শিমুল চৌধুরী, চরফ্যাশন ও মনপুরা থেকে ফিরে
চরফ্যাশন ও মনপুরা উপজেলা নিয়ে গঠিত ভোলা-৪ আসন। স্বাধীনতার পর থেকে এ আসনে কোনো দলের একক আধিপত্য ছিল না। কখনো আওয়ামী লীগ, আবার কখনো বিএনপির দখলে ছিল। তবে ২০০৮ সাল থেকে আসনটি ক্ষমতাসীন আওয়ামী লীগের কবজায়। বর্তমানে এ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সভাপতিও।
সম্প্রতি চরফ্যাশন ও মনপুরা ঘুরে দেখা গেছে, উপজেলা দুটিতে ব্যাপক উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ যোগাযোগব্যবস্থায় ঘটেছে প্রভূত অগ্রগতি। নির্মাণ করা হয়েছে হোটেল, রেস্তোরাঁসহ সুনন্দ জ্যাকব টাওয়ার। পর্যটকদের আকর্ষণে গড়ে তোলা হয়েছে কয়েকটি পর্যটন স্পট, যেখানে ভিড় জমাচ্ছে ভ্রমণপিপাসুরা। স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী জানান, এর পেছনে মূল কারিগর জ্যাকব।
তবে অপরিকল্পিত উন্নয়ন ও নানা অনিয়মে ক্ষোভ রয়েছে ক্ষমতাসীন দলের একাংশের মধ্যে। এটা অনেকটা অন্তর্কোন্দলে রূপ নিয়েছে। এটি আরও প্রকাশ্যে এসেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে সাবেক ছাত্রলীগ নেতা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব এবং ঢাকা অফিসার্স ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিনের প্রার্থী হওয়ার ঘোষণায়। তাঁর এ ঘোষণায় নতুন করে হিসাব কষতে শুরু করেছেন চরফ্যাশন ও মনপুরা উপজেলার স্থানীয় রাজনৈতিক কর্মী ও সাধারণ ভোটাররা।
আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী মেজবাহ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই উপজেলার মানুষ আজ সন্ত্রাসী বাহিনীর কাছে জিম্মি।’ চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগ নেতা ও নুরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান নিজেও এ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, এলাকায় উন্নয়ন হলেও সেই উন্নয়নের মধ্যে অনেক ত্রুটিবিচ্যুতি আছে। চরফ্যাশন ও মনপুরা এলাকার মানুষ এখন পরিবর্তন চান। তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নিজেই দলীয় মনোনয়ন সংগ্রহ করব। তবে দল যদি মেজবাহ উদ্দিনকে মনোনয়ন দেয়, তাহলে তাঁর পক্ষেই কাজ করব।’
এ বিষয়ে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব অবশ্য বলেন, ‘নির্বাচনে মনোনয়ন চাওয়ার আইনগত বৈধতা নেই মেজবাহ উদ্দিনের। কোন আইনে আছে, একজন চাকরিজীবী মনোনয়নপ্রত্যাশী হতে পারে?’
এদিকে অভ্যন্তরীণ কোন্দল আছে বিএনপিতেও। দীর্ঘদিন ধরে এ আসনে সংসদ সদস্য ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডাকসুর সাবেক এজিএস, নব্বইয়ের গণ-আন্দোলনের অন্যতম নেতা নাজিম উদ্দিন আলম। তিনিও দলীয় কোন্দলের কারণে সুবিধাজনক অবস্থায় নেই। তাঁর বিপরীতে মনোনয়ন চাইছেন সাবেক ছাত্রনেতা ও বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম নয়ন।
চরফ্যাশন ও মনপুরা উপজেলা বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী জানান, আওয়ামী লীগ ব্যাপক উন্নয়ন করেছে ঠিকই। কিন্তু সুশাসন নিশ্চিত না করায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ আছে। ফলে সাধারণ মানুষ একজন ক্লিন ইমেজের প্রার্থী চাইছেন। সে ক্ষেত্রে এলাকাবাসীর কাছে নতুন প্রার্থীরাই গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত থাকবে।
চরফ্যাশন উপজেলা বিএনপির সহসভাপতি হেলাল উদ্দিন টিপু বলেন, নাজিম উদ্দিন আলম একজন সংস্কারপন্থী ছিলেন। কেন্দ্রীয় কর্মসূচিতেও তাঁকে তেমন দেখা যায় না। এ ছাড়া তিনি চরফ্যাশনের সন্তান নন। যে কারণে আমরা চরফ্যাশনের সন্তান নুরুল ইসলাম নয়নকে প্রার্থী হিসেবে চাই। আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে আমরা নয়নের পক্ষে কাজ করব।’
এ আসন থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা হাইকোর্টের আইনজীবী মো. ছিদ্দিকুল্লাহ মিয়াও দল থেকে মনোনয়ন চাইবেন বলে আজকের পত্রিকাকে জানান।
এ ছাড়া জাতীয় পার্টি থেকে জেলা জাতীয় পার্টির সভাপতি কেফায়েতুল্লা নজিব, চরফ্যাশন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মনিরুজ্জামান শহীদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে দলের ভোলা জেলার (দক্ষিণ) সভাপতি আলাউদ্দিন হাজি এবার এ আসনে মনোনয়নপ্রত্যাশী।
চরফ্যাশন ও মনপুরা উপজেলা নিয়ে গঠিত ভোলা-৪ আসন। স্বাধীনতার পর থেকে এ আসনে কোনো দলের একক আধিপত্য ছিল না। কখনো আওয়ামী লীগ, আবার কখনো বিএনপির দখলে ছিল। তবে ২০০৮ সাল থেকে আসনটি ক্ষমতাসীন আওয়ামী লীগের কবজায়। বর্তমানে এ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সভাপতিও।
সম্প্রতি চরফ্যাশন ও মনপুরা ঘুরে দেখা গেছে, উপজেলা দুটিতে ব্যাপক উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ যোগাযোগব্যবস্থায় ঘটেছে প্রভূত অগ্রগতি। নির্মাণ করা হয়েছে হোটেল, রেস্তোরাঁসহ সুনন্দ জ্যাকব টাওয়ার। পর্যটকদের আকর্ষণে গড়ে তোলা হয়েছে কয়েকটি পর্যটন স্পট, যেখানে ভিড় জমাচ্ছে ভ্রমণপিপাসুরা। স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী জানান, এর পেছনে মূল কারিগর জ্যাকব।
তবে অপরিকল্পিত উন্নয়ন ও নানা অনিয়মে ক্ষোভ রয়েছে ক্ষমতাসীন দলের একাংশের মধ্যে। এটা অনেকটা অন্তর্কোন্দলে রূপ নিয়েছে। এটি আরও প্রকাশ্যে এসেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে সাবেক ছাত্রলীগ নেতা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব এবং ঢাকা অফিসার্স ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিনের প্রার্থী হওয়ার ঘোষণায়। তাঁর এ ঘোষণায় নতুন করে হিসাব কষতে শুরু করেছেন চরফ্যাশন ও মনপুরা উপজেলার স্থানীয় রাজনৈতিক কর্মী ও সাধারণ ভোটাররা।
আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী মেজবাহ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই উপজেলার মানুষ আজ সন্ত্রাসী বাহিনীর কাছে জিম্মি।’ চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগ নেতা ও নুরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান নিজেও এ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, এলাকায় উন্নয়ন হলেও সেই উন্নয়নের মধ্যে অনেক ত্রুটিবিচ্যুতি আছে। চরফ্যাশন ও মনপুরা এলাকার মানুষ এখন পরিবর্তন চান। তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নিজেই দলীয় মনোনয়ন সংগ্রহ করব। তবে দল যদি মেজবাহ উদ্দিনকে মনোনয়ন দেয়, তাহলে তাঁর পক্ষেই কাজ করব।’
এ বিষয়ে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব অবশ্য বলেন, ‘নির্বাচনে মনোনয়ন চাওয়ার আইনগত বৈধতা নেই মেজবাহ উদ্দিনের। কোন আইনে আছে, একজন চাকরিজীবী মনোনয়নপ্রত্যাশী হতে পারে?’
এদিকে অভ্যন্তরীণ কোন্দল আছে বিএনপিতেও। দীর্ঘদিন ধরে এ আসনে সংসদ সদস্য ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডাকসুর সাবেক এজিএস, নব্বইয়ের গণ-আন্দোলনের অন্যতম নেতা নাজিম উদ্দিন আলম। তিনিও দলীয় কোন্দলের কারণে সুবিধাজনক অবস্থায় নেই। তাঁর বিপরীতে মনোনয়ন চাইছেন সাবেক ছাত্রনেতা ও বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম নয়ন।
চরফ্যাশন ও মনপুরা উপজেলা বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী জানান, আওয়ামী লীগ ব্যাপক উন্নয়ন করেছে ঠিকই। কিন্তু সুশাসন নিশ্চিত না করায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ আছে। ফলে সাধারণ মানুষ একজন ক্লিন ইমেজের প্রার্থী চাইছেন। সে ক্ষেত্রে এলাকাবাসীর কাছে নতুন প্রার্থীরাই গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত থাকবে।
চরফ্যাশন উপজেলা বিএনপির সহসভাপতি হেলাল উদ্দিন টিপু বলেন, নাজিম উদ্দিন আলম একজন সংস্কারপন্থী ছিলেন। কেন্দ্রীয় কর্মসূচিতেও তাঁকে তেমন দেখা যায় না। এ ছাড়া তিনি চরফ্যাশনের সন্তান নন। যে কারণে আমরা চরফ্যাশনের সন্তান নুরুল ইসলাম নয়নকে প্রার্থী হিসেবে চাই। আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে আমরা নয়নের পক্ষে কাজ করব।’
এ আসন থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা হাইকোর্টের আইনজীবী মো. ছিদ্দিকুল্লাহ মিয়াও দল থেকে মনোনয়ন চাইবেন বলে আজকের পত্রিকাকে জানান।
এ ছাড়া জাতীয় পার্টি থেকে জেলা জাতীয় পার্টির সভাপতি কেফায়েতুল্লা নজিব, চরফ্যাশন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মনিরুজ্জামান শহীদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে দলের ভোলা জেলার (দক্ষিণ) সভাপতি আলাউদ্দিন হাজি এবার এ আসনে মনোনয়নপ্রত্যাশী।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে