নাজমুল হাসান সাগর, ঢাকা
ভাষার মাসে বইমেলা অথচ ভাষা আন্দোলনের ইতিহাস এবং এ-সংক্রান্ত পাঁচটির বেশি নতুন বইয়ের খোঁজ মেলেনি পুরো মেলা ঘুরে। অমর একুশে ফেব্রুয়ারির আগে গতকাল মেলার ষষ্ঠ দিনে এ-সংক্রান্ত কোনো বইই আসেনি।
কারণ জানতে চাইলে লেখক, গবেষক ও পাণ্ডুলিপির অপ্রতুলতার দোহাই দিলেন প্রকাশকেরা। তবে অন্তত ১০টি স্টলের বিক্রয় প্রতিনিধিরা জানালেন, ভাষা ও ভাষা সংগ্রামের ইতিহাস কিংবা বাংলা ভাষার বিকাশসংক্রান্ত বই খুঁজতে অনেকেই আসেন। অর্থাৎ এসব বইয়েরও পাঠক আছেন।
খোঁজ নিয়ে জানা গেল, এবার মেলায় ভাষা আন্দোলন নিয়ে এম আব্দুল আলীমের লেখা তিনটি বই এনেছে আগামী প্রকাশনী। এগুলো হলো রাষ্ট্রভাষা আন্দোলন ও জেলাভিত্তিক ইতিহাস, রাষ্ট্রভাষা আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা এবং রাষ্ট্রভাষা আন্দোলনে রফিকুল ইসলাম। দুই ভাষাসংগ্রামী আহমদ রফিক ও রফিকুল ইসলামকে নিয়ে হাবিবুল্লাহ ফাহাদের লেখা ‘দুই ভাষাসংগ্রামীর মুখোমুখি’ নামে আরও একটি বই এনেছে আগামী। এ ছাড়া ‘ভাষা আন্দোলনে কিশোরগঞ্জ’ নামে একটি বই এনেছে উৎস প্রকাশনী।
এ-সংক্রান্ত বইয়ের অপ্রতুলতা নিয়ে জানতে চাইলে সময় প্রকাশনীর স্বত্বাধিকারী ফরিদ আহমেদ বলেন, এসব বই চট করে হয় না। এসব বই প্রকাশের জন্য লেখক ও গবেষকদের দীর্ঘদিন কাজ করতে হয়। মানসম্মত পাণ্ডুলিপির অভাবে এসব বই প্রকাশ হয় কম।
এ নিয়ে শিক্ষাবিদ ও লেখক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘ভাষা আন্দোলন নিয়ে প্রচুর গবেষণা ও কাজ হয়েছে দীর্ঘদিন ধরে। এখন ভাষা আন্দোলন ও ভাষাভিত্তিক বিষয় নিয়ে যদি লিখতে হয়, তাহলে নতুনভাবে গবেষণাকাজ শুরু করতে হবে। বাংলা ভাষাটাকে আমরা যদি আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম! সেটা ভাষা আন্দোলনের ওপর কাজ করারই নামান্তর হতো। আজকাল কম্পিউটারাইজড ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও এখন কিছুটা কাজ হচ্ছে, তবে সেটা আরও আগে হওয়া উচিত ছিল।’
বৃষ্টিতে ভোগান্তি: গতকাল সকাল থেকেই গুমোট ছিল আকাশ। বিকেলের বৃষ্টিতে বেকায়দায় পড়েন মেলায় আগত দর্শনার্থীরা। এ সময় ছুটে গিয়ে অনেকে অবস্থান নেন আশ্রয়কেন্দ্রে। বৃষ্টি মাথায় নিয়ে মেলার মাঠ ছেড়েছেন অনেকে। আবার অনেকে বৃষ্টিতে ভিজেই ঘুরে বেড়িয়েছেন মেলা প্রাঙ্গণে। তবে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন প্রকাশকেরা। ত্রিপল ও পলিথিন দিয়ে ঢেকে বই বাঁচানোর চেষ্টায় ব্যস্ত দেখা গেছে স্টলের বিক্রয়কর্মীদের। বৃষ্টির কারণে অনেক স্টল সাময়িকভাবে বন্ধও করে দেওয়া হয়।
নতুন বই: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল বইমেলার সময় আধঘণ্টা কমানো হয়। এ দিন মেলায় নতুন বই এসেছে ৮৯টি।
ভাষার মাসে বইমেলা অথচ ভাষা আন্দোলনের ইতিহাস এবং এ-সংক্রান্ত পাঁচটির বেশি নতুন বইয়ের খোঁজ মেলেনি পুরো মেলা ঘুরে। অমর একুশে ফেব্রুয়ারির আগে গতকাল মেলার ষষ্ঠ দিনে এ-সংক্রান্ত কোনো বইই আসেনি।
কারণ জানতে চাইলে লেখক, গবেষক ও পাণ্ডুলিপির অপ্রতুলতার দোহাই দিলেন প্রকাশকেরা। তবে অন্তত ১০টি স্টলের বিক্রয় প্রতিনিধিরা জানালেন, ভাষা ও ভাষা সংগ্রামের ইতিহাস কিংবা বাংলা ভাষার বিকাশসংক্রান্ত বই খুঁজতে অনেকেই আসেন। অর্থাৎ এসব বইয়েরও পাঠক আছেন।
খোঁজ নিয়ে জানা গেল, এবার মেলায় ভাষা আন্দোলন নিয়ে এম আব্দুল আলীমের লেখা তিনটি বই এনেছে আগামী প্রকাশনী। এগুলো হলো রাষ্ট্রভাষা আন্দোলন ও জেলাভিত্তিক ইতিহাস, রাষ্ট্রভাষা আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা এবং রাষ্ট্রভাষা আন্দোলনে রফিকুল ইসলাম। দুই ভাষাসংগ্রামী আহমদ রফিক ও রফিকুল ইসলামকে নিয়ে হাবিবুল্লাহ ফাহাদের লেখা ‘দুই ভাষাসংগ্রামীর মুখোমুখি’ নামে আরও একটি বই এনেছে আগামী। এ ছাড়া ‘ভাষা আন্দোলনে কিশোরগঞ্জ’ নামে একটি বই এনেছে উৎস প্রকাশনী।
এ-সংক্রান্ত বইয়ের অপ্রতুলতা নিয়ে জানতে চাইলে সময় প্রকাশনীর স্বত্বাধিকারী ফরিদ আহমেদ বলেন, এসব বই চট করে হয় না। এসব বই প্রকাশের জন্য লেখক ও গবেষকদের দীর্ঘদিন কাজ করতে হয়। মানসম্মত পাণ্ডুলিপির অভাবে এসব বই প্রকাশ হয় কম।
এ নিয়ে শিক্ষাবিদ ও লেখক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘ভাষা আন্দোলন নিয়ে প্রচুর গবেষণা ও কাজ হয়েছে দীর্ঘদিন ধরে। এখন ভাষা আন্দোলন ও ভাষাভিত্তিক বিষয় নিয়ে যদি লিখতে হয়, তাহলে নতুনভাবে গবেষণাকাজ শুরু করতে হবে। বাংলা ভাষাটাকে আমরা যদি আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম! সেটা ভাষা আন্দোলনের ওপর কাজ করারই নামান্তর হতো। আজকাল কম্পিউটারাইজড ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও এখন কিছুটা কাজ হচ্ছে, তবে সেটা আরও আগে হওয়া উচিত ছিল।’
বৃষ্টিতে ভোগান্তি: গতকাল সকাল থেকেই গুমোট ছিল আকাশ। বিকেলের বৃষ্টিতে বেকায়দায় পড়েন মেলায় আগত দর্শনার্থীরা। এ সময় ছুটে গিয়ে অনেকে অবস্থান নেন আশ্রয়কেন্দ্রে। বৃষ্টি মাথায় নিয়ে মেলার মাঠ ছেড়েছেন অনেকে। আবার অনেকে বৃষ্টিতে ভিজেই ঘুরে বেড়িয়েছেন মেলা প্রাঙ্গণে। তবে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন প্রকাশকেরা। ত্রিপল ও পলিথিন দিয়ে ঢেকে বই বাঁচানোর চেষ্টায় ব্যস্ত দেখা গেছে স্টলের বিক্রয়কর্মীদের। বৃষ্টির কারণে অনেক স্টল সাময়িকভাবে বন্ধও করে দেওয়া হয়।
নতুন বই: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল বইমেলার সময় আধঘণ্টা কমানো হয়। এ দিন মেলায় নতুন বই এসেছে ৮৯টি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে