Ajker Patrika

অজ্ঞান পার্টি কেড়ে নিল কলেজশিক্ষকের প্রাণ

ডুমুরিয়া প্রতিনিধি
আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৫: ০৬
অজ্ঞান পার্টি কেড়ে নিল কলেজশিক্ষকের প্রাণ

অজ্ঞান পার্টির কবলে পড়ে অচেতন হয়ে পড়া কলেজশিক্ষক এস এম নাজমুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নাজমুল ইসলাম চুকনগর ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

চুকনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ব্রাউন জানান, রোববার কলেজের ক্লাস শেষ করে বেলা ১টার দিকে ব্যাংক থেকে ৭০ হাজার টাকা উত্তোলন করেন তিনি। এরপর টাকা নিয়ে খুলনা ন্যাশনাল ইউনিভার্সিটিতে খাতা আনতে যাওয়ার জন্য চুকনগর বাজার থেকে বাসে ওঠেন। পথিমধ্যে তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েন।

অজ্ঞান পার্টির সদস্যরা তাঁকে অজ্ঞান করে টাকা নিয়ে যায়।

বেলা ৩টার দিকে বাস খুলনায় পৌঁছালে বাসের লোকজন তাঁকে সিটের ওপর পড়ে থাকতে দেখে এবং অজ্ঞান অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

এদিকে অধ্যাপক নাজমুল ইসলামের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে চুকনগর কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীরা এক শোক বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন কলেজ অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ব্রাউন, অধ্যাপক এনামুল হক, অধ্যাপক আবদুল হাফিজ মাহমুদ, অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক কল্যাণ কান্তি হালদার, অধ্যাপক আনিসুর রহমান, প্রভাষক আবদুল গাফফার, নিকুঞ্জ বিহারি মণ্ডল, মো. রুমেল হোসেন প্রমুখ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানায়, বিষয়টি তিনি জানেন। তবে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলা হওয়ার কথা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত