Ajker Patrika

আলাদা থাকছেন পরীমণি ও রাজ

আপডেট : ০৬ জুন ২০২৩, ১০: ০৯
আলাদা থাকছেন পরীমণি ও রাজ

চিত্রনায়ক শরিফুল রাজ ও পরীমণির ব্যক্তিগত আলোচনা থামছেই না। কোন দিকে এগোচ্ছে তাঁদের সম্পর্ক, এটাই এখন টক অব দ্য টাউন। বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক কোনো কথা না বললেও একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানে শরিফুল রাজ জানিয়েছেন আলাদা থাকছেন তাঁরা।

শরিফুল রাজরাজ বললেন, ‘সেপারেশনে আছি’
গতকাল একটি গণমাধ্যমের লাইভে শরিফুল রাজ বলেন, ‘আমি বাসা থেকে বের হয়ে এসেছি এটা সত্যি। তবে কী কারণে বের হয়ে এসেছি, এটা পরী জানে। পরী যদি তা অস্বীকার করে, সেটার উত্তর দেবেন পরী ও আমার ওস্তাদ গিয়াসউদ্দিন সেলিম ও তাঁর স্ত্রী। তাঁদের সামনেই আমি বাসা থেকে বের হয়ে এসেছি। আমি এবং পরী আপাতত সেপারেশনে আছি। আমাদের আবারও একত্র হওয়ার কোনো সুযোগ নেই। দুজনের একসঙ্গে থাকার চেয়ে পরীর কাছে রাজ্য আছে, সেটাই ভালো। আমরা দুজনেই সন্তানের খেয়াল রাখব।’

নিজেদের দাম্পত্য কলহের জন্য পরীর পাশাপাশি সাংবাদিকদেরও দায়ী করেন রাজ। তিনি বলেন, ‘বিয়ের পর কোনো সমস্যা হলে নিজেরা বসে সমাধান করা যেতে পারে। কিন্তু আমার জীবনের সবকিছু নিয়ন্ত্রণ করতে চান সাংবাদিকেরা। আমার জীবনে কী ঘটছে, সেই খবর জানতে হয় গণমাধ্যম থেকে। এক সাংবাদিক আমাকে ফোন করে বলেন, সবকিছু ভুলে পরী সংসার করতে চায়।… এ বিষয়ে সে (পরীমণি) আমাকে ফোন করতে পারত, আমরা বসে আলোচনা করে, সমাধান করতে পারতাম। এটাই তো হওয়া

উচিত। আমি কখনোই সাংবাদিকদের সঙ্গে ব্যক্তিজীবন নিয়ে কথা বলিনি।’ পেছনের কথা ভুলে নতুন করে ক্যারিয়ার নিয়ে ভাবতে চাইছেন রাজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নতুন করে শুরু করতে চাই। যেভাবে প্রথমবার ঢাকায় এসে শুরু করেছিলাম, ঠিক সেভাবে। আমি মনে করি, এ সময়টাতে আমার নিজের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। কাজে মন দিতে চাই। আমার সন্তানের জন্য হলেও এটা আমাকে করতে হবে।’

দীপংকর দীপন থামতে বললেন দীপংকর দীপন 
রাজ-পরীর ব্যক্তিজীবনের কর্মকাণ্ডে সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে বলে মনে করেন চলচ্চিত্র নির্মাতা দীপংকর দীপন। রাজ-পরীর এসব ব্যক্তিগত বিষয় এড়িয়ে যাওয়ার জন্য মিডিয়াকর্মী ও দর্শকদের আহ্বান জানান এ নির্মাতা। এসব বিষয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ এক পোস্ট দিয়েছেন দীপন। তিনি লেখেন, ‘ভাই ও বোন, প্লিজ থামেন। প্লিজ আমাদের ক্ষমা করে দেন। একবার না, বারবার এসব হচ্ছে। নিজেদের টাকা ও ব্যক্তিগত জীবন নষ্ট করে, দিনরাত অপরিসীম কষ্ট করে একটা কনটেন্ট বানিয়ে নিয়ে আসি, দর্শকের সামনে উপস্থাপন করি, তখনই আপনাদের ব্যক্তিগত জীবনের নানা কাহিনি সামনে চলে আসে। একবার না, বারবার হচ্ছে এসব।’

দীপন আরও বলেন, ‘বাংলাদেশের সিনেমার ভীষণ সম্ভাবনা রয়েছে। তুচ্ছ কারণে সেটা নষ্ট না করি।’

সাংবাদিক ও দর্শকদের এসব বিষয় এড়িয়ে চলার আহ্বান জানিয়ে দীপংকর দীপন লেখেন, ‘যখন দেশের বাইরে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে আপনাদের দেশের সিনেমার স্ট্যান্ডার্ড কেমন? তখন কিন্তু তারকাদের বিয়ে, প্রেম, বিচ্ছেদের গল্প দিয়ে নিজের দেশের ব্র্যান্ডিং হবে না, আসবে কনটেন্ট, নিজের দেশের সিনেমার পর্দা কী চলছে সেটা, তারকাদের ঘরে কী চলছে সেটা না। ওটা তাঁরা আলোচনা করুক, যারা চায় এই দেশে সিনেমা বন্ধ হয়ে যাক, তারা তিলকে তাল করবে।আপনারা জাস্ট ইগনোর করুন। কথা বলা, শেয়ার করা বন্ধ করে দিন। আপনাদের আগ্রহ কমলে সব বন্ধ হয়ে যাবে। কনটেন্ট নিয়ে কথা বলুন, আলোচনা করুন, সমালোচনা করুন, ভালো কাজকে অনুপ্রেরণা দিন।’

পরীমণিজবাব দিলেন পরী
রাজ লাইভে থাকার সময়ই পরীমণি তাঁকে উদ্দেশ করে নানা নেতিবাচক মন্তব্য করেন। শুধু তা-ই নয়, কেন মদ্যপ অবস্থায় সাংবাদিকদের সঙ্গে নিয়ে নিজের সন্তানকে দেখতে গিয়েছিলেন, জানতে চান পরী।
অন্যদিকে, দীপনের পোস্টের জবাব দিতে বেশি সময় নেননি পরীমণি। সোশ্যাল মিডিয়ায় নির্মাতার পোস্টটি শেয়ার করে পরী পুরো বিষয়টির দায় চাপিয়েছেন দীপনের আসন্ন সিনেমার নায়িকা সুনেরাহ বিনতে কামালের দিকে। ফেসবুক পোস্টে পরী লেখেন, ‘১০ দিন যে জামাই বাসা ছেড়ে গেছে, এটা তো আপনার সিনেমার নায়িকার কারণেই জানাজানি হলো ভাইয়া! সিনেমা ফ্যাক্ট আবার কারোর ঘাড়ে চেপে লাইম লাইটে আসাটাও ফ্যাক্ট! যেটা আপনার সিনেমার এই মেয়েটা করল। সবখানে লাফাতে লাফাতে গিয়ে ইন্টারভিউ দিচ্ছে। এত ডাক তো তার কোনোকালে আর আসে নাই।’

দীপনের উদ্দেশে পরী লেখেন, ‘আপনার সাথে তো আমার অনেক ভালো সম্পর্ক! এত বড় স্ট্যাটাস লিখতে পারলেন অথচ আমাকে একটা কল করে বলতে পারলেন না! আফসোস! আর এমন তুচ্ছ করে “তুচ্ছ” লিখবেন না আর প্লিজ। জীবনকে সিনেমার কাছে তুচ্ছ করে দেওয়া কোনো মেকারের সাথে যায় না। জীবন দামি। সব থেকে দামি।’

এ ছাড়া গতকাল রাতে রাজের সঙ্গে সম্পর্কের এই টানাপোড়েন নিয়ে কথা বলতে একটি লাইভ অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল পরীমণির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত