নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচন হয়েছে গত ৬ অক্টোবর। এরই মধ্যে নবনির্বাচিত পরিচালকদের একটি সভাও হয়ে গেছে। তবে গত আড়াই মাসে নতুন স্ট্যান্ডিং কমিটি করা যায়নি। অবশেষে কমিটি পুনর্বিন্যাসটা হতে যাচ্ছে আজ বেলা সাড়ে ৩টায় শুরু বোর্ড সভায়। এ সভার মূল আলোচ্যসূচিই হচ্ছে ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্ব ছেড়ে দেওয়া আকরাম খানের শূন্যস্থান পূরণ করা।
ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বে নতুন কেউ যে আসছেন, সেটি আকরামের কথাতেই পরিষ্কার। গতকাল আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘ভালো লাগছিল না, আমি সরে দাঁড়িয়েছি। যেদিন বোর্ডেও থাকতে ইচ্ছে করবে না, সরে দাঁড়াব। অনেকে আমার জায়গায় আসতে আগ্রহী, জায়গাটা তাই উন্মুক্ত করে দিলাম।’
লম্বা সময় ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান হিসেবে কাজ করার পর কেন সরে যাচ্ছেন আকরাম, সেটির ব্যাখ্যায় নানা কথা শোনা যাচ্ছে। একাধিক সূত্রে জানা গেছে, জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নাকি খুব একটা সন্তুষ্ট ছিলেন না আকরামের প্রতি। বিশেষ করে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আরব আমিরাত ও ওমানে যাওয়ার পরও দলের সঙ্গে আকরামের না থাকাটা বিসিবি সভাপতি ইতিবাচকভাবে নেননি। এ ছাড়া গত কিছু দিনে আকরামের সঙ্গে ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনের দূরত্বও পরিষ্কার হয়েছে। দীর্ঘদিন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান থাকা আকরাম অবশ্য কতটা স্বাধীনতা নিয়ে কাজ করতে পেরেছেন, সে আলোচনাও আছে। ১৯৯৭ আইসিসি ট্রফিজয়ী এই অধিনায়ক এ নিয়ে বিস্তারিত বলতে চাইলেন না। বললেন, ‘আমার সমালোচনা করতে পারেন। তবে যে ধরনের আলোচনা হচ্ছিল, আর থাকার ইচ্ছে নেই। আমার ব্যক্তিগত ব্যবসা আছে। কিন্তু ক্রিকেট থেকে কোনো ব্যবসা করি না। কাজে স্বাধীনতা ছিল কি ছিল না, এসব নিয়ে আলোচনা হতে পারে। তবে এখান থেকে কোনো অসৎ কাজ করিনি। জেনেশুনে ক্রিকেট নষ্ট করিনি।’
প্রশ্ন হচ্ছে, ক্রিকেট পরিচালনা কমিটির নতুন প্রধান কে হচ্ছেন? সূত্র বলছে, অভিজ্ঞ কোনো সংগঠক, যিনি দীর্ঘদিন পরিচালনা পরিষদে আছেন, এমন কেউ আকরামের জায়গায় আসতে পারেন। ক্রিকেট পরিচালনা বিভাগ বাদে নতুন স্ট্যান্ডিং কমিটিতে অবশ্য খুব বেশি পরিবর্তনের আভাস নেই। প্রথমবারের মতো পরিচালনা পরিষদে আসা কয়েকজন অন্তর্ভুক্ত হতে পারেন বিভিন্ন কমিটিতে। আজকের আলোচনায় থাকতে পারে আসন্ন বিপিএল, কোচিং স্টাফ, নির্বাচক প্যানেল, শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের প্রসঙ্গও।
বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচন হয়েছে গত ৬ অক্টোবর। এরই মধ্যে নবনির্বাচিত পরিচালকদের একটি সভাও হয়ে গেছে। তবে গত আড়াই মাসে নতুন স্ট্যান্ডিং কমিটি করা যায়নি। অবশেষে কমিটি পুনর্বিন্যাসটা হতে যাচ্ছে আজ বেলা সাড়ে ৩টায় শুরু বোর্ড সভায়। এ সভার মূল আলোচ্যসূচিই হচ্ছে ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্ব ছেড়ে দেওয়া আকরাম খানের শূন্যস্থান পূরণ করা।
ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বে নতুন কেউ যে আসছেন, সেটি আকরামের কথাতেই পরিষ্কার। গতকাল আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘ভালো লাগছিল না, আমি সরে দাঁড়িয়েছি। যেদিন বোর্ডেও থাকতে ইচ্ছে করবে না, সরে দাঁড়াব। অনেকে আমার জায়গায় আসতে আগ্রহী, জায়গাটা তাই উন্মুক্ত করে দিলাম।’
লম্বা সময় ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান হিসেবে কাজ করার পর কেন সরে যাচ্ছেন আকরাম, সেটির ব্যাখ্যায় নানা কথা শোনা যাচ্ছে। একাধিক সূত্রে জানা গেছে, জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নাকি খুব একটা সন্তুষ্ট ছিলেন না আকরামের প্রতি। বিশেষ করে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আরব আমিরাত ও ওমানে যাওয়ার পরও দলের সঙ্গে আকরামের না থাকাটা বিসিবি সভাপতি ইতিবাচকভাবে নেননি। এ ছাড়া গত কিছু দিনে আকরামের সঙ্গে ক্রিকেট পরিচালনা বিভাগের ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনের দূরত্বও পরিষ্কার হয়েছে। দীর্ঘদিন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান থাকা আকরাম অবশ্য কতটা স্বাধীনতা নিয়ে কাজ করতে পেরেছেন, সে আলোচনাও আছে। ১৯৯৭ আইসিসি ট্রফিজয়ী এই অধিনায়ক এ নিয়ে বিস্তারিত বলতে চাইলেন না। বললেন, ‘আমার সমালোচনা করতে পারেন। তবে যে ধরনের আলোচনা হচ্ছিল, আর থাকার ইচ্ছে নেই। আমার ব্যক্তিগত ব্যবসা আছে। কিন্তু ক্রিকেট থেকে কোনো ব্যবসা করি না। কাজে স্বাধীনতা ছিল কি ছিল না, এসব নিয়ে আলোচনা হতে পারে। তবে এখান থেকে কোনো অসৎ কাজ করিনি। জেনেশুনে ক্রিকেট নষ্ট করিনি।’
প্রশ্ন হচ্ছে, ক্রিকেট পরিচালনা কমিটির নতুন প্রধান কে হচ্ছেন? সূত্র বলছে, অভিজ্ঞ কোনো সংগঠক, যিনি দীর্ঘদিন পরিচালনা পরিষদে আছেন, এমন কেউ আকরামের জায়গায় আসতে পারেন। ক্রিকেট পরিচালনা বিভাগ বাদে নতুন স্ট্যান্ডিং কমিটিতে অবশ্য খুব বেশি পরিবর্তনের আভাস নেই। প্রথমবারের মতো পরিচালনা পরিষদে আসা কয়েকজন অন্তর্ভুক্ত হতে পারেন বিভিন্ন কমিটিতে। আজকের আলোচনায় থাকতে পারে আসন্ন বিপিএল, কোচিং স্টাফ, নির্বাচক প্যানেল, শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের প্রসঙ্গও।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪