জয়ী প্রার্থীর সমর্থকদের বাড়ি ভাঙচুর, আহত ২

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২২, ০৬: ৩৫
আপডেট : ১৭ জুন ২০২২, ১২: ১০

মাদারীপুরের কালকিনিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী ইউপি সদস্যা প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছে পরাজিত ইউপি সদস্য প্রার্থী ও তাঁর সমর্থকেরা। এ সময় ১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলাকারীদের বাধা দিতে গিয়ে দুই নারী আহত হন। পরে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার এনায়েতনগর ইউপি নির্বাচনের ভোট হয় গত বুধবার। এ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বেলায়েত সরদার ও মো. জাহাঙ্গির সরদার। নির্বাচনে মো. জাহাঙ্গির সরদার পরাজিত হন। এতে জাহাঙ্গির ও তাঁর সমর্থকেরা জয়ী প্রার্থী বেলায়েত সরদারের লোকজনের ওপর ক্ষিপ্ত হয়ে সোহরাফ বেপারী, ফরহাদ বেপারী, খোকন বেপারী, হেদায়েত বেপারীসহ ১০ জনের বাড়ি ভাঙচুর করে। এ সময় হামলাকারীদের বাধা দিলে ফাতেমা (৬০) ও রিমা আক্তারকে (২০) মারধর করে আহত করা হয়।

এ ব্যাপারে ভুক্তভোগী ফরহাদ বেপারী বলেন, ‘নির্বাচনে পরাজিত হয়ে জাহাঙ্গির তাঁর দলবল নিয়ে আমাদের বাড়ি ভাঙচুর ও লুট করেছেন। আমরা তাঁদের বিচার চাই।’

এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত পরাজিত প্রার্থী মো. জাহাঙ্গিরকে এলাকায় পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, ‘খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. শিরাজুল ইসলাম বলেন, ‘ বিষয়টি দ্রুত মীমাংসা করে দেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত