Ajker Patrika

জন্মেই ভাঙনের মুখে মহানগর বিএনপি

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২২, ১১: ০৩
জন্মেই ভাঙনের মুখে মহানগর বিএনপি

কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী দলের (বিএনপি) কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগ করেছেন সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান আমির। ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন না করা ও সরকারি দলের নেতাদের সঙ্গে আঁতাত করা ব্যক্তিকে কমিটির সদস্যসচিব করার অভিযোগ এনে তিনি পদত্যাগ করেন।

এদিকে কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়ার বাড়ি ভাঙচুর করা হয়েছে। অপর দিকে ইউসুফ মোল্লা টিপুকে আহ্বায়ক কমিটির সদস্যসচিব করায় আনন্দ মিছিল করেছেন তাঁর কর্মী ও সমর্থকেরা।

গত সোমবার সন্ধ্যায় মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিসহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীকালে রাত সাড়ে ১১টার দিকে নগরীর ধর্মসাগর পাড়ে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আমিরুজ্জামান আমির পদত্যাগের ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, ‘বিগত সময়ে সরকার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আঁতাত করে সুযোগ-সুবিধা নেওয়া এবং সরকারি দলের সংসদ সদস্যের ডিও লেটার নিয়ে যে ব্যক্তি মামলা থেকে রেহাই পেয়েছেন তাঁকে আহ্বায়ক কমিটির সদস্যসচিব করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে আমিরুজ্জামান আমির আরও বলেন, ‘আমি যাঁদের নিয়ে দল করেছি, যাঁরা সব আন্দোলন সংগ্রামে দলকে প্রাধান্য দিয়ে নিজের সবকিছু হারিয়েছেন তারা এ কমিটিতে অবহেলিত। যে ব্যক্তি রাতে আওয়ামী লীগ দিনে বিএনপি তাঁর কর্মী-সমর্থকদের কাছে আমি নিরাপদ না। তাই আমি এ কমিটির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করছি।’

এর আগে ক্ষুব্ধ নেতা-কর্মীরা নগরীর রেসকোর্স এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর চালান।

এদিকে ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘নতুন কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান আমির প্রাথমিকভাবে পদত্যাগ করেছেন শুনেছি। তবে আমি আশা করি, দলের বৃহত্তর স্বার্থে তিনি তাঁর সিদ্ধান্ত বদল করবেন।’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, ‘কমিটি গঠনে আমার কোনো হাত নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব জেলা ও মহানগর কমিটি দেন। উৎবাদুল বারী আবু ও রেজাউল কাইয়ূমের কর্মীরা আমার বাড়িতে হামলা করে ভাঙচুর চালিয়েছেন। দলের গঠনতন্ত্র ও রাজনৈতিক বিষয়ে তাঁদের অজ্ঞতার কারণে এমন কাণ্ড করিয়েছেন তাঁরা।’

কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পূর্ণ বাসন বিষয়ক সম্পাদক এবং নব গঠিত জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘কমিটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে, নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে। হয়তো ক্ষোভের কারণেই আমিরুজ্জামান আমির পদত্যাগের সিদ্ধান্ত নেন। তবে পদত্যাগপত্রের কোনো অনুলিপি পাইনি। কুমিল্লায় গিয়ে নেতা-কর্মীদের নিয়ে বসে আলোচনা করব এবং বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত