সিলেট প্রতিনিধি
সিলেট নগরীর পাঠানটুলা গোয়াবাড়ি মোহনা আবাসিক এলাকার সি-ব্লকের ২২ নম্বর বাসার একটি কক্ষ থেকে মুরারি চাঁদ (এমসি) কলেজের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৌরভ দাশ রাহুলের ঝুলন্ত মরদেহ গতকাল উদ্ধার করে পুলিশ।
এর আগে গত বুধবার একই কলেজের নতুন ছাত্রী হোস্টেল থেকে প্রথম বর্ষের শিক্ষার্থী স্মৃতি রানী দাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে গত বৃহস্পতিবার সদর উপজেলার জালালাবাদ থানাধীন লামা আকিলপুর গ্রামের আব্দুর রশিদ (৬০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করেছে, তিনজনই আত্মহত্যা করেছেন।
সিলেটে হঠাৎ বেড়ে গেছে আত্মহত্যার প্রবণতা। কিশোর, তরুণ, বৃদ্ধ, ধনী, দরিদ্র সবার মধ্যেই আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে। গত তিন দিনে তিনটি আত্মহত্যার মধ্যে দুজন মুরারি চাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থী ও একজন ৬০ বছর বয়সী ব্যক্তি।
সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান জানান, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত সিলেট জেলায় আত্মহত্যা করেছেন ৩৯৬ জন। এর মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ৩১৫ জন। বিষপানে আত্মহত্যা করেছেন ৭৯ জন ও গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন দুজন। তিনি আরও জানান, সিলেটে ২০২০ সালে ৯৩ টি, ২০২১ সালে ৯৯টি ও ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত ৩০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মনোবিজ্ঞানীদের মতে, সামাজিক, আর্থিক ও পারিবারিক চাপে হতাশা বেড়ে যাওয়া, সামাজিক যোগযোগ মাধ্যমে আসক্তির কারণে মানুষ আত্মহত্যা করে। পাশাপাশি অপ্রাপ্তি, হতাশা, প্রতারণা, মানসিক অবসাদ, পারিবারিক নির্যাতন ও অতিরিক্ত আবেগ প্রবণতার কারণেই বেশির ভাগ আত্মহত্যার ঘটনা ঘটছে।
ইবনে সিনা হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. জান্নাতুন নাহার তানিয়া বলেন, ‘আত্মহত্যা বেশি হওয়ার কারণ হচ্ছে মানুষের মধ্যে এখন শেয়ারিং-কেয়ারিং কমে গেছে। সবাই এখন আমরা সোশ্যাল মিডিয়ায় যেভাবে অ্যাকটিভ সেভাবে পারিবারিক সামাজিকভাবে অ্যাকটিভ না। যে জন্য এখন মানুষজনের একাকিত্ব চলে এসেছে। আগে যেভাবে মানুষজন নিজেদের সমস্যাগুলো পরিবার বা বন্ধুবান্ধবের কাছে শেয়ার করত এখন আর তা করছে না।’
ডা. জান্নাতুন নাহার তানিয়া আরও বলেন, এক সময় একধরনের শ্রেণি-পেশার মানুষজন আত্মহত্যা করত। যেমন কখনো উচ্চবিত্ত, মধ্যবিত্ত পরিবারের উঠতি বয়সের ছেলেমেয়েরা, কখনো যুবরা।
তবে এখন সব বয়সের সব শ্রেণি-পেশার মানুষ এই অস্বাভাবিক কাজ করছে। কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত
সবার মধ্যে আত্মহত্যার প্রবণতা লক্ষ করা যায়।
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট) মো. জেদান আল মুসা বলেন, ‘দীর্ঘদিন ধরে আত্মহত্যার কেস স্টাডি করে বুঝতে পেরেছি, যত দিন যাচ্ছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হচ্ছি। কিন্তু সামাজিক হতে পারছি না। আমাদের মধ্য থেকে সামাজিক পারিবারিক বন্ধন হারিয়ে যাচ্ছে। যার ফলে মানুষজন একা হয়ে মানসিকভাবে ভেঙে পড়ছে। কারও কাছে কোনো সমস্যা শেয়ার না করে মানুষজন আত্মহত্যা করছে।’
সিলেট নগরীর পাঠানটুলা গোয়াবাড়ি মোহনা আবাসিক এলাকার সি-ব্লকের ২২ নম্বর বাসার একটি কক্ষ থেকে মুরারি চাঁদ (এমসি) কলেজের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৌরভ দাশ রাহুলের ঝুলন্ত মরদেহ গতকাল উদ্ধার করে পুলিশ।
এর আগে গত বুধবার একই কলেজের নতুন ছাত্রী হোস্টেল থেকে প্রথম বর্ষের শিক্ষার্থী স্মৃতি রানী দাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে গত বৃহস্পতিবার সদর উপজেলার জালালাবাদ থানাধীন লামা আকিলপুর গ্রামের আব্দুর রশিদ (৬০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করেছে, তিনজনই আত্মহত্যা করেছেন।
সিলেটে হঠাৎ বেড়ে গেছে আত্মহত্যার প্রবণতা। কিশোর, তরুণ, বৃদ্ধ, ধনী, দরিদ্র সবার মধ্যেই আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে। গত তিন দিনে তিনটি আত্মহত্যার মধ্যে দুজন মুরারি চাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থী ও একজন ৬০ বছর বয়সী ব্যক্তি।
সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান জানান, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত সিলেট জেলায় আত্মহত্যা করেছেন ৩৯৬ জন। এর মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ৩১৫ জন। বিষপানে আত্মহত্যা করেছেন ৭৯ জন ও গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন দুজন। তিনি আরও জানান, সিলেটে ২০২০ সালে ৯৩ টি, ২০২১ সালে ৯৯টি ও ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত ৩০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মনোবিজ্ঞানীদের মতে, সামাজিক, আর্থিক ও পারিবারিক চাপে হতাশা বেড়ে যাওয়া, সামাজিক যোগযোগ মাধ্যমে আসক্তির কারণে মানুষ আত্মহত্যা করে। পাশাপাশি অপ্রাপ্তি, হতাশা, প্রতারণা, মানসিক অবসাদ, পারিবারিক নির্যাতন ও অতিরিক্ত আবেগ প্রবণতার কারণেই বেশির ভাগ আত্মহত্যার ঘটনা ঘটছে।
ইবনে সিনা হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. জান্নাতুন নাহার তানিয়া বলেন, ‘আত্মহত্যা বেশি হওয়ার কারণ হচ্ছে মানুষের মধ্যে এখন শেয়ারিং-কেয়ারিং কমে গেছে। সবাই এখন আমরা সোশ্যাল মিডিয়ায় যেভাবে অ্যাকটিভ সেভাবে পারিবারিক সামাজিকভাবে অ্যাকটিভ না। যে জন্য এখন মানুষজনের একাকিত্ব চলে এসেছে। আগে যেভাবে মানুষজন নিজেদের সমস্যাগুলো পরিবার বা বন্ধুবান্ধবের কাছে শেয়ার করত এখন আর তা করছে না।’
ডা. জান্নাতুন নাহার তানিয়া আরও বলেন, এক সময় একধরনের শ্রেণি-পেশার মানুষজন আত্মহত্যা করত। যেমন কখনো উচ্চবিত্ত, মধ্যবিত্ত পরিবারের উঠতি বয়সের ছেলেমেয়েরা, কখনো যুবরা।
তবে এখন সব বয়সের সব শ্রেণি-পেশার মানুষ এই অস্বাভাবিক কাজ করছে। কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত
সবার মধ্যে আত্মহত্যার প্রবণতা লক্ষ করা যায়।
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট) মো. জেদান আল মুসা বলেন, ‘দীর্ঘদিন ধরে আত্মহত্যার কেস স্টাডি করে বুঝতে পেরেছি, যত দিন যাচ্ছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হচ্ছি। কিন্তু সামাজিক হতে পারছি না। আমাদের মধ্য থেকে সামাজিক পারিবারিক বন্ধন হারিয়ে যাচ্ছে। যার ফলে মানুষজন একা হয়ে মানসিকভাবে ভেঙে পড়ছে। কারও কাছে কোনো সমস্যা শেয়ার না করে মানুষজন আত্মহত্যা করছে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৭ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে