গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের পৃথক স্থান থেকে গত বুধবার বিকেল থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারের বন্দী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি, মহানগরীর পূবাইল থানায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী রয়েছেন। এ ছাড়া মহানগরীর কাশিমপুরে দুজন, কোনাবাড়ীতে একজন, টঙ্গীতে তিনজন এবং জয়দেবপুর থানা এলাকায় একজনসহ আরও সাতজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন বলেন, হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদি আবুল কালাম (৪০) ২০১৬ সাল থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দী ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে তাঁকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গিয়াস উদ্দিন জানান, আবুল কালাম পাবনার আতাইকুলা থানার তেলি গ্রামের ইউসুফ আলীর ছেলে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, গাজীপুর মহানগরীর পূবাইল থানার এসআই শরীফ বলেন, পূবাইল রেলগেট এলাকায় বৃহস্পতিবার সকালে অজ্ঞাত গাড়িচাপায় মানসিক ভারসাম্যহীন এক নারী (৫০) নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা বলেন, বুধবার মহানগরীর জিরানী বাজার এলাকার একটি কারখানা থেকে হাসানুজ্জামান (৩৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হাসানুজ্জামান ওই এলাকার পল্লল প্রিন্টিং প্রেসে সহকারী ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। গত বুধবার দুপুরে সবাই দুপুরের খাবারের জন্য বাইরে গেলে হাসানুজ্জামান কারখানার দোতলায় বিমের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে।
একই দিন বিকেলে একই থানার এলাকার সবুজ কানন এলাকায় ভাড়া বাসা থেকে আলমগীর (২০) নামের একজনের লাশ উদ্ধার করে পুলিশ। নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল তাঁর লাশ। খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে লাশটি উদ্ধার করে।
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার ওসি জাভেদ মাসুদ বলেন, গত বুধবার বিকেলে পোশাকশ্রমিক নিপা আক্তার (২১) মহানগরীর দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে একই থানা এলাকার গাজীপুরায় নিজ বাড়িতে ঘরের ভেতর ঝুলে আত্মহত্যা করেন নাঈম আহমেদ (২১)। বৃহস্পতিবার একই থানার এরশাদনগরের ভাড়া বাসায় হীরা আক্তার তন্বীর (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি পোশাকশ্রমিক ছিলেন।
ওসি বলেন, স্বজনেরা খবর দিলে পুলিশ সব লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মহানগরীর কোনাবাড়ী থানার এসআই ইমতিয়াজ বলেন, বৃহস্পতিবার সকালে কোনাবাড়ী থানা এলাকা থেকে রাবেয়া (৮০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
গাজীপুরের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহতাব উদ্দিন বলেন, বুধবার বিকেলে সদর উপজেলার বাড়ীয়া এলাকায় মুদি দোকানি কাশেম কাজী (৪০) ইঁদুর মারার বিষ পান করেন। স্বজনেরা তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বৃহস্পতিবার থানায় অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর মহানগরের পৃথক স্থান থেকে গত বুধবার বিকেল থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারের বন্দী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি, মহানগরীর পূবাইল থানায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী রয়েছেন। এ ছাড়া মহানগরীর কাশিমপুরে দুজন, কোনাবাড়ীতে একজন, টঙ্গীতে তিনজন এবং জয়দেবপুর থানা এলাকায় একজনসহ আরও সাতজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন বলেন, হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদি আবুল কালাম (৪০) ২০১৬ সাল থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দী ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে তাঁকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গিয়াস উদ্দিন জানান, আবুল কালাম পাবনার আতাইকুলা থানার তেলি গ্রামের ইউসুফ আলীর ছেলে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, গাজীপুর মহানগরীর পূবাইল থানার এসআই শরীফ বলেন, পূবাইল রেলগেট এলাকায় বৃহস্পতিবার সকালে অজ্ঞাত গাড়িচাপায় মানসিক ভারসাম্যহীন এক নারী (৫০) নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা বলেন, বুধবার মহানগরীর জিরানী বাজার এলাকার একটি কারখানা থেকে হাসানুজ্জামান (৩৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হাসানুজ্জামান ওই এলাকার পল্লল প্রিন্টিং প্রেসে সহকারী ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। গত বুধবার দুপুরে সবাই দুপুরের খাবারের জন্য বাইরে গেলে হাসানুজ্জামান কারখানার দোতলায় বিমের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে।
একই দিন বিকেলে একই থানার এলাকার সবুজ কানন এলাকায় ভাড়া বাসা থেকে আলমগীর (২০) নামের একজনের লাশ উদ্ধার করে পুলিশ। নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল তাঁর লাশ। খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে লাশটি উদ্ধার করে।
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার ওসি জাভেদ মাসুদ বলেন, গত বুধবার বিকেলে পোশাকশ্রমিক নিপা আক্তার (২১) মহানগরীর দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে একই থানা এলাকার গাজীপুরায় নিজ বাড়িতে ঘরের ভেতর ঝুলে আত্মহত্যা করেন নাঈম আহমেদ (২১)। বৃহস্পতিবার একই থানার এরশাদনগরের ভাড়া বাসায় হীরা আক্তার তন্বীর (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি পোশাকশ্রমিক ছিলেন।
ওসি বলেন, স্বজনেরা খবর দিলে পুলিশ সব লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মহানগরীর কোনাবাড়ী থানার এসআই ইমতিয়াজ বলেন, বৃহস্পতিবার সকালে কোনাবাড়ী থানা এলাকা থেকে রাবেয়া (৮০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
গাজীপুরের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহতাব উদ্দিন বলেন, বুধবার বিকেলে সদর উপজেলার বাড়ীয়া এলাকায় মুদি দোকানি কাশেম কাজী (৪০) ইঁদুর মারার বিষ পান করেন। স্বজনেরা তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বৃহস্পতিবার থানায় অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে