ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণের ভাবনা

কলকাতা প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১০: ০৩

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণের চিন্তা করছে সরকার। এমনকি, যাতে সামাজিক গণমাধ্যমগুলো যাচ্ছেতাই পরিষেবা যাতে দিতে না পারে, তাও বিবেচনা করা হচ্ছে।

দিল্লি হাইকোর্টে গত বুধবার বিচারপতি যশোবন্ত ভার্মার আদালত সরকারি আইনজীবীর কাছে জানতে চেয়েছিলেন, সামাজিক গণমাধ্যম টুইটার, ফেসবুক প্রভৃতিকে নিয়ন্ত্রণ নিয়ে সরকারের কোনো চিন্তাভাবনা রয়েছে কি না। জবাবে আইনজীবী কীর্তিমান সিং জানান, সরকার এ বিষয়ে ইতিমধ্যেই সক্রিয়। তবে কত দিনে আইন করে সামাজিক গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা যাবে, তা এখনই বলা সম্ভব নয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত