Ajker Patrika

যুবকের মরদেহ ফেরত দেয়নি বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১২: ০২
যুবকের মরদেহ ফেরত দেয়নি বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ওই যুবক বিএসএফের গুলিতে নিহত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় পতাকা বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি।

এর আগে মঙ্গলবার রাত ২টার দিকে বিএসএফের গুলিতে নিহত হন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরের ঢুলিপাড়া গ্রামের বাসিন্দা মো. ইব্রাহিম হোসেন।

নিহতের চাচাতো ভাই শরিফুল ইসলাম বলেন, নিহত হওয়ার এক দিন পার হয়ে গেলেও মরদেহ ফেরত দিচ্ছে না বিএসএফ। বিজিবির সঙ্গে বারবার যোগাযোগ করেও কিছুই জানতে পারেন না তাঁরা। তাঁরা জানতে পারেন, গতকাল পতাকা বৈঠক করে বিএসএফ ইব্রাহিমের মরদেহ ফেরত দেবে, কিন্তু তাও দেয়নি। লাশ ফেরত চেয়ে তাঁদের পরিবারের পক্ষ থেকে আজমতপুর বিজিবি ফাঁড়িতে বারবার যোগাযোগ করা হচ্ছে।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মুনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে আজমতপুর সীমান্ত ফাঁড়ি এলাকায় বিএসএফ সদস্যদের গুলিতে আহত হন। গুলিবিদ্ধ ইব্রাহিমকে বিএসএফ সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা বলেন, আজমতপুর সীমান্তে ১৮৪ আন্তর্জাতিক পিলারের ২ এস সাব পিলারের পাশে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা গুলিতে নিহতের বিষয়টি স্বীকার করেছে। মরদেহ ফেরতের জন্য যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

আমির হোসেন মোল্লা আরও বলেন, এ ব্যাপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৭০ শ্মশানি ক্যাম্পের কমান্ডারের সঙ্গে গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত