নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ সফর মিলিয়ে গত কিছুদিনে ছোটখাটো ‘হাসপাতালে’ পরিণত হয়েছে বাংলাদেশ দল। এ মাসের শেষ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের চোটাঘাত ভাবাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। পরিস্থিতি এতটাই সঙিন, দল ঘোষণার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) আবেদন করে তিন দিন বাড়িয়ে নিয়েছে বিসিবি।
এশিয়া কাপের দল ঘোষণা করতে ৮ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল এসিসি। বিসিবির নির্বাচকেরা একটি দল প্রস্তুত করে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে পাঠিয়েও ছিলেন। তবে বর্তমানে দলের অন্তত সাত-আটজন ক্রিকেটার চোটে পড়ায় টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়িয়েছে। এশিয়া কাপের দল ঘোষণা নিয়ে গতকাল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমাদের দলের সাত-আটজন চোটে পড়েছে। (এশিয়া কাপের) দল ঘোষণা করতে আমরা আরও তিন দিন সময় বাড়িয়ে নিয়েছি। ১১ আগস্টের (বৃহস্পতিবার) মধ্যে দল ঘোষণা করা হবে।’
চোটে পড়ে লম্বা সময় দলের বাইরে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। উইন্ডিজ সফরে চোট পেয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন ব্যাটার ইয়াসির আলী। দুজনের ফেরার কথা এশিয়া কাপে। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন নুরুল হাসান সোহান ও লিটন দাস। জিম্বাবুয়ে সফরে গুরুতর চোট পেয়ে তিন-চার সপ্তাহ মাঠের বাইরে চলে গেছেন তাঁরা। সর্বশেষ চোট পেয়েছেন মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। মুশি-শরীফুলকে নিয়ে সংশয় কাটলেও গোঁড়ালিতে চোট পাওয়া মোস্তাফিজকে আজকের ম্যাচে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি।
এশিয়া কাপের দলের সঙ্গে নতুন টি-টোয়েন্টি অধিনায়কের নামও ঘোষণা করবে বিসিবি। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে লম্বা মেয়াদে অধিনায়ক খুঁজছিল বিসিবি। সেখানে চার ক্রিকেটারের নাম এলেও শেষ পর্যন্ত কার কাঁধে উঠছে নেতৃত্ব, সেটি জানতে একটু অপেক্ষাই করতে হবে। জালাল ইউনুস বলেছেন, ‘আমরা দলের সঙ্গে একই দিন টি-টোয়েন্টি অধিনায়কের নামও ঘোষণা করব।’
জিম্বাবুয়ে সফরে বাকি দুটি ওয়ানডে। মাঝপথে সোহান-লিটনের চোটে বাড়তি সতর্ক হতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। দুজনের জায়গায় আকস্মিকভাবে দলে ডাকা হয়েছে ইবাদত হোসেন ও মোহাম্মদ নাঈমকে। গতকাল রওনা দিয়ে আজ হারারেতে দলের সঙ্গে যোগ দিয়েই তাঁদের দ্বিতীয় ওয়ানডে খেলা প্রায় অসম্ভব। পরিস্থিতি এতটাই জটিল, মাত্র এক ম্যাচের জন্য হলেও ঢাকা থেকে বিকল্প খেলোয়াড় উড়িয়ে নিতে হচ্ছে বাংলাদেশকে।
জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ সফর মিলিয়ে গত কিছুদিনে ছোটখাটো ‘হাসপাতালে’ পরিণত হয়েছে বাংলাদেশ দল। এ মাসের শেষ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের চোটাঘাত ভাবাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। পরিস্থিতি এতটাই সঙিন, দল ঘোষণার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) আবেদন করে তিন দিন বাড়িয়ে নিয়েছে বিসিবি।
এশিয়া কাপের দল ঘোষণা করতে ৮ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল এসিসি। বিসিবির নির্বাচকেরা একটি দল প্রস্তুত করে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে পাঠিয়েও ছিলেন। তবে বর্তমানে দলের অন্তত সাত-আটজন ক্রিকেটার চোটে পড়ায় টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়িয়েছে। এশিয়া কাপের দল ঘোষণা নিয়ে গতকাল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমাদের দলের সাত-আটজন চোটে পড়েছে। (এশিয়া কাপের) দল ঘোষণা করতে আমরা আরও তিন দিন সময় বাড়িয়ে নিয়েছি। ১১ আগস্টের (বৃহস্পতিবার) মধ্যে দল ঘোষণা করা হবে।’
চোটে পড়ে লম্বা সময় দলের বাইরে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। উইন্ডিজ সফরে চোট পেয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন ব্যাটার ইয়াসির আলী। দুজনের ফেরার কথা এশিয়া কাপে। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন নুরুল হাসান সোহান ও লিটন দাস। জিম্বাবুয়ে সফরে গুরুতর চোট পেয়ে তিন-চার সপ্তাহ মাঠের বাইরে চলে গেছেন তাঁরা। সর্বশেষ চোট পেয়েছেন মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। মুশি-শরীফুলকে নিয়ে সংশয় কাটলেও গোঁড়ালিতে চোট পাওয়া মোস্তাফিজকে আজকের ম্যাচে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি।
এশিয়া কাপের দলের সঙ্গে নতুন টি-টোয়েন্টি অধিনায়কের নামও ঘোষণা করবে বিসিবি। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে লম্বা মেয়াদে অধিনায়ক খুঁজছিল বিসিবি। সেখানে চার ক্রিকেটারের নাম এলেও শেষ পর্যন্ত কার কাঁধে উঠছে নেতৃত্ব, সেটি জানতে একটু অপেক্ষাই করতে হবে। জালাল ইউনুস বলেছেন, ‘আমরা দলের সঙ্গে একই দিন টি-টোয়েন্টি অধিনায়কের নামও ঘোষণা করব।’
জিম্বাবুয়ে সফরে বাকি দুটি ওয়ানডে। মাঝপথে সোহান-লিটনের চোটে বাড়তি সতর্ক হতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। দুজনের জায়গায় আকস্মিকভাবে দলে ডাকা হয়েছে ইবাদত হোসেন ও মোহাম্মদ নাঈমকে। গতকাল রওনা দিয়ে আজ হারারেতে দলের সঙ্গে যোগ দিয়েই তাঁদের দ্বিতীয় ওয়ানডে খেলা প্রায় অসম্ভব। পরিস্থিতি এতটাই জটিল, মাত্র এক ম্যাচের জন্য হলেও ঢাকা থেকে বিকল্প খেলোয়াড় উড়িয়ে নিতে হচ্ছে বাংলাদেশকে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে