের মাঠে (শনির আখড়া) বসা পশুর হাটে আনা হয়েছে ২৫ মণ ওজনের কোরবানির এই পশুটি। এক নম্বর কাউন্টারের সামনে গেলেই চোখে পড়বে বিশাল আকারের সাদাকালো রঙের এই গরুটি। সঙ্গে মানুষের জটলা। ফরিদপুরের ভাঙার মালিগ্রাম থেকে জাকির হোসেন নামের এক ব্যক্তি অস্ট্রেলিয়া জাতের গরুটি এনেছেন। দাম চাওয়া হয়েছে ১৬ লাখ টাকা। কিনে এক বছর লালনপালন করে বড় করেছেন শামীম ট্রেডার্সের মালিক জাকির হোসেন। লালনপালন ও খাওয়া বাবদ এক বছরে খরচ হয়েছে প্রায় ৩ লাখ টাকা।
খামারি জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পদ্মা সেতু হওয়ায় দ্রুত সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে যেতে পারছি। এ সেতু হওয়ায় এলাকার ব্যাপক উন্নয়ন হবে। সে কারণে শখের গরুটির নাম রেখেছি পদ্মা সেতু।’ পদ্মা সেতুর দাম ১৬ লাখ টাকা চাওয়া হলেও এখন পর্যন্ত কেউ দাম বলেনি।
গতকাল সরেজমিনে দেখা যায়, খামারি জাকির হোসেন নাম ধরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে পদ্মা সেতু নড়েচড়ে ওঠে। মাথাটা দোলাদুলি করতে থাকে। তবে জাকির হোসেনের পরিবারের লোকজন ছাড়া অন্য কেউ নাম ধরে ডাক দিলে তেমন কোনো সাড়া দেয় না।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে