Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৩: ২৪
সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

সিরাজগঞ্জের এনায়েতপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে রাসেল রানা (২১) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে এনায়েতপুর থানার খামারগ্রাম কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। রাসেল রানা সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ধুলিয়াবাড়ি গ্রামের মীর আশরাফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে রাসেল রানা ও তার বন্ধু রমজান আলী মোটরসাইকেলযোগে এনায়েতপুরের খামারগ্রাম পৌছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে রাসেল রানা ও তাঁর বন্ধু গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাসেল রানা মারা যায়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত