Ajker Patrika

বাজার উচ্ছেদে ভোগান্তি ব্যবসায়ী-ভোক্তার

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪৬
বাজার উচ্ছেদে ভোগান্তি ব্যবসায়ী-ভোক্তার

সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার কুমিরায় সরকারি খাস জায়গা থেকে বাজার উচ্ছেদে বিপাকে পড়েছেন দুই শতাধিক খুচরা ও পাইকারি ব্যবসায়ী। পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন এ বাজারের ভোক্তারা। এমন অবস্থায় পার্শ্ববর্তী কোনো খাস জমিতে বাজার স্থাপনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও ভোক্তারা।

একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি কুমিরা বাজার থেকে খাস জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয় দুই শতাধিক ব্যবসায়ীর ছোটবড় ব্যবসা প্রতিষ্ঠান।

কুমিরা বাজার কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি বলেন, ‘সরকার এ বাজার থেকে প্রতি বছর ১২ লাখ টাকা রাজস্ব পেত। ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করার পর থেকে ব্যবসায়ীরা রাজস্ব দেওয়া বন্ধ করে দিয়েছেন। ব্যবসায়ীরা নির্দিষ্ট জায়গায় বাজার বসানোর ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছেন।

কুমিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণের জন্য ইতিমধ্যে স্থানীয় সাংসদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বাজার কমিটির নেতা ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা হয়েছে। পার্শ্ববর্তী খাস জায়গায় ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। তবে এতে ব্যবসায়ী-ভোক্তারা বিপাকে পড়েছেন। ইতিমধ্যে বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। ব্যবসায়ীদের সুবিধার্থে বিকল্প জায়গা খোঁজা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত