Ajker Patrika

পাকুন্দিয়ায় দুই বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১০: ১৫
পাকুন্দিয়ায় দুই বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দুই স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে দুই কিশোরীর বিবাহ বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দুপুরে বিয়ে বাড়িতে উপস্থিত হন ইউএনও। এ সময় বর পক্ষের কাউকে সেখানে পাওয়া যায়নি। পরে বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দেন কনের বাবা।

একই দিন বিকেলে উপজেলার অন্য একটি এলাকায় অভিযান চালিয়ে আরেক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেন ইউএনও। এ সময় কনের বাবার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়। বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া দুই কিশোরী দশম শ্রেণিতে পড়ালেখা করছে। অভিযানে থানা পুলিশের সদস্যরা ইউএনওকে সহযোগিতা করেন।

ইউএনও রোজলিন শহীদ চৌধুরী একই দিনে দুটি বাল্যবিবাহ বন্ধ করে দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত