সিলেট প্রতিনিধি
সিলেট শহরতলির একটি ভবনের দুই বাসায় আট সদস্যকে অচেতন করে লুটের ঘটনা ঘটেছে। খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ভবনের দুটি ফ্ল্যাটে লুট করে দুর্বৃত্তরা। দুই পরিবারের আট সদস্য অসুস্থ হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্য গতকাল শনিবার বিকেল পর্যন্ত দুজনের জ্ঞান ফেরেনি। গত শুক্রবার রাতে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের মুখে অবস্থিত সিলেট ক্লাবের পেছনের বাসায় এ ঘটনা ঘটে।
অসুস্থরা হলেন সুহানুর রহমান সাগর (১৭), নিগার সুলতানা (২৯), মাজেদা বেগম (৫০), সুভাস চন্দ্র দে (৬৫), শ্রীভাস চন্দ্র দে (৬০), সুজন দে (৩৫), সিবানী চন্দ্র দে (৫২) ও গৌরী রানি দে (৫৭)। এর মধ্যে নিগার সুলতানা সিলেটে একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরি করেন। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে।
সুলতানা বেগম গতকাল বিকেলে জানান, সিলেট ক্লাবের পেছনের টিনশেডের একতলা বাসায় তাঁরা দুটি পরিবার ভাড়া থাকেন। গত শুক্রবার রাতে দুই পরিবারের সদস্যরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। তবে সুলতানার ভাই সাহেদ আহমদ অন্যত্র খেয়ে আসায় বাসায় রাতের খাবার খাননি। সাহেদ প্রায় পুরো রাতই জেগে ছিলেন। ভোর পাঁচটার দিকে পাশের কক্ষ থেকে মা-বোনের চিৎকারে তিনি দৌড়ে গিয়ে দেখেন, রান্নাঘরের জানালার গ্রিল কাটা। এ সময় সাহেদের মা বলেন, গ্রিল কাটার শব্দে তাঁর ঘুম ভেঙে গেলেও তিনি চোখে ঝাপসা দেখছিলেন এবং কয়েকবার বমি করেন। তাই চিৎকার করে ছেলেকে ডাকেন।
সাহেদ এ সময় মা-বোনসহ তাঁর পরিবারের তিনজনকে অসুস্থ দেখতে পান। এ সময় পাশের ইউনিটের লোকজনকে ডাকতে গিয়ে তাঁদেরও একই অবস্থা দেখতে পেয়ে অ্যাম্বুলেন্স ডেকে অসুস্থ সবাইকে নিয়ে গিয়ে ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
সুলতানা বেগম আরও জানান, দুই পরিবারের মোট আটজন অসুস্থ। এর মধ্যে শনিবার বিকেল পর্যন্ত দুজনের জ্ঞান ফেরেনি। তবে বাকি সবার অবস্থা উন্নতির দিকে।
এ ব্যাপারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল গফফার গতকাল শনিবার বিকেলে জানান, আটজন অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন। সম্ভবত তাঁদের খাবারে চেতনানাশক মিশিয়ে খাইয়ে দেওয়া হয়েছিল। চিকিৎসা চলছে। দুজনের জ্ঞান এখনো ফেরেনি। তবে বাকি সবার অবস্থা ভালো।
মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির গতকাল বিকেলে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যে জানালা কাটার কথা বলা হয়েছে সেটি একেবারেই দুর্বল। ঘটনাটি আমরা তদন্ত করছি। পরিবারের সবাই বিপদ মুক্ত আছেন।’
সিলেট শহরতলির একটি ভবনের দুই বাসায় আট সদস্যকে অচেতন করে লুটের ঘটনা ঘটেছে। খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ভবনের দুটি ফ্ল্যাটে লুট করে দুর্বৃত্তরা। দুই পরিবারের আট সদস্য অসুস্থ হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্য গতকাল শনিবার বিকেল পর্যন্ত দুজনের জ্ঞান ফেরেনি। গত শুক্রবার রাতে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের মুখে অবস্থিত সিলেট ক্লাবের পেছনের বাসায় এ ঘটনা ঘটে।
অসুস্থরা হলেন সুহানুর রহমান সাগর (১৭), নিগার সুলতানা (২৯), মাজেদা বেগম (৫০), সুভাস চন্দ্র দে (৬৫), শ্রীভাস চন্দ্র দে (৬০), সুজন দে (৩৫), সিবানী চন্দ্র দে (৫২) ও গৌরী রানি দে (৫৭)। এর মধ্যে নিগার সুলতানা সিলেটে একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরি করেন। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে।
সুলতানা বেগম গতকাল বিকেলে জানান, সিলেট ক্লাবের পেছনের টিনশেডের একতলা বাসায় তাঁরা দুটি পরিবার ভাড়া থাকেন। গত শুক্রবার রাতে দুই পরিবারের সদস্যরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। তবে সুলতানার ভাই সাহেদ আহমদ অন্যত্র খেয়ে আসায় বাসায় রাতের খাবার খাননি। সাহেদ প্রায় পুরো রাতই জেগে ছিলেন। ভোর পাঁচটার দিকে পাশের কক্ষ থেকে মা-বোনের চিৎকারে তিনি দৌড়ে গিয়ে দেখেন, রান্নাঘরের জানালার গ্রিল কাটা। এ সময় সাহেদের মা বলেন, গ্রিল কাটার শব্দে তাঁর ঘুম ভেঙে গেলেও তিনি চোখে ঝাপসা দেখছিলেন এবং কয়েকবার বমি করেন। তাই চিৎকার করে ছেলেকে ডাকেন।
সাহেদ এ সময় মা-বোনসহ তাঁর পরিবারের তিনজনকে অসুস্থ দেখতে পান। এ সময় পাশের ইউনিটের লোকজনকে ডাকতে গিয়ে তাঁদেরও একই অবস্থা দেখতে পেয়ে অ্যাম্বুলেন্স ডেকে অসুস্থ সবাইকে নিয়ে গিয়ে ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
সুলতানা বেগম আরও জানান, দুই পরিবারের মোট আটজন অসুস্থ। এর মধ্যে শনিবার বিকেল পর্যন্ত দুজনের জ্ঞান ফেরেনি। তবে বাকি সবার অবস্থা উন্নতির দিকে।
এ ব্যাপারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল গফফার গতকাল শনিবার বিকেলে জানান, আটজন অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন। সম্ভবত তাঁদের খাবারে চেতনানাশক মিশিয়ে খাইয়ে দেওয়া হয়েছিল। চিকিৎসা চলছে। দুজনের জ্ঞান এখনো ফেরেনি। তবে বাকি সবার অবস্থা ভালো।
মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির গতকাল বিকেলে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যে জানালা কাটার কথা বলা হয়েছে সেটি একেবারেই দুর্বল। ঘটনাটি আমরা তদন্ত করছি। পরিবারের সবাই বিপদ মুক্ত আছেন।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে