Ajker Patrika

দমন-পীড়নে সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৪: ৩৭
দমন-পীড়নে সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে

বরিশালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে গতকাল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাড়ে তিন বছরের শাসন আমলের কথা স্মরণ করে এখনো দেশের মানুষ তাঁর জন্য দোয়া করেন। জিয়া পরিবার ও বিএনপিকে ধ্বংস করার জন্য ক্ষমতা দখল করে রেখেছে সরকার। দমন-পীড়ন চালাতে সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে।

বরিশালে গতকাল বুধবার পৃথকভাবে তিনটি আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে সভাগুলো অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল প্রমুখ।

উত্তর জেলা বিএনপির সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহর সভাপতিত্বে বক্তব্য দেন সদস্যসচিব মিজানুর রহমান মুকুল প্রমুখ। দক্ষিণ জেলা বিএনপির সভার সভাপতিত্ব করেন আহ্বায়ক মজিবর রহমান নান্টু। বক্তব্য দেন সদস্যসচিব আকতার হোসেন মেবুল, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক নেতা মাহবুবুল হক নান্নু প্রমুখ। সভা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাতে ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া এবং মোনাজাত হয়।

মুলাদীতে জিয়াউর রহমানের ৮৬তম জন্মদিন পালন উপলক্ষে গতকাল বেলা ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত