Ajker Patrika

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ইউপি চেয়ারম্যানদের

গোসাইরহাট প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৩: ৩৪
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ইউপি চেয়ারম্যানদের

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মরহুম আব্দুর রাজ্জাকের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বিজয়ী প্রার্থীরা। গতকাল শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে আব্দুর রাজ্জাকের কবরে এই শ্রদ্ধা জানান শরীয়তপুরের গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান-সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন মরহুম আব্দুর রাজ্জাকের ছেলে শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক।

আরও উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক হাজী আবদুল মান্নান হাওলাদার, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মান্নান ব্যাপারী, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আবুল বাশার চোকদার, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্চু, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাবলু সিকদার, মহিষার ইউপি চেয়ারম্যান হাজী অরুন অর রশিদ হাওলাদার, ছয়গাঁও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিটন মোল্যা, রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান বিপ্লব সিকদার, নারায়নপুর ইউপি চেয়ারম্যান হাজী মো. সালাহ উদ্দিন মাদবর, কনেশ্বর ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু, পূর্ব ডামুড্যা ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্যা, শিধলকুড়া ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, সিড্যা ইউপি চেয়ারম্যান আবদুল হাদি জিল্লু, দারুল আমান ইউপির চেয়ারম্যান মমিনুল হক মিন্টু সিকদার ও ধানকাটি ইউপির চেয়ারম্যান গোলাম মাওলা রতন।

সাংসদ নাহিম রাজ্জাক বলেন, ‘জাতির পিতাকে রেখে যেমন বাংলাদেশ কল্পনা করা যায় না, তেমনি আব্দুর রাজ্জাককে রেখে শরীয়তপুর কল্পনা করা যায় না। শরীয়তপুরের উন্নয়নে প্রতিটি পরতে পরতে জড়িয়ে আছে আব্দুল রাজ্জাকের স্মৃতি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত