সবুজ শর্মা শাকিল, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
আমন ধান কাটার পর ৫০ শতক জমিতে সরিষা চাষ করেন চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ (সাহাপাড়া) এলাকার রিপন দাশ। ইতিমধ্যেই সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে তাঁর খেত। ভালো ফলনের আশা করছেন তিনি।
কথা হয় রিপন দাশের সঙ্গে। তিনি বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তারা উৎসাহে গত বছর ৩০ শতক জমিতে সরিষার আবাদ করেছিলেন। বীজ ও সারসহ বিভিন্ন উপকরণ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পেয়েছিলেন। ভালো লাভ হয়েছিল। তাই এবার তিনি ৫০ শতক জমিতে সরিষার আবাদ করেছেন। এবারও বিচসহ বিভিন্ন উপকরণ পেয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার তাঁর বেশ লাভ হবে।
একই এলাকার কৃষক অরুন কান্তি দাশ বলেন, গত বছর রিপনের সরিষার ভালো ফলন হওয়ায় এবার তিনি ২০ শতক জমিতে এ চাষ করেছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বীজসহ বিভিন্ন উপকরণ পেয়েছেন। সরিষা চাষে তেমন খরচ হয় না বললেই চলে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার সীতাকুণ্ড প্রায় ৩৩ হেক্টর জমিতে উন্নত জাতের সরিষার আবাদ করেছেন দুই শতাধিক কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলন হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিব উল্লাহ বলেন, গত বছরের তুলনায় এ বছর সরিষার চাষ বৃদ্ধি পেয়েছে। গত বছর উপজেলায় ২৯ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল। এবার ৪ হেক্টর বেড়ে ৩৩ হেক্টর জমিতে চাষ হয়েছে। কৃষকদের সরিষা চাষে অনুপ্রাণিত করতে বিভিন্ন সহযোগিতা করা হয়। কম খরচে দ্বিগুণ ফলন পাওয়ায় কৃষকেরা ধীরে ধীরে সরিষা চাষে আগ্রহী হচ্ছেন।
আমন ধান কাটার পর ৫০ শতক জমিতে সরিষা চাষ করেন চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ (সাহাপাড়া) এলাকার রিপন দাশ। ইতিমধ্যেই সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে তাঁর খেত। ভালো ফলনের আশা করছেন তিনি।
কথা হয় রিপন দাশের সঙ্গে। তিনি বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তারা উৎসাহে গত বছর ৩০ শতক জমিতে সরিষার আবাদ করেছিলেন। বীজ ও সারসহ বিভিন্ন উপকরণ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পেয়েছিলেন। ভালো লাভ হয়েছিল। তাই এবার তিনি ৫০ শতক জমিতে সরিষার আবাদ করেছেন। এবারও বিচসহ বিভিন্ন উপকরণ পেয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার তাঁর বেশ লাভ হবে।
একই এলাকার কৃষক অরুন কান্তি দাশ বলেন, গত বছর রিপনের সরিষার ভালো ফলন হওয়ায় এবার তিনি ২০ শতক জমিতে এ চাষ করেছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বীজসহ বিভিন্ন উপকরণ পেয়েছেন। সরিষা চাষে তেমন খরচ হয় না বললেই চলে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার সীতাকুণ্ড প্রায় ৩৩ হেক্টর জমিতে উন্নত জাতের সরিষার আবাদ করেছেন দুই শতাধিক কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলন হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিব উল্লাহ বলেন, গত বছরের তুলনায় এ বছর সরিষার চাষ বৃদ্ধি পেয়েছে। গত বছর উপজেলায় ২৯ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল। এবার ৪ হেক্টর বেড়ে ৩৩ হেক্টর জমিতে চাষ হয়েছে। কৃষকদের সরিষা চাষে অনুপ্রাণিত করতে বিভিন্ন সহযোগিতা করা হয়। কম খরচে দ্বিগুণ ফলন পাওয়ায় কৃষকেরা ধীরে ধীরে সরিষা চাষে আগ্রহী হচ্ছেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৬ মিনিট আগেমেট্রোরেল চালানো কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ পদে আর আমলা-নির্ভরতা থাকছে না। গত ৯ অক্টোবর প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে এমডি পদের জন্য সিভিল, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে
১২ মিনিট আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগে