দিনাজপুর প্রতিনিধি
দীর্ঘদিন বিদ্যুৎ বিল পরিশোধ না করায় দিনাজপুর পৌরসভা কার্যালয়ের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। এতে গতকাল বুধবার সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েন পৌরবাসী।
দিনাজপুর নেসকো-১-এর নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান জানান, এ পর্যন্ত পৌরসভার কাছে বিদ্যুৎ বিভাগের বকেয়ার পরিমাণ ২১ কোটি ১৯ লাখ ৭৬ হাজার ৬০২ টাকা।
বিল পরিশোধের বিষয়ে বারবার পৌর কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে। সব সরকারি-বেসরকারি দপ্তরের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত তাগাদা দিয়েছেন। কিন্তু পৌরসভা বিল পরিশোধ না করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার বিকেলে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
গতকাল দুপুরে পৌর কার্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় সব শাখায় কর্মকর্তা-কর্মচারীরা অন্ধকারে বসে আছেন। সেবাপ্রার্থীদের অনেকেই সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।
শহরের রামনগরের আবু তালেব এসেছিলেন ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স করাতে। তিনি বলেন, ‘শত বছরের পুরোনো পৌরসভার অবস্থা দেখলে মনে হয় আমাদের কোনো অভিভাবক নেই। আজকে এসে দেখি খোদ পৌরভবন অন্ধকার হয়ে আছে।’
এ বিষয়ে পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম দাবি করেন, বকেয়া বিলের বিষয়ে কোনো প্রকার অবহিত না করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মেয়র আজকের পত্রিকাকে বলেন, ‘পৌরসভার জমিতে বিদ্যুৎ বিভাগের অফিস রয়েছে। সেটার ভাড়া বাবদ পৌরসভা বিদ্যুৎ বিভাগের কাছে ৭০ থেকে ৮০ কোটি টাকা পাবে। আমরা তাদের বিলটি সমন্বয় করতে বলেছিলাম। কিন্তু তারা সেটি না করে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেছে।’
মেয়র জানান, বিশেষ ব্যবস্থায় পৌরসভার সেবা চালু রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার পৌরসভায় মাসিক সভায় বিষয়টি নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
তবে দিনাজপুর নেসকো-২-এর নির্বাহী প্রকৌশলী শাহাদাত হোসেন দাবি করেন, ‘বিল পরিশোধ করার জন্য বিভিন্ন সময় চিঠিপত্র দেওয়াসহ সর্বশেষ মেয়রের কার্যালয়েও যাওয়া হয়েছে। তিনি কর্ণপাত করেননি। বিদ্যুৎ বিভাগের কাছে জমির ভাড়া পাওয়া-সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাননি। কত টাকা পাবেন, সেসব বিষয়েও কখনো কোনো চিঠি পাঠাননি। এ-সংক্রান্ত কাগজপত্র কিংবা আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।’
দীর্ঘদিন বিদ্যুৎ বিল পরিশোধ না করায় দিনাজপুর পৌরসভা কার্যালয়ের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। এতে গতকাল বুধবার সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েন পৌরবাসী।
দিনাজপুর নেসকো-১-এর নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান জানান, এ পর্যন্ত পৌরসভার কাছে বিদ্যুৎ বিভাগের বকেয়ার পরিমাণ ২১ কোটি ১৯ লাখ ৭৬ হাজার ৬০২ টাকা।
বিল পরিশোধের বিষয়ে বারবার পৌর কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে। সব সরকারি-বেসরকারি দপ্তরের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত তাগাদা দিয়েছেন। কিন্তু পৌরসভা বিল পরিশোধ না করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার বিকেলে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
গতকাল দুপুরে পৌর কার্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় সব শাখায় কর্মকর্তা-কর্মচারীরা অন্ধকারে বসে আছেন। সেবাপ্রার্থীদের অনেকেই সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।
শহরের রামনগরের আবু তালেব এসেছিলেন ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স করাতে। তিনি বলেন, ‘শত বছরের পুরোনো পৌরসভার অবস্থা দেখলে মনে হয় আমাদের কোনো অভিভাবক নেই। আজকে এসে দেখি খোদ পৌরভবন অন্ধকার হয়ে আছে।’
এ বিষয়ে পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম দাবি করেন, বকেয়া বিলের বিষয়ে কোনো প্রকার অবহিত না করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মেয়র আজকের পত্রিকাকে বলেন, ‘পৌরসভার জমিতে বিদ্যুৎ বিভাগের অফিস রয়েছে। সেটার ভাড়া বাবদ পৌরসভা বিদ্যুৎ বিভাগের কাছে ৭০ থেকে ৮০ কোটি টাকা পাবে। আমরা তাদের বিলটি সমন্বয় করতে বলেছিলাম। কিন্তু তারা সেটি না করে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেছে।’
মেয়র জানান, বিশেষ ব্যবস্থায় পৌরসভার সেবা চালু রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার পৌরসভায় মাসিক সভায় বিষয়টি নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
তবে দিনাজপুর নেসকো-২-এর নির্বাহী প্রকৌশলী শাহাদাত হোসেন দাবি করেন, ‘বিল পরিশোধ করার জন্য বিভিন্ন সময় চিঠিপত্র দেওয়াসহ সর্বশেষ মেয়রের কার্যালয়েও যাওয়া হয়েছে। তিনি কর্ণপাত করেননি। বিদ্যুৎ বিভাগের কাছে জমির ভাড়া পাওয়া-সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাননি। কত টাকা পাবেন, সেসব বিষয়েও কখনো কোনো চিঠি পাঠাননি। এ-সংক্রান্ত কাগজপত্র কিংবা আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে