বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২২, ০৬: ৪০
আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১২: ৩৮

কিশোরগঞ্জ, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু ও ১৯৭১ সালের ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

নরসিংদী: সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জয় বাংলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম প্রমুখ।

শিবপুর: শিবপুরে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন, ইউএনও জিনিয়া জিন্নাত, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশীদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বেলাব, মনোহরদী ও রায়পুরায় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ঈসা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাজিতপুর: বেলা ১১টার দিকে বাজিতপুর অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। এ সময় সংসদ সদস্য মো. আফজাল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী প্রমুখ উপস্থিত ছিলেন।

হোসেনপুর: হোসেনপুরে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, ইউএনও রাবেয়া পারভেজ, পৌরসভা মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন প্রমুখ।

পাকুন্দিয়া: বিকেলে পাকুন্দিয়ার ছোট আজলদী বাজারে জেলা শ্রমিক লীগের উপদেষ্টা ও সমাজসেবক আতাউল্লাহ সিদ্দিক মাসুদের উদ্যোগে এতিম ও মাদ্রাসাছাত্রদের নিয়ে দোয়া, মিলাদ ও তাঁদের মাঝে খাবার বিতরণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া: সকালে শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান প্রমুখ।

নবীনগর: সকালে নবীনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল উপস্থিত ছিলেন।

এ ছাড়া নাসিরনগর, সরাইল, কসবা ও আখাউড়ায় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত