Ajker Patrika

বিশ্বব্যাপী ফ্লাইট বাতিলের হিড়িক

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১০: ৪৭
বিশ্বব্যাপী ফ্লাইট বাতিলের হিড়িক

করোনার সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি প্রাণঘাতী এই ভাইরাসের নতুন ধরন ওমিক্রন আতঙ্কে গত দুদিনে বিশ্বব্যাপী সাড়ে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়ে গেছে, বিলম্বিত হয়েছে প্রায় ১১ হাজার। এর ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, বিশেষ করে বড়দিনের ছুটিতে ভ্রমণকারীরা।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার ডটকমের তথ্যের ভিত্তিতে ফরাসি বার্তা সংস্থা ফ্রান্স টোয়েন্টিফোর বলছে, গতকাল বড়দিনে বিশ্বব্যাপী কমপক্ষে ২ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিলম্বিত হয়েছে দেড় হাজারের বেশি ফ্লাইট। এর মধ্যে বেশির ভাগই যুক্তরাষ্ট্রে।

এর আগে গত শুক্রবার প্রায় ২,৪০০ ফ্লাইট বাতিল এবং ১১ হাজার বিলম্বিত হয়। আজ রোববার আরও ৬০০ ফ্লাইট বাতিল হতে পারে বলে জানিয়েছে ফ্লাইটঅ্যাওয়ার ডটকম। সংস্থাটি বলছে, বিভিন্ন এয়ারলাইনসের পাইলট, ফ্লাইট অ্যাটেনডেন্ট এবং অন্যান্য কর্মী করোনায় আক্রান্ত হচ্ছেন বা তাঁদের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। ফলে লুফথানসা, ডেলটা, ইউনাইটেডসহ অনেক এয়ারলাইনস বছরের সর্বোচ্চ ভ্রমণের সময়গুলোর মধ্যে একটিতে (বড়দিনের ছুটি) ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে।

ফ্লাইটওয়্যারের তথ্যে দেখা গেছে, ইউনাইটেড এয়ারলাইনস গত দুদিনে প্রায় ২০০ ফ্লাইট বাতিল করেছে। সংস্থাটির গত শুক্রবারের এক বিবৃতিতে বলা হয়, ‘এই সপ্তাহে দেশজুড়ে (যুক্তরাষ্ট্র) ওমিক্রনের সংক্রমণ বেড়ে গেছে, যা আমাদের ক্রু এবং ফ্লাইট পরিচালনাকারীদের ওপর সরাসরি প্রভাব ফেলেছে। ফলে দুর্ভাগ্যবশত আমাদের কিছু ফ্লাইট বাতিল করতে হয়েছে।’

একইভাবে, গতকাল কমপক্ষে ২৬০টি এবং গত শুক্রবার প্রায় ১৭০টি ফ্লাইট বাতিল করেছে ডেলটা এয়ারলাইনস। এদিকে, সবচেয়ে বেশি সংখ্যক ফ্লাইট বাতিল করেছে চীনের এয়ারলাইনসগুলো। এর মধ্যে চায়না ইস্টার্ন গতকাল প্রায় ৪৮০টি ফ্লাইট এবং এয়ার চায়না বাতিল করেছে তাদের মোট ফ্লাইটের ১৫ শতাংশ।

এ ছাড়া ওমিক্রন আতঙ্কে যাত্রীসংখ্যা কমে যাওয়ায় শীতকালীন ভ্রমণ কার্যক্রম থেকে ৩৩ হাজার ফ্লাইট বাতিল করেছে জার্মানির বৃহত্তম ও ইউরোপের দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা লুফথানসা। সংস্থাটি জানিয়েছে, টিকিট বুকিং কমে যাওয়া এবং করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় তাদের অন্যতম রুট সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়ামসহ কয়েকটি দেশের যাত্রী পাওয়া যাচ্ছে না। এর ফলে ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

দেশে দেশে সংক্রমণ

চীনের জিয়ান শহরে বৃদ্ধি পেয়েছে দৈনিক করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ১৩ লাখ জনসংখ্যার শহরটিতে গত শুক্রবার ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ দৈনিক সংক্রমণ।

এদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, দেশটিতে করোনায় দৈনিক মৃত্যু বেড়ে ৩৮৭ জনে পৌঁছেছে এবং মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৫২৯ জনের। দৈনিক সংক্রমণও বেড়েছে ভারতে।

অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসে গতকাল প্রথমবারের মতো ৬ হাজারের বেশি নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে বিধিনিষেধ থাকলেও নানা আয়োজনে বড়দিন উদ্‌যাপন করেছে নিউজিল্যান্ড। এটি বিশ্বের বিরল দেশগুলোর মধ্যে একটি, যেখানে এখন পর্যন্ত করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন পৌঁছায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত