একই সঙ্গে ৩ ছেলের মা হলেন আনসার সদস্য

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২২, ০৭: ০৯
আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৫: ৩৭

একসঙ্গে তিন ছেলের জন্ম দিয়েছেন কুড়িগ্রাম জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) নারী সদস্য রুজিনা খাতুন। গতকাল বুধবার দুপুরে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন তিনি।

রুজিনা কুড়িগ্রাম জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি সদস্য এবং বাহিনীর হিসাব রক্ষক গোলাম মোস্তফা রাঙ্গার স্ত্রী।

গোলাম মোস্তফা রাঙ্গা জানান, তাঁর বাড়ি লালমনিরহাটের কুলাঘাটে। ২০১৩ সালে কুড়িগ্রামের রাজারহাটের ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ী গ্রামে রুজিনা খাতুনের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর তাঁদের সন্তান হচ্ছিল না। পরে চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়ার পর তাঁদের প্রথম ছেলে সন্তান হয়। সেই ছেলের বয়স ৪ বছর। এরপর দ্বিতীয় সন্তান নেওয়ার সময়ও সমস্যা দেখা দিলে তারা আবারও চিকিৎসকের শরণাপন্ন হন এবং তার স্ত্রী গর্ভধারণ করেন। দ্বিতীয়বার গর্ভধারণে তিনটি ছেলে সন্তানের জন্ম দেন।

চিকিৎসকের বরাত দিয়ে গোলাম মোস্তফা রাঙ্গা বলেন, ‘বাচ্চাদের ওজন কম এবং দেড় মাস আগে সিজার করায় তাদের হাসপাতালে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে। বর্তমানে তিন সন্তান ও তাদের মা ভালো আছে।’

এদিকে আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জের পরিচালক আবদুস সামাদ এবং কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট (চ. দা) ইবনুল হক গত বুধবার হাসপাতালে গিয়ে নবজাতক ও তাঁদের মায়ের খোঁজ নিয়েছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত