কার্বন শুষে নেওয়ার প্রযুক্তি নিয়ে মতানৈক্য

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২১, ০৮: ৫৩
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১০: ৪৩

স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-২৬। ভবিষ্যৎ পৃথিবীকে বাসযোগ্য রাখতে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার জন্য একত্র হয়েছেন বিভিন্ন দেশের নেতারা। কার্বন কতটা কমাতে পারবেন সেটি সময়ই বলে দেবে। তবে ইতিমধ্যেই বাতাসে যে পরিমাণ কার্বন রয়েছে তা কমানো জরুরি। এ জন্য বাতাস থেকে কার্বন শুষে নেওয়ার প্রক্রিয়া চালু করেছে কয়েকটি দেশ। তবে এ কার্যক্রম এখনো ধোঁয়াশায় রয়েছে।

আইসল্যান্ডের একটি প্রান্তিক এলাকায় চালু করা হয়েছে এমনই এক পদক্ষেপ। বিশেষ যন্ত্র বসিয়ে বানানো হয়েছে কমপ্লেক্স। এর পরিচালকের দাবি, বছরে বাতাস থেকে চার হাজার টন গ্রিনহাউস গ্যাস শুষে নিতে পারবে শিপিং কনটেইনারের মতো দেখতে এ যন্ত্রের একেকটি বাক্স। এরপর মাটির গভীরে এসব গ্যাস পরিণত করা হবে শিলায়। গত সেপ্টেম্বরে আইসল্যান্ডে ‘অর্কা’ নামের প্রজেক্টটি চালু হয়। এখানে ফ্যানের মতো অনেকগুলো যন্ত্র বসিয়ে বাতাস থেকে গ্যাস শুষে নেওয়া হয়।

এক প্রতিবেদনে আল-জাজিরা জানিয়েছে, এমন প্রযুক্তির পক্ষে একদল বিজ্ঞানী কথা বললেও বিরুদ্ধে কথা বলছেন অনেকেই। দেখাচ্ছেন উপযুক্ত কারণও।

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষক স্টুয়ার্ট হ্যাজলডিন বলেন, ‘সরাসরি কার্বন শুষে নেওয়া নেট জিরো অর্জনে খুবই কার্যকর। প্রযুক্তি আমাদের যে সমস্যার মুখোমুখি করেছে প্রযুক্তি দিয়েই তার সমাধান করতে হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত