সম্পাদকীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন বছরের শুরুতেই নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন ১১ জানুয়ারি। টানা চতুর্থ ও সব মিলিয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন বঙ্গবন্ধুকন্যা, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এটি একটি রেকর্ড। মন্ত্রিসভায় নতুন-পুরোনো মিলিয়ে যাঁরা দায়িত্ব পেলেন, তাঁদের সম্পর্কে আগাম কোনো নেতিবাচক কথা না বলে আমরা বরং এটাই বলি, কাজের মধ্য দিয়েই তাঁরা প্রমাণ করুন যে ভালো মন্ত্রিসভাই দেশবাসী পেয়েছে।
পুরোনো ১৫ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী আগের মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ধরে নেওয়া যায়, তাঁদের আগের মেয়াদের কর্মদক্ষতায় প্রধানমন্ত্রী সন্তুষ্ট। গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে পরিবর্তন আনা হয়েছে নতুন মুখ দিয়ে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবুল হাসান মাহমুদ আলী। ২০১৪ সালে তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন ড. হাছান মাহমুদ। আগের মেয়াদে তিনি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। এবার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নতুন মুখ মোহাম্মদ আলী আরাফাত। কৃষি মন্ত্রণালয়ে পরিবর্তন এসেছে, ড. আব্দুর রাজ্জাক বাদ পড়েছেন, এসেছেন আব্দুস শহীদ। রেলে নূরুল ইসলাম সুজনের পরিবর্তে নতুন মুখ জিল্লুল হাকিম এসেছেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে জাহিদ মালিকের পরিবর্তে এসেছেন ডা. সামন্ত লাল সেন। এই পরিবর্তনকে বলা হচ্ছে মন্ত্রিসভার বড় চমক। তাঁকে টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রী করা হয়েছে। তিনি সরাসরি রাজনীতির মানুষ নন। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ডা. দীপু মনির পরিবর্তে এসেছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। দীপু মনি পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বাদ পড়েছেন, নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ও ময়মনসিংহের একটি আসন থেকে নির্বাচিত এমপি আব্দুস সালাম।
ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, মো. তাজুল ইসলাম, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, সাধন চন্দ্র মজুমদারসহ কয়েকজন আগের মন্ত্রণালয় আবার পেয়েছেন।
ফারুক খান, সাবের হোসেন চৌধুরী, উবায়দুল মোকতাদির চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ নতুন এসেছেন মন্ত্রিসভায়।
নতুন মন্ত্রিসভার সামনে অনেক চ্যালেঞ্জ আছে বলে সবাই মনে করছেন। দুর্নীতি ও বৈষম্য কমানো, অর্থনীতির চাপ কমানো, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়ন ইত্যাদি সরকারের সামনে আশু চ্যালেঞ্জ। একটি ন্যায়সংগত সমাজ নির্মাণ ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। কিন্তু দেশে অবকাঠামোগত দৃশ্যমান অনেক উন্নতি হলেও দুর্নীতি, আয়বৈষম্য না কমায় মানুষের মধ্যে অস্বস্তি আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতাও মানুষের একটি বড় সমস্যা। ভরা মৌসুমে চালের দাম কেন বাড়ছে, অন্য নিত্যপণ্যের বাজারও অস্থির। এ ক্ষেত্রে নতুন সরকারের জরুরি মনোযোগ মানুষ দেখতে চায়।
দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, অসহিষ্ণুতা পরিহার করা, অতিকথন বন্ধ করা, কম কথা বেশি কাজ—এই নীতি অনুসরণ করার কোনো বিকল্প নেই। মন্ত্রীদের সব কাজে স্বচ্ছতা থাকতে হবে, বিতর্ক এড়িয়ে চলতে হবে এবং দক্ষতার প্রমাণ দিতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন বছরের শুরুতেই নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন ১১ জানুয়ারি। টানা চতুর্থ ও সব মিলিয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন বঙ্গবন্ধুকন্যা, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এটি একটি রেকর্ড। মন্ত্রিসভায় নতুন-পুরোনো মিলিয়ে যাঁরা দায়িত্ব পেলেন, তাঁদের সম্পর্কে আগাম কোনো নেতিবাচক কথা না বলে আমরা বরং এটাই বলি, কাজের মধ্য দিয়েই তাঁরা প্রমাণ করুন যে ভালো মন্ত্রিসভাই দেশবাসী পেয়েছে।
পুরোনো ১৫ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী আগের মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ধরে নেওয়া যায়, তাঁদের আগের মেয়াদের কর্মদক্ষতায় প্রধানমন্ত্রী সন্তুষ্ট। গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে পরিবর্তন আনা হয়েছে নতুন মুখ দিয়ে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবুল হাসান মাহমুদ আলী। ২০১৪ সালে তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন ড. হাছান মাহমুদ। আগের মেয়াদে তিনি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। এবার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নতুন মুখ মোহাম্মদ আলী আরাফাত। কৃষি মন্ত্রণালয়ে পরিবর্তন এসেছে, ড. আব্দুর রাজ্জাক বাদ পড়েছেন, এসেছেন আব্দুস শহীদ। রেলে নূরুল ইসলাম সুজনের পরিবর্তে নতুন মুখ জিল্লুল হাকিম এসেছেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে জাহিদ মালিকের পরিবর্তে এসেছেন ডা. সামন্ত লাল সেন। এই পরিবর্তনকে বলা হচ্ছে মন্ত্রিসভার বড় চমক। তাঁকে টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রী করা হয়েছে। তিনি সরাসরি রাজনীতির মানুষ নন। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ডা. দীপু মনির পরিবর্তে এসেছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। দীপু মনি পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বাদ পড়েছেন, নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ও ময়মনসিংহের একটি আসন থেকে নির্বাচিত এমপি আব্দুস সালাম।
ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, মো. তাজুল ইসলাম, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, সাধন চন্দ্র মজুমদারসহ কয়েকজন আগের মন্ত্রণালয় আবার পেয়েছেন।
ফারুক খান, সাবের হোসেন চৌধুরী, উবায়দুল মোকতাদির চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ নতুন এসেছেন মন্ত্রিসভায়।
নতুন মন্ত্রিসভার সামনে অনেক চ্যালেঞ্জ আছে বলে সবাই মনে করছেন। দুর্নীতি ও বৈষম্য কমানো, অর্থনীতির চাপ কমানো, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়ন ইত্যাদি সরকারের সামনে আশু চ্যালেঞ্জ। একটি ন্যায়সংগত সমাজ নির্মাণ ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। কিন্তু দেশে অবকাঠামোগত দৃশ্যমান অনেক উন্নতি হলেও দুর্নীতি, আয়বৈষম্য না কমায় মানুষের মধ্যে অস্বস্তি আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতাও মানুষের একটি বড় সমস্যা। ভরা মৌসুমে চালের দাম কেন বাড়ছে, অন্য নিত্যপণ্যের বাজারও অস্থির। এ ক্ষেত্রে নতুন সরকারের জরুরি মনোযোগ মানুষ দেখতে চায়।
দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, অসহিষ্ণুতা পরিহার করা, অতিকথন বন্ধ করা, কম কথা বেশি কাজ—এই নীতি অনুসরণ করার কোনো বিকল্প নেই। মন্ত্রীদের সব কাজে স্বচ্ছতা থাকতে হবে, বিতর্ক এড়িয়ে চলতে হবে এবং দক্ষতার প্রমাণ দিতে হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে