Ajker Patrika

হিসাবরক্ষণ কর্মকর্তার অপসারণ দাবি, অনিয়মের অভিযোগ

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২২, ১৩: ২৭
হিসাবরক্ষণ কর্মকর্তার অপসারণ দাবি, অনিয়মের অভিযোগ

রাঙামাটির বাঘাইছড়িতে ঘুষ-অনিয়মের অভিযোগে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা পেয়ার মোহাম্মদের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচির আয়োজন করেন ভুক্তভোগীরা। এতে ২৪ ঘণ্টার মধ্যে পেয়ার মোহাম্মদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হলে কার্যালয় ঘেরাওসহ আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বক্তারা।

ভুক্তভোগী পরিবারের সদস্য, উপজেলার সরকারি-বেসরকারি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনসহ কয়েক শ মানুষ বিক্ষোভে অংশ নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলামের মাধ্যমে বাংলাদেশ কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল, অতিরিক্ত উপমহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (প্রশাসন) বরাবর লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।

মানববন্ধনে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হুসেন বাবুল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন, ঠিকাদার সমিতির নেতা আব্দুর রহমানসহ অনেকে বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হিসাবরক্ষণ কর্মকর্তা পেয়ার মোহাম্মদকে অপসারণ করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ব্যবস্থা না নিলে কার্যালয় ঘেরাওসহ আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তাঁরা।

গতকাল ইউএনওর পক্ষে অফিস সহকারী রিকেল চাকমা অভিযোগপত্রটি গ্রহণ করেন। বিষয়টি অবগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠানো হয়। অভিযোগের অনুলিপি অর্থ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন), চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টসে দেওয়া হয়।

এ ছাড়া রাঙামাটি জেলা প্রশাসক, দুদকের জেলা উপপরিচালক, পুলিশ সুপার, জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স কর্মকর্তা, বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও এবং বাঘাইছড়ি প্রেসক্লাবে অভিযোগের অনুলিপি দেওয়া হয়।

এর আগে গতকাল মঙ্গলবার আজকের পত্রিকায় ‘টাকা ছাড়া ফাইল নড়ে না: বাঘাইছড়ি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা পেয়ার মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ’ শিরোনামে চট্টগ্রাম সংস্করণে খবর প্রকাশ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত