নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ষাটোর্ধ্ব ও করোনা প্রতিরোধে সামনের সারিতে থাকাদের মাধ্যমে আজ আনুষ্ঠানিকভাবে বুস্টার ডোজ দেওয়া শুরু হচ্ছে। তবে সুরক্ষা অ্যাপ ও অন্যান্য ব্যবস্থাপনা সংকটে শুরুতে রাজধানীর ২৬টি কেন্দ্রের মধ্যে কয়েকটিতে দেওয়া হবে। যাদের দুই ডোজ নেওয়ার অন্তত ছয় মাস হয়েছে শুধু তাঁরাই করোনার তৃতীয় বা বুস্টার ডোজ নিতে পারবেন।
গত রোববার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এইডস নিয়ে এক গবেষণা প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বুস্টার ডোজ শুরুর কথা জানান।
লোকমান হোসেন বলেন, দেশের সবাইকে দুই ডোজ টিকা অবশ্যই নিতে হবে। কাল (আজ) থেকে ষাটোর্ধ্ব ও সম্মুখসারির যোদ্ধারা বুস্টার ডোজ পাবেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুস্টার জোজ নিতে নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই। এসএমএসের মাধ্যমে নিজ নিজ টিকাকেন্দ্রে গিয়ে নিতে হবে। প্রায় দুই মাস ধরে বয়স্কদের বুস্টার ডোজের কথা বলে আসছে সরকার। তবে সবার টিকা নিশ্চিত না করে বুস্টার ডোজের পক্ষে সায় ছিল না বিশেষজ্ঞদের। গত মাসের শেষের দিকে দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হলে ষাটোর্ধ্ব ও করোনার বিরুদ্ধে লড়াই করা সম্মুখসারিতে থাকা ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়ার পক্ষে মত দেয় করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
সে অনুযায়ী, ১৯ ডিসেম্বর পাঁচ মন্ত্রীসহ ৬০ জনকে পরীক্ষামূলক বুস্টার ডোজ দেওয়া হয়। যাঁদের এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি।
বুস্টার ডোজ শুরু নিয়ে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর সাংবাদিকদের বলেন, যাঁরা নিবন্ধন করে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন, তাঁদের সব তথ্য আমাদের কাছে রয়েছে। যাঁরা অন্তত ছয় মাস আগে দ্বিতীয় ডোজ নিয়েছেন, তাঁদের কাছে আজ (গতকাল) এসএমএস যাবে। যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেই কেন্দ্র থেকেই বুস্টার ডোজের এসএমএস পাবেন। তিনি বলেন, সুরক্ষা অ্যাপ হালনাগাদ করার কাজ চলছে। সে কারণে আপাতত কেবল ঢাকায় বুস্টার ডোজ দেওয়া হবে। ঢাকার বাইরে আরও কিছুদিন পর।
এখন পর্যন্ত ফাইজারের টিকা দিয়েই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে, কিন্তু ঢাকার বাইরে বিশেষ করে গ্রামপর্যায়ে ফাইজারের টিকা কীভাবে দেওয়া হবে? এমন প্রশ্নের জবাবে অধিদপ্তরের এই মহাপরিচালক বলেন, বুস্টার ডোজ যে শুধু ফাইজারের টিকাই নিতে হবে, এমনটা নয়। যে যে টিকা নিয়েছে সেই টিকা দিয়েই বুস্টার ডোজ নেওয়া যাবে।
ষাটোর্ধ্ব ও করোনা প্রতিরোধে সামনের সারিতে থাকাদের মাধ্যমে আজ আনুষ্ঠানিকভাবে বুস্টার ডোজ দেওয়া শুরু হচ্ছে। তবে সুরক্ষা অ্যাপ ও অন্যান্য ব্যবস্থাপনা সংকটে শুরুতে রাজধানীর ২৬টি কেন্দ্রের মধ্যে কয়েকটিতে দেওয়া হবে। যাদের দুই ডোজ নেওয়ার অন্তত ছয় মাস হয়েছে শুধু তাঁরাই করোনার তৃতীয় বা বুস্টার ডোজ নিতে পারবেন।
গত রোববার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এইডস নিয়ে এক গবেষণা প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বুস্টার ডোজ শুরুর কথা জানান।
লোকমান হোসেন বলেন, দেশের সবাইকে দুই ডোজ টিকা অবশ্যই নিতে হবে। কাল (আজ) থেকে ষাটোর্ধ্ব ও সম্মুখসারির যোদ্ধারা বুস্টার ডোজ পাবেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুস্টার জোজ নিতে নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই। এসএমএসের মাধ্যমে নিজ নিজ টিকাকেন্দ্রে গিয়ে নিতে হবে। প্রায় দুই মাস ধরে বয়স্কদের বুস্টার ডোজের কথা বলে আসছে সরকার। তবে সবার টিকা নিশ্চিত না করে বুস্টার ডোজের পক্ষে সায় ছিল না বিশেষজ্ঞদের। গত মাসের শেষের দিকে দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হলে ষাটোর্ধ্ব ও করোনার বিরুদ্ধে লড়াই করা সম্মুখসারিতে থাকা ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়ার পক্ষে মত দেয় করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
সে অনুযায়ী, ১৯ ডিসেম্বর পাঁচ মন্ত্রীসহ ৬০ জনকে পরীক্ষামূলক বুস্টার ডোজ দেওয়া হয়। যাঁদের এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি।
বুস্টার ডোজ শুরু নিয়ে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর সাংবাদিকদের বলেন, যাঁরা নিবন্ধন করে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন, তাঁদের সব তথ্য আমাদের কাছে রয়েছে। যাঁরা অন্তত ছয় মাস আগে দ্বিতীয় ডোজ নিয়েছেন, তাঁদের কাছে আজ (গতকাল) এসএমএস যাবে। যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেই কেন্দ্র থেকেই বুস্টার ডোজের এসএমএস পাবেন। তিনি বলেন, সুরক্ষা অ্যাপ হালনাগাদ করার কাজ চলছে। সে কারণে আপাতত কেবল ঢাকায় বুস্টার ডোজ দেওয়া হবে। ঢাকার বাইরে আরও কিছুদিন পর।
এখন পর্যন্ত ফাইজারের টিকা দিয়েই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে, কিন্তু ঢাকার বাইরে বিশেষ করে গ্রামপর্যায়ে ফাইজারের টিকা কীভাবে দেওয়া হবে? এমন প্রশ্নের জবাবে অধিদপ্তরের এই মহাপরিচালক বলেন, বুস্টার ডোজ যে শুধু ফাইজারের টিকাই নিতে হবে, এমনটা নয়। যে যে টিকা নিয়েছে সেই টিকা দিয়েই বুস্টার ডোজ নেওয়া যাবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে