সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা ও গোডাউনগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে শুরু হয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ৩১০ একর জমিতে ইতিমধ্যে শেষ হয়েছে মাটি ভরাটের কাজ। তবে মাটি ভরাটের সময় প্রকল্প ব্যবস্থাপনার গাফিলতিতে নষ্ট হয়েছে উপজেলার শতাধিক একর জমি।
উপজেলার চিত্রকোট ইউনিয়নের চিত্রকোট, গোয়ালখালী, কামারকান্দা গ্রামের তিন ফসলি জমিতে বালু পড়ে তা ফসল উৎপাদনের অনুপযোগী হয়ে পড়েছে। মাটি ভরাটের সময় বালুর সঙ্গে পানি প্রবেশ করে জমিতে। সেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বালু ও পানি ছড়িয়ে পড়ে আশপাশের আবাদি জমিতে। ফলে নষ্ট হচ্ছে শতাধিক একর আবাদি জমির ফসল।
এতে সরাসরি ক্ষতির মুখে পড়েছেন অর্ধশতাধিক ক্ষুদ্র প্রান্তিক কৃষক। ফসলহানি হওয়াসহ জমি অনাবাদি থাকায় অনেকে পড়েছেন আর্থিক অনটনের মুখে। এদিকে ক্ষতিপূরণের দাবিতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও এসব কৃষক পাচ্ছেন না কোনো প্রতিকার। সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ আশা করেন তাঁরা।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সরেজমিনে দেখা যায়, কেমিক্যাল শিল্পনগরীর নির্মাণাধীন আবাসন প্রকল্পের জমি ভরাটের কারণে পানি আর বালু ফসলি জমিতে প্রবেশ করে অনুপযোগী হয়ে পড়েছে চাষাবাদ।
জানা যায়, আধুনিক কেমিক্যাল শিল্প পার্ক গড়ে তোলার লক্ষ্যে উপজেলার চিত্রকোট ইউনিয়নের চিত্রকোট, গুয়ালখালি ও কামারকান্দা মৌজার ৩১০ একর জমিতে কেমিক্যাল শিল্প পার্ক স্থাপনের প্রকল্প একনেকে অনুমোদন করা হয়। যার ব্যয় ধরা হয় এক হাজার ৩ কোটি টাকা। ইতিমধ্যে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করে দ্রুত মাটি ভরাটের কাজ চলছে। নিচু আবাদি জমি ভরাটের মাধ্যমে উন্নয়নের জন্য ২০২১ সালে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান।
ক্ষতিগ্রস্ত কৃষক মোখলেসুর রহমান বলেন, ‘আমার তিন ফসলি জমিতে এবার চাষাবাদ করতে পারিনি। এ বছর পুরো সময়টাতেই জমিতে বালু আর পানি দিয়ে ভরে গেছে। এতে আমার প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’
আরও কয়েকজন ক্ষতিগ্রস্ত কৃষক জানান, বালু ভরাটের কারণে তাঁদের জমিগুলোর ক্ষতি হচ্ছে। এবার আর ফসল হবে না। তাই জমিগুলো এভাবেই পড়ে আছে। প্রকল্প ব্যবস্থাপনায় গাফিলতি করায় তাঁদের বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তাঁরা। না হলে জমিগুলোতে ফসল ফলানো সম্ভব হবে না।
চিত্রকোট ইউপির চেয়ারম্যান শামছুল হুদা বাবুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘একাধিক কৃষক আমার কাছে অভিযোগ করেছেন। গত আইনশৃঙ্খলা মিটিংয়ে আমি উপজেলা প্রশাসনকে বিষয়টা জানিয়েছি। আশা করছি খুব শিগগিরই এর সমাধান হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ‘ভরাটের কারণে কৃষকদের কিছু ক্ষতি হয়েছে। এ বিষয়ে প্রকল্প পরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে। খুব শিগগিরই ক্ষতিগ্রস্ত কৃষকদের বিষয়টি সমাধান করা হবে।’
কেমিক্যাল শিল্প পার্ক স্থাপনের প্রকল্প পরিচালক হাফিজুর রহমান বলেন, ‘ভুক্তভোগী অনেক কৃষক আমার কাছে এসেছিলেন। তবে দুই মাসে আগে তাঁদের ফসলের কিছু ক্ষতি হয়েছিল। এখন ক্ষতির পরিমাণ কমে গেছে।’
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা ও গোডাউনগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে শুরু হয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ৩১০ একর জমিতে ইতিমধ্যে শেষ হয়েছে মাটি ভরাটের কাজ। তবে মাটি ভরাটের সময় প্রকল্প ব্যবস্থাপনার গাফিলতিতে নষ্ট হয়েছে উপজেলার শতাধিক একর জমি।
উপজেলার চিত্রকোট ইউনিয়নের চিত্রকোট, গোয়ালখালী, কামারকান্দা গ্রামের তিন ফসলি জমিতে বালু পড়ে তা ফসল উৎপাদনের অনুপযোগী হয়ে পড়েছে। মাটি ভরাটের সময় বালুর সঙ্গে পানি প্রবেশ করে জমিতে। সেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বালু ও পানি ছড়িয়ে পড়ে আশপাশের আবাদি জমিতে। ফলে নষ্ট হচ্ছে শতাধিক একর আবাদি জমির ফসল।
এতে সরাসরি ক্ষতির মুখে পড়েছেন অর্ধশতাধিক ক্ষুদ্র প্রান্তিক কৃষক। ফসলহানি হওয়াসহ জমি অনাবাদি থাকায় অনেকে পড়েছেন আর্থিক অনটনের মুখে। এদিকে ক্ষতিপূরণের দাবিতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও এসব কৃষক পাচ্ছেন না কোনো প্রতিকার। সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ আশা করেন তাঁরা।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সরেজমিনে দেখা যায়, কেমিক্যাল শিল্পনগরীর নির্মাণাধীন আবাসন প্রকল্পের জমি ভরাটের কারণে পানি আর বালু ফসলি জমিতে প্রবেশ করে অনুপযোগী হয়ে পড়েছে চাষাবাদ।
জানা যায়, আধুনিক কেমিক্যাল শিল্প পার্ক গড়ে তোলার লক্ষ্যে উপজেলার চিত্রকোট ইউনিয়নের চিত্রকোট, গুয়ালখালি ও কামারকান্দা মৌজার ৩১০ একর জমিতে কেমিক্যাল শিল্প পার্ক স্থাপনের প্রকল্প একনেকে অনুমোদন করা হয়। যার ব্যয় ধরা হয় এক হাজার ৩ কোটি টাকা। ইতিমধ্যে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করে দ্রুত মাটি ভরাটের কাজ চলছে। নিচু আবাদি জমি ভরাটের মাধ্যমে উন্নয়নের জন্য ২০২১ সালে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান।
ক্ষতিগ্রস্ত কৃষক মোখলেসুর রহমান বলেন, ‘আমার তিন ফসলি জমিতে এবার চাষাবাদ করতে পারিনি। এ বছর পুরো সময়টাতেই জমিতে বালু আর পানি দিয়ে ভরে গেছে। এতে আমার প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’
আরও কয়েকজন ক্ষতিগ্রস্ত কৃষক জানান, বালু ভরাটের কারণে তাঁদের জমিগুলোর ক্ষতি হচ্ছে। এবার আর ফসল হবে না। তাই জমিগুলো এভাবেই পড়ে আছে। প্রকল্প ব্যবস্থাপনায় গাফিলতি করায় তাঁদের বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তাঁরা। না হলে জমিগুলোতে ফসল ফলানো সম্ভব হবে না।
চিত্রকোট ইউপির চেয়ারম্যান শামছুল হুদা বাবুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘একাধিক কৃষক আমার কাছে অভিযোগ করেছেন। গত আইনশৃঙ্খলা মিটিংয়ে আমি উপজেলা প্রশাসনকে বিষয়টা জানিয়েছি। আশা করছি খুব শিগগিরই এর সমাধান হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ‘ভরাটের কারণে কৃষকদের কিছু ক্ষতি হয়েছে। এ বিষয়ে প্রকল্প পরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে। খুব শিগগিরই ক্ষতিগ্রস্ত কৃষকদের বিষয়টি সমাধান করা হবে।’
কেমিক্যাল শিল্প পার্ক স্থাপনের প্রকল্প পরিচালক হাফিজুর রহমান বলেন, ‘ভুক্তভোগী অনেক কৃষক আমার কাছে এসেছিলেন। তবে দুই মাসে আগে তাঁদের ফসলের কিছু ক্ষতি হয়েছিল। এখন ক্ষতির পরিমাণ কমে গেছে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৭ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে