Ajker Patrika

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৮: ০৯
প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে দশম শ্রেণির ছাত্র ও নবম শ্রেণির ছাত্রীর মধ্যে গোপনে বিয়ের আয়োজন চলছিল। এটি টের পেয়ে উপজেলা প্রশাসন কর্মকতারা এসে এ বিয়ে ভেঙে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা বেগম জানিয়েছেন, উপজেলার চাঁদখালীতে দশম শ্রেণির ছাত্র ও নবম শ্রেণির ছাত্রীকে ভুল বুঝিয়ে ছেলের বাবা-মা গোপনে বিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। এ খবর পেয়ে বুধবার বেলা ১১টায় আনসার ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেনকে সেখানে পাঠিয়ে দেই। পরে তিনি অভিযান চালিয়ে ছেলের বাড়ি থেকে ছেলে ও মেয়েকে উদ্ধার করেন।

পরে আলতাফ হোসেন ছেলে ও মেয়েকে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছেলের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ছেলে ও মেয়ে পূর্ণবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে বিবেচনা মর্মে মুচলেকা নিয়ে স্ব-স্ব অভিভাবকের কাছে ছেলেমেয়েকে বুঝিয়ে দেওয়া হয়।

এর আগে গত ৯ নভেম্বর এ উপজেলায় মা ও চাচা মিলে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার সময় পিতার অভিযোগে বিয়ে বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘটনাটি ঘটে উপজেলার গড়ইখালী ইউনিয়নের হোগলারচক গ্রামে। জানা যায়, সেদিন গড়ইখালী ইউনিয়নের ৯ম শ্রেণি পড়ুয়া কন্যাকে তার নিজের ইচ্ছার বিরুদ্ধে মা ও চাচা জোর করে বিয়ে দিচ্ছিলেন।

কিন্তু তার পিতা মেয়ের বয়স কম হওয়ায় এখনই বিয়ে দেবেন না বলে জানান। এ নিয়ে পিতা মাতার মতবিরোধ দেখা দিলে উপায় না পেয়ে পিতা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন। ইউএনও মমতাজ বেগম তাৎক্ষণিক উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেনকে ঘটনাস্থলে পাঠিয়ে ওই বিয়ে বন্ধ করে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

‘হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছে, আমি ফিরেছি’

ধর্ষণ ও তিন খুনের আসামি ঘুরে বেড়াচ্ছে, ভয়ে বাদী

আটকের ভয়ে সকাল থেকে উপজেলা পরিষদে ইউপি চেয়ারম্যান, বিকেলে বেরিয়ে আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত