আইবিএ ভর্তি পরীক্ষার প্রস্তুতি: ইংরেজি

লাবিব আল তাসফি
Thumbnail image

আইবিএর পরীক্ষায় চারটি সেকশন আছে—গণিত, ইংরেজি, অ্যানালাইটিকাল এবং লিখিত ইংরেজি। কোন অংশ থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, সেটা নির্ধারিত নেই। একেক বছর একেক রকম চলে আসে। আমাদের আজকের আলোচনা আইবিএ ভর্তি প্রস্তুতির ইংরেজি অংশ নিয়ে।

প্রস্তুতি যেভাবে শুরু
আমাদের এইচএসসি শেষ হয় ডিসেম্বর মাসে। জানুয়ারির শুরু থেকেই, অর্থাৎ একদম এইচএসসি শেষ হওয়ার পরপরই আমি আইবিএর জন্য প্রস্তুতি শুরু করি। ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি একই সঙ্গে ইঞ্জিনিয়ারিং ও আইবিএর প্রস্তুতি নিয়েছি। সুতরাং দিনের পুরো সময়কে ভাগ করে পড়াশোনা করতে হয়েছে। চেষ্টা করেছি সপ্তাহে ছয় থেকে সাত ঘণ্টার মতো সময় আইবিএ প্রস্তুতির জন্য রাখতে। 

ইংরেজি অংশের প্রস্তুতি
ইংরেজিতে মূলত তিনটি অংশ থাকে—গ্রামার, রিডিং ও ভোকাবুলারি। আর আইবিএ প্রস্তুতির ইংরেজি দুই ভাগে ভাগ করা যায়: ভোকাবুলারি ও গ্রামার। ভোকাবুলারির জন্য প্রথমে আমি Magoosh GRE অ্যাপ ব্যবহার করতাম। যদিও সেটা করোনা মহামারির সময়ে, তখনো ভর্তির প্রস্তুতি শুরু হয়নি। এখান থেকে ২০০-এর মতো নতুন শব্দ শিখেছি। তবে জানুয়ারি থেকে রুটিন করে প্রতিদিন সকালে ১০-১৫ মিনিট রাখতাম Wordsmart বই থেকে অন্তত ১০টি করে নতুন শব্দ শিখতে। এই রুটিন পরীক্ষার আগে পর্যন্ত ছিল। এ ছাড়া GRE BigBook থেকে বিভিন্ন প্রশ্ন (যেমন অ্যানালজি, সিনোনিম, অ্যান্টোনিম) অনুশীলন করার সময় নতুন শব্দ শিখেছি। এভাবে পরীক্ষার আগে ১ হাজার ১০০-এর মতো নতুন ইংরেজি 
শব্দার্থ শিখেছি।

Reading Comprehension, Sentence Correction-এর জন্য Gmat Guide থেকে অনুশীলন করেছি। এ বইটির প্রতিটি অনুশীলনী বারবার চর্চা করবে। ভর্তি পরীক্ষার্থীরা চাইলে এর পাশাপাশি Gmat Review থেকে অনুশীলন করতে পারো। অথবা gmatclub. com একটা ওয়েবসাইট আছে, সেখানে থেকেও এসব প্রশ্ন অনুশীলন করা যেতে পারে। প্রশ্নব্যাংক থেকে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করলে কী রকম কঠিন ধাঁচের প্রশ্ন আসে তা অনেকটা আন্দাজ করা যায়। সে হিসেবে Gmat Guide বা GRE bigbook-এর কোনগুলো গুরুত্বপূর্ণ তা বুঝতে পারবে। এগুলোর পাশাপাশি আইবিএ ডিইউর বিগত বছরের প্রশ্নগুলো বারবার সমাধান করো।

সময় ব্যবস্থাপনা
সময়মতো প্রশ্ন সমাধান করা যাচ্ছে কি না–এটা খুবই গুরুত্বপূর্ণ। বলা হয় আইবিএ পরীক্ষার সবচেয়ে চ্যালেঞ্জিং দিক সময় ব্যবস্থাপনা। ইংরেজি অংশে ২৫টি প্রশ্ন উত্তর করার জন্য যাতে সর্বোচ্চ ২০ মিনিট সময় লাগে, অনুশীলন করে এ বিষয়টি নিশ্চিত করতে হবে। 

ইংরেজি অংশে অল্প সময়ে শেষ করতে পারলে গণিত ও অ্যানালাইটিক্যালের জন্য পর্যাপ্ত সময় রাখা যায়। ইংরেজি গ্রামার অংশের জন্য পরীক্ষার আগে যে টপিকগুলো পড়া হয়েছে, সেগুলোর নাম মনে রাখলে সুবিধা হবে। যেমন আমি যদি জানি conditionals, subjunctive, parallelism—এগুলো থেকে প্রশ্ন করা আছে, sentence correction, error detection প্রশ্নগুলোতে ভুল চিহ্নিত করার সময় টপিক ধরে বিশ্লেষণ করা সম্ভব হবে। 

লেখক: তৃতীয় স্থান অধিকারী, ঢাবি আইবিএ ২০২১-২২ 

অনুলিখন: মুসাররাত আবির

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত