পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর ও আটোয়ারীতে চা বাগানসহ ২৮ একর খাসজমি উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় মৌজায় স্যালিল্যান্ড টি স্টেটের দখলে থাকা ১৮ একর জমিতে লাল পতাকা ও সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে প্রশাসন।
জেলা প্রশাসন জানায়, পঞ্চগড় সদরে ১ নম্বর খতিয়ানভুক্ত ১৮ দশমিক ২৮ একর সরকারি সম্পত্তি ভারত সীমান্তের কাছে হওয়ায় দীর্ঘদিন ধরে বেদখল ছিল। এর আগেও একাধিকবার জায়গাটি দখলমুক্ত করার উদ্যোগ নিলেও অজ্ঞাত কারণে পরে তা আলোর মুখ দেখেনি। সংশ্লিষ্টদের হাত করে এবং প্রভাব খাটিয়ে জমির কোনো দলিল ছাড়াই অভিযুক্তরা দখল করে আসছিলেন। চা বাগানসহ জমিটির বর্তমান বাজার মূল্য প্রায় চার কোটি টাকা।
গত শুক্রবার বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মণ চা বাগানসহ ১৮ একর খাসজমি দখলমুক্তে অভিযান পরিচালনা করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল হক, অমরখানা ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান নুরু, সদর থানা পুলিশের একটি দলসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
স্যালিল্যান্ড টি এস্টেটের ব্যবস্থাপক মো. আব্দুস সালাম বলেন, ‘জোর করে দখলে রাখার বিষয়টি ঠিক না। দালালের মাধ্যমে আমরা ২১ বছর আগে এই জমি ক্রয় করে আমরা চা বাগান করি। পরবর্তীতে জানতে পারি যে, বাগানের প্রায় ১৮ একর জমি খাস খতিয়ানভুক্ত। আমরা যথাযথ শর্ত মেনে নিয়ম অনুযায়ী বন্দোবস্তের আবেদন করেও কোনো সাড়া পাইনি।’
এদিকে পঞ্চগড়ের আটোয়ারীতে প্রায় ১০ একর জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বর্তমান যার বাজার মুল্য প্রায় ১০ কোটি টাকার উপরে।
আটোয়ারী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মানের কাজ করতে গিয়ে খাসজমির শুন্যতা সৃষ্টি হয়েছে। জেলা প্রশসনের নির্দেশনায় সমগ্র উপজেলায় চিরুনী অভিযান চালিয়ে প্রায় ১০ একর জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা এই জমিতে প্রধানমন্ত্রীর দেওয়া ঘরের নির্মাণ কাজ করেছে উপজেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ‘সরকারি খাসসম্পত্তি উদ্ধার আমাদের একটি নিয়মিত কার্যক্রম। তবে আশ্রয়ণ-২ এর কারণে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর উপহার দেওয়া হচ্ছে।’
পঞ্চগড় সদর ও আটোয়ারীতে চা বাগানসহ ২৮ একর খাসজমি উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় মৌজায় স্যালিল্যান্ড টি স্টেটের দখলে থাকা ১৮ একর জমিতে লাল পতাকা ও সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে প্রশাসন।
জেলা প্রশাসন জানায়, পঞ্চগড় সদরে ১ নম্বর খতিয়ানভুক্ত ১৮ দশমিক ২৮ একর সরকারি সম্পত্তি ভারত সীমান্তের কাছে হওয়ায় দীর্ঘদিন ধরে বেদখল ছিল। এর আগেও একাধিকবার জায়গাটি দখলমুক্ত করার উদ্যোগ নিলেও অজ্ঞাত কারণে পরে তা আলোর মুখ দেখেনি। সংশ্লিষ্টদের হাত করে এবং প্রভাব খাটিয়ে জমির কোনো দলিল ছাড়াই অভিযুক্তরা দখল করে আসছিলেন। চা বাগানসহ জমিটির বর্তমান বাজার মূল্য প্রায় চার কোটি টাকা।
গত শুক্রবার বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মণ চা বাগানসহ ১৮ একর খাসজমি দখলমুক্তে অভিযান পরিচালনা করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল হক, অমরখানা ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান নুরু, সদর থানা পুলিশের একটি দলসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
স্যালিল্যান্ড টি এস্টেটের ব্যবস্থাপক মো. আব্দুস সালাম বলেন, ‘জোর করে দখলে রাখার বিষয়টি ঠিক না। দালালের মাধ্যমে আমরা ২১ বছর আগে এই জমি ক্রয় করে আমরা চা বাগান করি। পরবর্তীতে জানতে পারি যে, বাগানের প্রায় ১৮ একর জমি খাস খতিয়ানভুক্ত। আমরা যথাযথ শর্ত মেনে নিয়ম অনুযায়ী বন্দোবস্তের আবেদন করেও কোনো সাড়া পাইনি।’
এদিকে পঞ্চগড়ের আটোয়ারীতে প্রায় ১০ একর জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বর্তমান যার বাজার মুল্য প্রায় ১০ কোটি টাকার উপরে।
আটোয়ারী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মানের কাজ করতে গিয়ে খাসজমির শুন্যতা সৃষ্টি হয়েছে। জেলা প্রশসনের নির্দেশনায় সমগ্র উপজেলায় চিরুনী অভিযান চালিয়ে প্রায় ১০ একর জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা এই জমিতে প্রধানমন্ত্রীর দেওয়া ঘরের নির্মাণ কাজ করেছে উপজেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ‘সরকারি খাসসম্পত্তি উদ্ধার আমাদের একটি নিয়মিত কার্যক্রম। তবে আশ্রয়ণ-২ এর কারণে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর উপহার দেওয়া হচ্ছে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪