‘এক দিনেই ছেলেটার ওপর বড় মায়া পড়ে গেছে’

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২২, ০৭: ০২
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১২: ৫১

গমখেতে কুড়িয়ে পাওয়া শিশুকে ছোটমনি নিবাসে পাঠানোর কথা শুনে হাউমাউ করে কেঁদে ফেললেন মোছা. মানজেরা খাতুন। কাঁদতে কাঁদতে বললেন, ‘এক দিনেই ছেলেটার ওপর বড় মায়া পড়ে গেছে।’

নাটোরের লালপুরে গমখেত থেকে উদ্ধারকৃত এক দিনের শিশুটিকে রাজশাহীতে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে। গত শুক্রবার রাতে স্থানীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে তাকে পাঠানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোতালেব সরকার প্রমুখ।

সমাজসেবা অধিদপ্তর পরিচালিত রাজশাহীর ছোটমনি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দত্তক প্রদানের বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়ে থাকে। তত দিন শিশুটিকে তাঁরা লালন-পালন করবেন।

মো. বাবুল হোসেনের স্ত্রী মোছা মানজেরা খাতুন বলেন, সারা দিন তাঁদের পরিবার শিশুটির যত্ন করছে। বাচ্চাটিকে নিজের সন্তান হিসেবে মেনে নিয়েছেন। হাসপাতালে আনার পর ‘মো. আব্দুল্লাহ তাওছিফ’ শিশুটির নাম রেখে খাতায় তোলা হয়েছে। এখন ছোটমনি নিবাসে পাঠালে আইনগত জটিলতায় সন্তান হিসেবে তাকে দত্তক না পাওয়ার ভয় করছেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোতালেব সরকার বলেন, কুড়িয়ে পাওয়া শিশুটিকে নিয়ম অনুযায়ী রাজশাহী ছোটমনি নিবাসে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। স্থানীয়ভাবে আইনগত সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা বলেন, শিশুটিকে দত্তক নেওয়ার জন্য অনেকে যোগাযোগ করেছেন। আইনগত জটিলতা এড়াতে তাকে ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে। তাঁরা দত্তক দেওয়ার সব পদক্ষেপ নেবেন। তবে শিশুটি উদ্ধার ও যত্ন নেওয়া পরিবারকে দত্তক দিতে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে অনুরোধ করেছেন তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত