মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনায় আকস্মিক দমকা হাওয়ায় নৌকা ডুবে হাওরে মাছ ধরতে যাওয়া তিন জেলে মারা গেছেন। গত শুক্রবার রাত ১০টার দিকে জেলার মদন, মোহনগঞ্জ ও আটপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে।
পরে শনিবার তাদের লাশ উদ্ধার করা হয়। হাওরের পানিতে ডুবে নিহতরা হলেন মদন উপজেলার রফিকুল ইসলাম (৩৫), আটপাড়া উপজেলার দিলোয়ার হোসেন দিলু (৩৫) এবং মোহনগঞ্জ উপজেলার রাসেল মিয়া (২৭)।
অপরদিকে জেলার পূর্বধলা উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে গালিব আয়ান (২) ও আরমান (৩) নামে দুই শিশু মারা গেছে।
মদন থানার পরিদর্শক (তদন্ত) মাজেদুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো শুক্রবার রাতে উপজেলার মাঘান গ্রামের সামনে মান্দারকাটা হাওরে নৌকা নিয়ে মাছ ধরতে যান রফিকুল ইসলাম ও তার সহোদর তরিকুল ইসলাম। হঠাৎ দমকা হাওয়ায় নৌকা ডুবে গেলে তরিকুল সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন রফিকুল। পরে সকালে এলাকাবাসী তাঁর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
মোহনগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রবিউল ইসলাম বলেন, উপজেলার দরুন বানিহারী গ্রামের বজলু মিয়ার ছেলে রাসেল মিয়া শুক্রবার রাতে একাই নৌকা নিয়ে স্থানীয় ডিঙ্গাপোতা হাওরে মাছ ধরতে যান। রাতে আচমকা দমকা হাওয়ায় নৌকা ডুবে তিনি নিখোঁজ হন। গতকাল বেলা ২টার দিকে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, লাশের সুরতহাল শেষে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আটপাড়া থানার ওসি জাফর ইকবাল বলেন, প্রবল বাতাসে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে দিলোয়ার হোসেন দিলু মারা গেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হচ্ছে।
পূর্বধলা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ও সন্ধ্যায় উপজেলার পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে গালিব আয়ান ও আরমান নামে দুই শিশু মারা যায়। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নেত্রকোনায় আকস্মিক দমকা হাওয়ায় নৌকা ডুবে হাওরে মাছ ধরতে যাওয়া তিন জেলে মারা গেছেন। গত শুক্রবার রাত ১০টার দিকে জেলার মদন, মোহনগঞ্জ ও আটপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে।
পরে শনিবার তাদের লাশ উদ্ধার করা হয়। হাওরের পানিতে ডুবে নিহতরা হলেন মদন উপজেলার রফিকুল ইসলাম (৩৫), আটপাড়া উপজেলার দিলোয়ার হোসেন দিলু (৩৫) এবং মোহনগঞ্জ উপজেলার রাসেল মিয়া (২৭)।
অপরদিকে জেলার পূর্বধলা উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে গালিব আয়ান (২) ও আরমান (৩) নামে দুই শিশু মারা গেছে।
মদন থানার পরিদর্শক (তদন্ত) মাজেদুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো শুক্রবার রাতে উপজেলার মাঘান গ্রামের সামনে মান্দারকাটা হাওরে নৌকা নিয়ে মাছ ধরতে যান রফিকুল ইসলাম ও তার সহোদর তরিকুল ইসলাম। হঠাৎ দমকা হাওয়ায় নৌকা ডুবে গেলে তরিকুল সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন রফিকুল। পরে সকালে এলাকাবাসী তাঁর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
মোহনগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রবিউল ইসলাম বলেন, উপজেলার দরুন বানিহারী গ্রামের বজলু মিয়ার ছেলে রাসেল মিয়া শুক্রবার রাতে একাই নৌকা নিয়ে স্থানীয় ডিঙ্গাপোতা হাওরে মাছ ধরতে যান। রাতে আচমকা দমকা হাওয়ায় নৌকা ডুবে তিনি নিখোঁজ হন। গতকাল বেলা ২টার দিকে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, লাশের সুরতহাল শেষে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আটপাড়া থানার ওসি জাফর ইকবাল বলেন, প্রবল বাতাসে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে দিলোয়ার হোসেন দিলু মারা গেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হচ্ছে।
পূর্বধলা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ও সন্ধ্যায় উপজেলার পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে গালিব আয়ান ও আরমান নামে দুই শিশু মারা যায়। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে