রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় বকুল মিয়া (৫৫) নামের এক কৃষকের ঘরে বাঁধা অবস্থায় চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক শ্রেণির হাজারেরও বেশি পাঠ্যপুস্তক পাওয়া গেছে। পাঠ্যপুস্তকগুলো চারাবাগ আইডিয়াল হাইস্কুল নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের। বকুল মিয়া মরজালের চারাবাগ এলাকার বাসিন্দা। স্কুলটির পেছনেই তাঁর বাড়ি। স্থানীয়দের ধারণা, বিদ্যালয়টির একটি অসাধু চক্র বইগুলো চুরি করে অবৈধভাবে বিক্রির জন্য লুকিয়ে রেখেছিল। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস বলছে, উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি নিয়ে সরেজমিন তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় বলছে, উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে প্রতিটি বিদ্যালয়ে কত বই লাগবে, তার চাহিদা নিরূপণ করা হয়। তবে চাহিদাপত্রে আগের বছরের তুলনায় ৫ শতাংশ বই বেশি চাহিদা দেওয়া হয়। প্রতিবছরের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে বই জেলা শিক্ষা অফিসে আসে। এরপর চাহিদা অনুযায়ী বই বিতরণ শুরু হয় এবং শর্ত থাকে যে, উদ্বৃত্ত বই অন্যান্য বিদ্যালয়ের মধ্যে সমন্বয় করতে হবে। একটি রেজিস্টার মেইনটেইন করতে হবে, সেখানে শিক্ষার্থীরা স্বাক্ষর দিয়ে বই সংগ্রহ করবে। ফেব্রুয়ারির পরপরই এসব উদ্বৃত্ত বা অতিরিক্ত বই বিদ্যালয়গুলো থেকে সংগ্রহ করা হয়।
সরেজমিনে গত বৃহস্পতিবার দুপুরে বকুল মিয়ার বাড়িতে দেখা যায়, একটি ঘরে বিপুল সংখ্যক পাঠ্যপুস্তক বাঁধা অবস্থায় পড়ে আছে। বইগুলো চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক শাখার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছাপানো হয়েছিল।
এত পাঠ্যপুস্তক আপনি কোথায় পেলেন জানতে চাইলে বকুল মিয়া বলেন, ‘পাঠ্যপুস্তকগুলো চারাবাগ আইডিয়াল হাইস্কুলের। প্রায় দুই মাস আগে স্কুলটির দপ্তরি জাহাঙ্গীর মিয়া আমার বাড়িতে এগুলো রেখে যান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন বলায় বইগুলো রাখতে দিয়েছি। এরপর থেকে আর বইগুলো নেওয়ার নাম নেই তাঁদের। এ ছাড়া বইগুলো কেন আমার এখানে রাখা হয়েছে, এই বিষয়েও আমি কিছু জানি না।’
গত বৃহস্পতিবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন ট্রেনিংয়ের কারণে জেলার বাইরে আছেন। এই বিষয়ে জানতে কয়েক দফা শিক্ষক জাকির হোসেনের মোবাইলে ফোনে কল করা হয়। কিন্তু ফোন না ধরায় তাঁর মন্তব্য জানা যায়নি। এ ছাড়া দপ্তরি জাহাঙ্গীরকেও স্কুলে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জামাল উদ্দিন বলেন, ‘এই বিষয়ে কমিটির সবাই অবগত আছেন। বিদ্যালয়ে রাখার স্থান না থাকায় বইগুলো ওই বাড়িতে রেখেছে।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র বলেন, ‘ইতিমধ্যে রায়পুরা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি সরেজমিনে তদন্ত করার নির্দেশ দিয়েছি।’
নরসিংদীর রায়পুরায় বকুল মিয়া (৫৫) নামের এক কৃষকের ঘরে বাঁধা অবস্থায় চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক শ্রেণির হাজারেরও বেশি পাঠ্যপুস্তক পাওয়া গেছে। পাঠ্যপুস্তকগুলো চারাবাগ আইডিয়াল হাইস্কুল নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের। বকুল মিয়া মরজালের চারাবাগ এলাকার বাসিন্দা। স্কুলটির পেছনেই তাঁর বাড়ি। স্থানীয়দের ধারণা, বিদ্যালয়টির একটি অসাধু চক্র বইগুলো চুরি করে অবৈধভাবে বিক্রির জন্য লুকিয়ে রেখেছিল। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস বলছে, উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি নিয়ে সরেজমিন তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় বলছে, উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে প্রতিটি বিদ্যালয়ে কত বই লাগবে, তার চাহিদা নিরূপণ করা হয়। তবে চাহিদাপত্রে আগের বছরের তুলনায় ৫ শতাংশ বই বেশি চাহিদা দেওয়া হয়। প্রতিবছরের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে বই জেলা শিক্ষা অফিসে আসে। এরপর চাহিদা অনুযায়ী বই বিতরণ শুরু হয় এবং শর্ত থাকে যে, উদ্বৃত্ত বই অন্যান্য বিদ্যালয়ের মধ্যে সমন্বয় করতে হবে। একটি রেজিস্টার মেইনটেইন করতে হবে, সেখানে শিক্ষার্থীরা স্বাক্ষর দিয়ে বই সংগ্রহ করবে। ফেব্রুয়ারির পরপরই এসব উদ্বৃত্ত বা অতিরিক্ত বই বিদ্যালয়গুলো থেকে সংগ্রহ করা হয়।
সরেজমিনে গত বৃহস্পতিবার দুপুরে বকুল মিয়ার বাড়িতে দেখা যায়, একটি ঘরে বিপুল সংখ্যক পাঠ্যপুস্তক বাঁধা অবস্থায় পড়ে আছে। বইগুলো চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক শাখার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছাপানো হয়েছিল।
এত পাঠ্যপুস্তক আপনি কোথায় পেলেন জানতে চাইলে বকুল মিয়া বলেন, ‘পাঠ্যপুস্তকগুলো চারাবাগ আইডিয়াল হাইস্কুলের। প্রায় দুই মাস আগে স্কুলটির দপ্তরি জাহাঙ্গীর মিয়া আমার বাড়িতে এগুলো রেখে যান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন বলায় বইগুলো রাখতে দিয়েছি। এরপর থেকে আর বইগুলো নেওয়ার নাম নেই তাঁদের। এ ছাড়া বইগুলো কেন আমার এখানে রাখা হয়েছে, এই বিষয়েও আমি কিছু জানি না।’
গত বৃহস্পতিবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন ট্রেনিংয়ের কারণে জেলার বাইরে আছেন। এই বিষয়ে জানতে কয়েক দফা শিক্ষক জাকির হোসেনের মোবাইলে ফোনে কল করা হয়। কিন্তু ফোন না ধরায় তাঁর মন্তব্য জানা যায়নি। এ ছাড়া দপ্তরি জাহাঙ্গীরকেও স্কুলে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জামাল উদ্দিন বলেন, ‘এই বিষয়ে কমিটির সবাই অবগত আছেন। বিদ্যালয়ে রাখার স্থান না থাকায় বইগুলো ওই বাড়িতে রেখেছে।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র বলেন, ‘ইতিমধ্যে রায়পুরা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি সরেজমিনে তদন্ত করার নির্দেশ দিয়েছি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে