নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট নগরের লালবাজারে গতকাল প্রদর্শনী করে বিক্রি করা হলো ১৫০ কেজি ওজনের একটি বাগাড়। অথচ বিপন্ন প্রজাতির এ মাছ শিকার ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। কিন্তু প্রায়ই সিলেটের সুরমা-কুশিয়ারা থেকে ধরে এভাবে বিক্রি করা হয় বাগাড়। পরিবেশকর্মীদের অভিযোগ, বন অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের উদাসীনতায় মাইকিং করে চলছে এমন অপরাধমূলক কার্যক্রম।
এর আগে গত ১১ এপ্রিল কুশিয়ারা নদী থেকে শিকার করা ৬০ কেজির বাগাড়, ২৭ মার্চ সুরমা নদী থেকে শিকার করা ১০০ কেজির বাগাড় ও ১২ জানুয়ারি সুরমা নদী থেকে শিকার করা ১২০ কেজির বাগাড় মাছ এই বাজারে বিক্রি হয়েছিল। এ ছাড়া এ বাজারে নিয়মিত ছোট-মাঝারি আকারের বাগাড় বিক্রি হয়।
শুধু তা-ই নয়, বড় আকারের বাগাড় বিক্রির জন্য লালবাজারে নিয়ে আসার পর মাইকিং করা হয় এবং নাগরিকদের প্রদর্শনীর জন্য বাজারে রাখা হয়। বাগাড় বিক্রিকে কেন্দ্র করে লালবাজারে উৎসবমুখর পরিস্থিতি হয়। বলা হয়, এই মাছ খেলে নানান অসুখ-বিসুখ ভালো হয়। তবে মৎস্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, বাগাড় খেলে অসুখ-বিসুখ ভালো হয়ে যায় কথাটি সঠিক নয়। এই মাছ বিপন্নের পথে। বন্য আইনে এটি ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন কিংবা দখলে রাখা শাস্তিযোগ্য অপরাধ।
বাগাড় বা বাঘাইড়-এর বৈজ্ঞানিক নাম Bagarius yarrelli। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)-এর রেড লিস্ট অনুযায়ী মিঠা পানির এ মাছটি ‘মহাবিপন্ন’। এ ছাড়া বাগাড় বাংলাদেশ বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ২ নম্বর তফসিলভুক্ত একটি সংরক্ষিত বন্য প্রাণী।
এই আইন অনুযায়ী বাগাড় শিকার, ক্রয়-বিক্রয়, পরিবহন কিংবা দখলে রাখা শাস্তিযোগ্য অপরাধ এবং এ অপরাধের জন্য সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক ও সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম বলেন, সিলেটের সুরমা-কুশিয়ারায় এখনো এত বড় বাগাড় রয়েছে, বিষয়টি খুবই আশাব্যঞ্জক। কিন্তু মহাবিপন্ন ও বিক্রয় নিষিদ্ধ এ মাছ ঢালাওভাবে শিকার ও বিক্রির বিষয়টি দুঃখজনক। এভাবে শিকার করতে থাকলে অচিরেই মাছটি একেবারে বিলুপ্ত হয়ে যাবে।
লালবাজারে প্রদর্শিত বাগাড়টির বিক্রেতা বিল্লাল মিয়া গতকাল বলেন, ‘মাছটি গত মঙ্গলবার সকাল আটটার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেরিঘাট এলাকায় কুশিয়ারা নদীতে জেলেদের হাতে ধরা পড়ে। পরে জেলেদের কাছ থেকে কিনে বিক্রির জন্য লালবাজারে নিয়ে আসা হয়েছে। এর দাম ধরা হয়েছে প্রতি কেজি ২ হাজার টাকা। আজ (বুধবার) সকালে মাছটি কেটে কেজি দরে বিক্রি করছি। সব শেষ, দুই-তিন কেজি রয়েছে।’
সিলেট বিভাগীয় বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মাহমুদুল হক খান বলেন, ‘আমাদের রেঞ্জ অফিসাররা বন্য প্রাণী নিধনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছেন। বাগাড়ের বিষয়টি আমাদের জানা ছিল না।’ জানানোর জন্য প্রতিবেদককে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, খোঁজখবর নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য রেঞ্জ অফিসারদের নির্দেশ দেবেন।
সিলেট নগরের লালবাজারে গতকাল প্রদর্শনী করে বিক্রি করা হলো ১৫০ কেজি ওজনের একটি বাগাড়। অথচ বিপন্ন প্রজাতির এ মাছ শিকার ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। কিন্তু প্রায়ই সিলেটের সুরমা-কুশিয়ারা থেকে ধরে এভাবে বিক্রি করা হয় বাগাড়। পরিবেশকর্মীদের অভিযোগ, বন অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের উদাসীনতায় মাইকিং করে চলছে এমন অপরাধমূলক কার্যক্রম।
এর আগে গত ১১ এপ্রিল কুশিয়ারা নদী থেকে শিকার করা ৬০ কেজির বাগাড়, ২৭ মার্চ সুরমা নদী থেকে শিকার করা ১০০ কেজির বাগাড় ও ১২ জানুয়ারি সুরমা নদী থেকে শিকার করা ১২০ কেজির বাগাড় মাছ এই বাজারে বিক্রি হয়েছিল। এ ছাড়া এ বাজারে নিয়মিত ছোট-মাঝারি আকারের বাগাড় বিক্রি হয়।
শুধু তা-ই নয়, বড় আকারের বাগাড় বিক্রির জন্য লালবাজারে নিয়ে আসার পর মাইকিং করা হয় এবং নাগরিকদের প্রদর্শনীর জন্য বাজারে রাখা হয়। বাগাড় বিক্রিকে কেন্দ্র করে লালবাজারে উৎসবমুখর পরিস্থিতি হয়। বলা হয়, এই মাছ খেলে নানান অসুখ-বিসুখ ভালো হয়। তবে মৎস্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, বাগাড় খেলে অসুখ-বিসুখ ভালো হয়ে যায় কথাটি সঠিক নয়। এই মাছ বিপন্নের পথে। বন্য আইনে এটি ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন কিংবা দখলে রাখা শাস্তিযোগ্য অপরাধ।
বাগাড় বা বাঘাইড়-এর বৈজ্ঞানিক নাম Bagarius yarrelli। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)-এর রেড লিস্ট অনুযায়ী মিঠা পানির এ মাছটি ‘মহাবিপন্ন’। এ ছাড়া বাগাড় বাংলাদেশ বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ২ নম্বর তফসিলভুক্ত একটি সংরক্ষিত বন্য প্রাণী।
এই আইন অনুযায়ী বাগাড় শিকার, ক্রয়-বিক্রয়, পরিবহন কিংবা দখলে রাখা শাস্তিযোগ্য অপরাধ এবং এ অপরাধের জন্য সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক ও সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম বলেন, সিলেটের সুরমা-কুশিয়ারায় এখনো এত বড় বাগাড় রয়েছে, বিষয়টি খুবই আশাব্যঞ্জক। কিন্তু মহাবিপন্ন ও বিক্রয় নিষিদ্ধ এ মাছ ঢালাওভাবে শিকার ও বিক্রির বিষয়টি দুঃখজনক। এভাবে শিকার করতে থাকলে অচিরেই মাছটি একেবারে বিলুপ্ত হয়ে যাবে।
লালবাজারে প্রদর্শিত বাগাড়টির বিক্রেতা বিল্লাল মিয়া গতকাল বলেন, ‘মাছটি গত মঙ্গলবার সকাল আটটার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেরিঘাট এলাকায় কুশিয়ারা নদীতে জেলেদের হাতে ধরা পড়ে। পরে জেলেদের কাছ থেকে কিনে বিক্রির জন্য লালবাজারে নিয়ে আসা হয়েছে। এর দাম ধরা হয়েছে প্রতি কেজি ২ হাজার টাকা। আজ (বুধবার) সকালে মাছটি কেটে কেজি দরে বিক্রি করছি। সব শেষ, দুই-তিন কেজি রয়েছে।’
সিলেট বিভাগীয় বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মাহমুদুল হক খান বলেন, ‘আমাদের রেঞ্জ অফিসাররা বন্য প্রাণী নিধনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছেন। বাগাড়ের বিষয়টি আমাদের জানা ছিল না।’ জানানোর জন্য প্রতিবেদককে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, খোঁজখবর নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য রেঞ্জ অফিসারদের নির্দেশ দেবেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে