Ajker Patrika

কোদাল দিয়ে পিটিয়ে বড় ভাই-ভাবিকে আহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ০৬
কোদাল দিয়ে পিটিয়ে বড় ভাই-ভাবিকে আহত

চুয়াডাঙ্গায় পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই ও ভাবি আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের জোড়াঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন জোড়াঘাটা গ্রামের মাস্টারপাড়ার শাহাবদ্দীনের বড় ছেলে ইলিয়াস হোসেন (৪০) ও তাঁর স্ত্রী রুপালি খাতুন (৩৫)।

জানা যায়, পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে ইলিয়াস হোসেনের সঙ্গে তাঁর ছোট ভাই আলামিনের (৩৫) বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে তাঁদের বাবা শাহাবদ্দীন দুই ভাইয়ের মধ্যে জমি ও রাস্তা ভাগ করে দেন। কিন্তু এতে মতবিরোধ সৃষ্টি হয় আলামিনের। এরই মধ্যে গতকাল সকালে আলামিন নিজের মতো করে জোরপূর্বক রাস্তা ও জমি তাঁর অধীনে নিতে কোদাল দিয়ে রাস্তার মাটি কাটতে শুরু করেন। এ সময় ইলিয়াস বাধা দিলে তাঁদের বাগবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে আলামিন হাতে থাকা কোদাল দিয়ে ইলিয়াসের মুখে আঘাত করেন। ইলিয়াসের স্ত্রী রুপালি ঠেকাতে গেলে তাকেও আঘাত করা হয়। পরে পরিবারের সদস্যরা ইলিয়াসকে চুয়াডাঙ্গা সদর হাপসাতালের নিয়ে যান।

আহত ইলিয়াস বলেন, ‘বাবা দুই ভায়ের জমি ও রাস্তা আলাদা করে দেখিয়ে দিয়েছেন। কিন্তু ছোট ভাই সবকিছু নিজের মতো করে নিতে চায়। কোনো কিছু বলতে গেলেই সে আমাকে মারধর করে। আজও আমাকে ও আমার স্ত্রীকে কোদাল দিয়ে পিটিয়ে আহত করেছে।’

এ বিষয়ে সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, এখনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত