Ajker Patrika

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৩ জন হাসপাতালে

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ০৯: ১৭
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৩ জন হাসপাতালে

রাজধানীতে পৃথক স্থানে তিনজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল রোববার ঘটনার ভুক্তভোগীরা হলেন—কাপড় ব্যবসায়ী আমজাদ হোসেন (৩৫), ডিপিডিসির কর্মচারী মো. দাইয়ান (৪৭) ও ব্যবসায়ী আবুল কালাম আজাদ (৩৭)।

আমজাদ হোসেনের শ্যালক মো. রনি জানান, আমজাদের শ্বশুর আমানুল্লাহ রামপুরায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। হাসপাতালের বিল পরিশোধের জন্য বাসা থেকে ২ লাখ টাকা নিয়ে বাইরে বের হন আমজাদ। পরে আসমানি পরিবহনের একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। ওই বাসের কর্মচারীরা তাঁকে অচেতন অবস্থায় ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনের রাস্তায় নামিয়ে দিয়ে যান। অজ্ঞান পার্টির সদস্যরা তাঁর কাছ থেকে ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন।

এদিকে গুলিস্তান স্টেডিয়ামের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় দাইয়ানকে। তাঁর চাচাতো ভাই মো. রাজিব জানান, ডিপিডিসির লালবাগ জোনে চাকরি করেন দাইয়ান। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলায়। গ্রাম থেকে রোববার দুপুরে তিনি ঢাকায় আসছিলেন। পথে দোয়েল পরিবহনের একটি বাসে ওঠেন। ওই বাসের মধ্যেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পরে ওই বাসের কর্মচারীরা তাঁকে গুলিস্তানে স্টেডিয়ামের পাশে এনে নামিয়ে দেয়। তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন থেকেই আমাদের খবর দেয়।

এদিকে মিরপুর থেকে উদ্ধার হওয়া ব্যবসায়ী আবুল কালাম আজাদের ফুপাতো ভাই মো. নাজমুল হক জানান, কালামের বাড়ি জামালপুর সদর উপজেলায়। রোববার গ্রাম থেকে উত্তরায় এসেছিলেন এক আত্মীয়ের বাসায়। কিছুক্ষণ পর জানতে পারেন কালাম মিরপুর ১ নম্বরে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে আছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে ভুক্তভোগীদের মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত