Ajker Patrika

তিন ইউপিতে চার বিদ্রোহী

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৬: ১২
তিন ইউপিতে চার বিদ্রোহী

মির্জাপুরের আট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিন ইউপিতে আওয়ামী লীগের চার বিদ্রোহী প্রার্থী রয়েছেন। গত রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এই বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বলে জানা গেছে। তাঁর মধ্যে উয়ার্শী ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নেই।

মির্জাপুরের আট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ৪০ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সদস্য পদে ২৯৫ জন এবং সংরক্ষিত নারী আসনে ৮৮ জন প্রার্থী রয়েছেন। সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা শরীফা বেগম এ তথ্য জানিয়েছেন। এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি সমর্থিত একাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন আট ইউনিয়নের ছয়টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। কোনো কোনো ইউপিতে একাধিক বিদ্রোহী প্রার্থীও মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা আওয়ামী লীগ নেতাদের প্রচেষ্টায় প্রত্যাহারের শেষ দিনে দুই ইউপির বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এখনো চার ইউপিতে দলের বিদ্রোহী প্রার্থীরা সক্রিয় রয়েছেন। এরা হলেন, মহেড়া ইউপিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান মো. বাদশা মিয়া, আনাইতারা ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল ময়নাল, উয়ার্শী ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহেল বাকি, সাধারণ সম্পাদক মো. মনির খান, বাঁশতৈল ইউপিতে আওয়ামী লীগ নেতা হেলাল দেওয়ান।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ বলেন, উয়ার্শী ইউপিতে দলের প্রার্থী ঋণখেলাপের দায়ে মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ জন্য ওই ইউপি উন্মুক্ত থাকবে। বাকি তিন ইউপির বিদ্রোহীদের দল থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হয়েছে।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) মির্জাপর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম খান বলেন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক রাখায় একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না। যারা দলের বিদ্রোহী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁদের কারণে কিছুটা নির্বাচনী উৎসব বা আমেজ তৈরি হচ্ছে। নির্বাচনকে উৎসব মুখর করতে দলীয় প্রতীক তুলে নেওয়া উচিত।

শরীফা বেগম বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত