Ajker Patrika

রমজানের পণ্য: পাইকারিতে দাম কমলেও খুচরায় আগের মতো

বিশেষ প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রমজানের পণ্য: পাইকারিতে দাম কমলেও খুচরায় আগের মতো

রমজানে দাম সহনীয় রাখতে সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে শুল্ক-কর কমানো হচ্ছে চিনি, চাল, খেজুরের। শুল্কছাড় দিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দেওয়ার পরই রাজধানীর পাইকারি বাজারে ভোজ্যতেল ও চিনির দাম কমতে শুরু করে। খুচরা বাজারে চিনির দামেও কিছুটা প্রভাব পড়ে। তবে তেল চড়া দামেই বিক্রি হচ্ছে। সয়াবিন তেল কোথাও কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে বলে জানা গেছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, অপরিশোধিত চিনির শুল্ক কমছে টনপ্রতি ৫০০ টাকা। পরিশোধিত চিনির শুল্ক প্রতি টনে ১ হাজার টাকা কমছে। চালের শুল্ক ৬২ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হচ্ছে। ভোজ্যতেলের ভ্যাট কমানো হচ্ছে ৫ শতাংশ। আর খেজুরের শুল্ক ৬২ শতাংশ থেকে ১৫ শতাংশ কমিয়ে ৪৫ শতাংশ করা হচ্ছে। গতকাল বুধবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত এসব পণ্যের শুল্ক কমানোর চূড়ান্ত সারমর্ম প্রজ্ঞাপন আকারে জারির প্রক্রিয়া চলছিল।

সূত্রমতে, কাস্টমস কর্তৃপক্ষ শুল্ক কমানোর সব আনুষ্ঠানিকতা শেষ করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর কয়েক দিন ধরে শুল্ক কমানোর বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত করা হয়েছে। এরই মধ্যে প্রজ্ঞাপন সারমর্ম অনুমোদন দিয়েছেন অর্থমন্ত্রী।

জানা যায়, বর্তমানে অপরিশোধিত চিনিতে শুল্ক দিতে হয় টনপ্রতি দেড় হাজার টাকা। সেটা ৫০০ টাকা কমিয়ে ১ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে। এতে চিনির দাম কমতে পারে। পরিশোধিত চিনির শুল্ক রয়েছে টনপ্রতি ৩ হাজার টাকা। সেটি ১ হাজার টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে। চালের বর্তমান শুল্ক ৬২ শতাংশ। এটি কমিয়ে ১৫ শতাংশ করা হচ্ছে। ফলে আমদানি করা চালের দাম কমতে পারে। খেজুরে শুল্ক রয়েছে ৬২ শতাংশ। রমজান উপলক্ষে তা ১৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে। ফলে কমতে পারে খেজুরের দাম। ভোজ্যতেলে ১৫ শতাংশ ভ্যাট রয়েছে। সেটি ৫ শতাংশ কমিয়ে ১০ শতাংশ করার প্রজ্ঞাপন জারি হতে পারে।

আসছে রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক দিন আগেই চাল, চিনি, ভোজ্যতেল ও খেজুরের শুল্ক-কর কমানোর নির্দেশ দেন। এ নিয়ে পদক্ষেপ নিতে এনবিআরকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। চিঠি পাওয়ার পর শুল্ক বিভাগ এসব পণ্যে কতটুকু শুল্ক কমলে কত রাজস্ব ক্ষতি হবে ইত্যাদি হিসাব করেছে। শেষ পর্যন্ত সংস্থাটি তা চূড়ান্ত করে অর্থমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠায়।

শুল্ক বিভাগ সূত্রে জানা যায়, শুল্ক কমানোর প্রস্তাবের সারমর্ম কয়েক দিন ধরে অর্থমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় ছিল। সেটি সম্পন্ন হয়েছে। এখন এর প্রজ্ঞাপন জারি করতে যেটুকু সময় লাগে, তার অপেক্ষা।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম গত সপ্তাহে সাংবাদিকদের বলেছিলেন, রোজায় সাধারণ মানুষের পণ্য কিনতে যাতে ভোগান্তি না হয় সে জন্য প্রধানমন্ত্রী চাল, তেল, চিনি ও খেজুরের ওপর শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশনা অনুযায়ী এনবিআরকে চিঠি দেওয়া হয়।

পাইকারি বাজারে দাম কমেছে
রাজধানীর পাইকারি বাজারের একাধিক ভোজ্যতেল ব্যবসায়ী জানান, কয়েক দিন আগে পরিবেশক পর্যায়ে প্রতি মণ সয়াবিন তেল বিক্রি হয় ৫ হাজার ৯৫০ টাকায়। গতকাল তা বিক্রি হয়েছে ৫ হাজার ৮৫০ টাকায়। অর্থাৎ মণপ্রতি দাম কমেছে ১০০ টাকা। অপর দিকে আগে প্রতি মণ চিনির দাম ছিল ৪ হাজার ৯৬০ টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে ৪ হাজার ৯১৫ টাকা।

খুচরা বাজারে প্রভাব নেই
তেল ও চিনির পাইকারি দাম কমলেও খুচরা বাজারগুলোতে কোনো প্রভাব পড়েনি। বরং তেল কোথাও কোথাও চড়া দামে বিক্রি হচ্ছে। রাজধানীর সেগুনবাগিচা কাঁচাবাজারের মেসার্স আল্লার দান স্টোরের শিপন আহমেদ বলেন, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৬ টাকা এবং প্রতি কেজি পাম তেল ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে চিনির দাম কিছুটা কমে এখন ১৪৫ টাকা।

বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৭৩ টাকা হওয়া সত্ত্বেও ১৭৬ টাকায় বিক্রি করার কারণ জানতে চাইলে শিপন আহমেদ বলেন, তাঁদের প্রতি লিটার তেল ১৭০ টাকা দরে কেনা। এই তেল তাঁরা ১৭৬ টাকায় বিক্রি করছেন।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার তদারকি প্রতিবেদন অনুযায়ী, গতকাল রাজধানীর খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৫৮-১৬৫ টাকা, সুপার পাম তেল ১৩৫-১৪০ এবং পাম তেল ১২৫-১৩৫ টাকায়। এক মাস ধরে একই দামে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী ভুট্টো আজকের পত্রিকাকে বলেন, শুল্ক কমানোর কথা প্রচার হওয়ার পর থেকে বাজারে দাম কমতে শুরু করেছে। অনেকেই তাঁদের পণ্য দ্রুত বিক্রি করতে তৎপর হয়ে ওঠেন।

তবে মৌলভীবাজারের এক ব্যবসায়ী জানান, শুল্ক কমানো হচ্ছে এই ঘোষণার পর অনেক আমদানিকারক বন্দর থেকে তেল-চিনি খালাস করাচ্ছেন না। দেশের বড় দুটি কোম্পানির ৫০-৬০ হাজার টনের মতো তেল ছাড়ের অপেক্ষায় আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত