বিশ্বে গমের দাম ৩০ শতাংশ কমলেও দেশে বাড়ছে

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২, ১০: ০৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে গমের দাম কমে যাওয়ার পর এখন ধারাবাহিকভাবেই কমছে। যুদ্ধ শুরুর পর গত মে মাসে যেখানে প্রতি টন গম ৫০০ ডলারের বেশি দামে বিক্রি হয়েছিল। আড়াই মাসের ব্যবধানে এখন প্রতি টন গম বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩২৫ ডলারে। দুই মাস ধরে বিশ্ববাজারে গমের দাম কমলেও এর প্রভাব নেই ভোগ্যপণ্যের অন্যতম বাজার খাতুনগঞ্জে। দাম কমার বিপরীতে উল্টো এখন খাতুনগঞ্জে গমের দাম বাড়ছে। গত মাসের তুলনায় প্রতি মণে ১০০ থেকে ১৫০ টাকা দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। জুনে যেখানে প্রতি মণ ভারতীয় গম বিক্রি হয়েছিল ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৪৫০ টাকায়। এখন ওই গম প্রতি মণ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৫৫০ টাকায়।

এ সর্ম্পকে খাতুনগঞ্জের এফএম ট্রেডার্সের মালিক মো. মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, বিশ্ববাজারে দাম কমলেও খাতুনগঞ্জে এর কোনো প্রভাব নেই। উল্টো এখন বাজারে গমের দাম বাড়ছে। গত বুধবার প্রতি মণ ভারতীয় গম বিক্রি হয় ১ হাজার ৫৩০ টাকায়। অন্যদিকে অস্ট্রেলিয়ান গম প্রতি মণ বিক্রি হয় ১ হাজার ৮৭০ টাকায়। অথচ গত মাসে বাজারে ভারতীয় গম বিক্রি হয়েছিল ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৩৫০ টাকায়। তিনি আরও বলেন, এখানে যাঁরা (আমদানিকারকেরা) গম সরবরাহ করেন, তাঁরা যদি না কমান, তাহলে দাম কমার সুযোগ নেই।

অন্যদিকে আমদানিকারকেরা বলছেন, ডলারের দামের ঊর্ধ্বগতি ও আমদানি ঋণপত্র (এলসি) খোলার সময় বাড়িয়ে দেওয়ায় তাঁরা বিশ্ববাজারের সঙ্গে দেশীয় বাজারের দাম সমন্বয় করত পারছেন না। তাঁরা বলছেন, বিশ্ববাজারে ৩০ শতাংশ দাম কমেছে; তবে ডলারের দাম বেড়ে যাওয়ায় সেটি সমন্বয় করতে পারছেন না। কারণ, গমের দাম কমলেও ডলারের দাম বেড়ে যাওয়ায় বাজারে দাম কমে যাওয়ার কোনো প্রভাব পড়ছে না।

ইনডেক্সমুন্ডির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে প্রতি টন গমের দাম ছিল ৩৭৪ ডলার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘোষণার পরপর ফেব্রুয়ারির শেষ দিকে দাম বাড়তে থাকে। মে মাসে দাম বেড়ে দাঁড়ায় ৫২২ ডলারে। এরপর বিশ্ববাজারে গমের দাম কমতে থাকে। জুনে প্রতি টন গম বিক্রি হয় ৪৬৫ ডলারে। এরপর আগস্টে দাম আরও কমে এখন প্রতি টন গম বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩১০ ডলারে। এই হিসাবে বিশ্ববাজারে গত দুই মাসে গমের দাম কমেছে প্রায় ৩০ শতাংশ।

অন্যদিকে বিজনেস ইনসাইডার ডটকমের তথ্য অনুযায়ী, জুনের শেষে বিশ্ববাজারে কমতে শুরু করে গমের দাম। জুলাই মাসে দাম কমে প্রতি টন গম বিক্রি হয় ৩২৫ থেকে ৩৫৭ ডলারে। চলতি আগস্টে দাম আরও কমতে থাকে। ৪ আগস্ট প্রতি টন গম বিক্রি হয় ৩৪২ ডলারে। গত ১৯ আগস্ট বিক্রি হয় ৩১৩ ডলারে। যদিও গমের বাজার অস্থিতিশীল হওয়ার সুযোগ নেই বলে জানান চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, রাশিয়া থেকে গম আমদানি না হলেও বাজারে গমের সংকট হবে না। কারণ, কানাডাতে প্রচুর পরিমাণে গম উৎপাদন হয়েছে। ওই দেশ থেকে গম আসছে, ফ্রান্স থেকে আসছে, আর্জেন্টিনা থেকেও গম আসছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত