লাবিব আল তাসফি
আইবিএর পরীক্ষায় চারটি সেকশন আছে—গণিত, ইংরেজি, অ্যানালাইটিকাল এবং লিখিত ইংরেজি। কোন অংশ থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, সেটা নির্ধারিত নেই। একেক বছর একেক রকম চলে আসে। আমাদের আজকের আলোচনা আইবিএ ভর্তি প্রস্তুতির ইংরেজি অংশ নিয়ে।
প্রস্তুতি যেভাবে শুরু
আমাদের এইচএসসি শেষ হয় ডিসেম্বর মাসে। জানুয়ারির শুরু থেকেই, অর্থাৎ একদম এইচএসসি শেষ হওয়ার পরপরই আমি আইবিএর জন্য প্রস্তুতি শুরু করি। ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি একই সঙ্গে ইঞ্জিনিয়ারিং ও আইবিএর প্রস্তুতি নিয়েছি। সুতরাং দিনের পুরো সময়কে ভাগ করে পড়াশোনা করতে হয়েছে। চেষ্টা করেছি সপ্তাহে ছয় থেকে সাত ঘণ্টার মতো সময় আইবিএ প্রস্তুতির জন্য রাখতে।
ইংরেজি অংশের প্রস্তুতি
ইংরেজিতে মূলত তিনটি অংশ থাকে—গ্রামার, রিডিং ও ভোকাবুলারি। আর আইবিএ প্রস্তুতির ইংরেজি দুই ভাগে ভাগ করা যায়: ভোকাবুলারি ও গ্রামার। ভোকাবুলারির জন্য প্রথমে আমি Magoosh GRE অ্যাপ ব্যবহার করতাম। যদিও সেটা করোনা মহামারির সময়ে, তখনো ভর্তির প্রস্তুতি শুরু হয়নি। এখান থেকে ২০০-এর মতো নতুন শব্দ শিখেছি। তবে জানুয়ারি থেকে রুটিন করে প্রতিদিন সকালে ১০-১৫ মিনিট রাখতাম Wordsmart বই থেকে অন্তত ১০টি করে নতুন শব্দ শিখতে। এই রুটিন পরীক্ষার আগে পর্যন্ত ছিল। এ ছাড়া GRE BigBook থেকে বিভিন্ন প্রশ্ন (যেমন অ্যানালজি, সিনোনিম, অ্যান্টোনিম) অনুশীলন করার সময় নতুন শব্দ শিখেছি। এভাবে পরীক্ষার আগে ১ হাজার ১০০-এর মতো নতুন ইংরেজি
শব্দার্থ শিখেছি।
Reading Comprehension, Sentence Correction-এর জন্য Gmat Guide থেকে অনুশীলন করেছি। এ বইটির প্রতিটি অনুশীলনী বারবার চর্চা করবে। ভর্তি পরীক্ষার্থীরা চাইলে এর পাশাপাশি Gmat Review থেকে অনুশীলন করতে পারো। অথবা gmatclub. com একটা ওয়েবসাইট আছে, সেখানে থেকেও এসব প্রশ্ন অনুশীলন করা যেতে পারে। প্রশ্নব্যাংক থেকে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করলে কী রকম কঠিন ধাঁচের প্রশ্ন আসে তা অনেকটা আন্দাজ করা যায়। সে হিসেবে Gmat Guide বা GRE bigbook-এর কোনগুলো গুরুত্বপূর্ণ তা বুঝতে পারবে। এগুলোর পাশাপাশি আইবিএ ডিইউর বিগত বছরের প্রশ্নগুলো বারবার সমাধান করো।
সময় ব্যবস্থাপনা
সময়মতো প্রশ্ন সমাধান করা যাচ্ছে কি না–এটা খুবই গুরুত্বপূর্ণ। বলা হয় আইবিএ পরীক্ষার সবচেয়ে চ্যালেঞ্জিং দিক সময় ব্যবস্থাপনা। ইংরেজি অংশে ২৫টি প্রশ্ন উত্তর করার জন্য যাতে সর্বোচ্চ ২০ মিনিট সময় লাগে, অনুশীলন করে এ বিষয়টি নিশ্চিত করতে হবে।
ইংরেজি অংশে অল্প সময়ে শেষ করতে পারলে গণিত ও অ্যানালাইটিক্যালের জন্য পর্যাপ্ত সময় রাখা যায়। ইংরেজি গ্রামার অংশের জন্য পরীক্ষার আগে যে টপিকগুলো পড়া হয়েছে, সেগুলোর নাম মনে রাখলে সুবিধা হবে। যেমন আমি যদি জানি conditionals, subjunctive, parallelism—এগুলো থেকে প্রশ্ন করা আছে, sentence correction, error detection প্রশ্নগুলোতে ভুল চিহ্নিত করার সময় টপিক ধরে বিশ্লেষণ করা সম্ভব হবে।
লেখক: তৃতীয় স্থান অধিকারী, ঢাবি আইবিএ ২০২১-২২
অনুলিখন: মুসাররাত আবির
আইবিএর পরীক্ষায় চারটি সেকশন আছে—গণিত, ইংরেজি, অ্যানালাইটিকাল এবং লিখিত ইংরেজি। কোন অংশ থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, সেটা নির্ধারিত নেই। একেক বছর একেক রকম চলে আসে। আমাদের আজকের আলোচনা আইবিএ ভর্তি প্রস্তুতির ইংরেজি অংশ নিয়ে।
প্রস্তুতি যেভাবে শুরু
আমাদের এইচএসসি শেষ হয় ডিসেম্বর মাসে। জানুয়ারির শুরু থেকেই, অর্থাৎ একদম এইচএসসি শেষ হওয়ার পরপরই আমি আইবিএর জন্য প্রস্তুতি শুরু করি। ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি একই সঙ্গে ইঞ্জিনিয়ারিং ও আইবিএর প্রস্তুতি নিয়েছি। সুতরাং দিনের পুরো সময়কে ভাগ করে পড়াশোনা করতে হয়েছে। চেষ্টা করেছি সপ্তাহে ছয় থেকে সাত ঘণ্টার মতো সময় আইবিএ প্রস্তুতির জন্য রাখতে।
ইংরেজি অংশের প্রস্তুতি
ইংরেজিতে মূলত তিনটি অংশ থাকে—গ্রামার, রিডিং ও ভোকাবুলারি। আর আইবিএ প্রস্তুতির ইংরেজি দুই ভাগে ভাগ করা যায়: ভোকাবুলারি ও গ্রামার। ভোকাবুলারির জন্য প্রথমে আমি Magoosh GRE অ্যাপ ব্যবহার করতাম। যদিও সেটা করোনা মহামারির সময়ে, তখনো ভর্তির প্রস্তুতি শুরু হয়নি। এখান থেকে ২০০-এর মতো নতুন শব্দ শিখেছি। তবে জানুয়ারি থেকে রুটিন করে প্রতিদিন সকালে ১০-১৫ মিনিট রাখতাম Wordsmart বই থেকে অন্তত ১০টি করে নতুন শব্দ শিখতে। এই রুটিন পরীক্ষার আগে পর্যন্ত ছিল। এ ছাড়া GRE BigBook থেকে বিভিন্ন প্রশ্ন (যেমন অ্যানালজি, সিনোনিম, অ্যান্টোনিম) অনুশীলন করার সময় নতুন শব্দ শিখেছি। এভাবে পরীক্ষার আগে ১ হাজার ১০০-এর মতো নতুন ইংরেজি
শব্দার্থ শিখেছি।
Reading Comprehension, Sentence Correction-এর জন্য Gmat Guide থেকে অনুশীলন করেছি। এ বইটির প্রতিটি অনুশীলনী বারবার চর্চা করবে। ভর্তি পরীক্ষার্থীরা চাইলে এর পাশাপাশি Gmat Review থেকে অনুশীলন করতে পারো। অথবা gmatclub. com একটা ওয়েবসাইট আছে, সেখানে থেকেও এসব প্রশ্ন অনুশীলন করা যেতে পারে। প্রশ্নব্যাংক থেকে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করলে কী রকম কঠিন ধাঁচের প্রশ্ন আসে তা অনেকটা আন্দাজ করা যায়। সে হিসেবে Gmat Guide বা GRE bigbook-এর কোনগুলো গুরুত্বপূর্ণ তা বুঝতে পারবে। এগুলোর পাশাপাশি আইবিএ ডিইউর বিগত বছরের প্রশ্নগুলো বারবার সমাধান করো।
সময় ব্যবস্থাপনা
সময়মতো প্রশ্ন সমাধান করা যাচ্ছে কি না–এটা খুবই গুরুত্বপূর্ণ। বলা হয় আইবিএ পরীক্ষার সবচেয়ে চ্যালেঞ্জিং দিক সময় ব্যবস্থাপনা। ইংরেজি অংশে ২৫টি প্রশ্ন উত্তর করার জন্য যাতে সর্বোচ্চ ২০ মিনিট সময় লাগে, অনুশীলন করে এ বিষয়টি নিশ্চিত করতে হবে।
ইংরেজি অংশে অল্প সময়ে শেষ করতে পারলে গণিত ও অ্যানালাইটিক্যালের জন্য পর্যাপ্ত সময় রাখা যায়। ইংরেজি গ্রামার অংশের জন্য পরীক্ষার আগে যে টপিকগুলো পড়া হয়েছে, সেগুলোর নাম মনে রাখলে সুবিধা হবে। যেমন আমি যদি জানি conditionals, subjunctive, parallelism—এগুলো থেকে প্রশ্ন করা আছে, sentence correction, error detection প্রশ্নগুলোতে ভুল চিহ্নিত করার সময় টপিক ধরে বিশ্লেষণ করা সম্ভব হবে।
লেখক: তৃতীয় স্থান অধিকারী, ঢাবি আইবিএ ২০২১-২২
অনুলিখন: মুসাররাত আবির
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪