সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরের আটকপালিয়া বাজার থেকে একরামনগর পর্যন্ত ছয় কিলোমিটার সড়ক যেতে সময় লাগত প্রায় এক ঘণ্টা। সংস্কারের অভাবে উপজেলার পাঁচটি সড়কের একই অবস্থা ছিল। তবে সম্প্রতি এসব সড়কের উন্নয়নকাজ বেশিরভাগ সম্পন্ন হওয়ায় দ্রুত গন্তব্যে যেতে পারছেন চলাচলকারীরা। এতে সুফল পাচ্ছেন উপজেলার লাখো মানুষ।
সড়কগুলো হলো—১ কোটি ৬৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে উপজেলার পরিষ্কার বাজার থেকে ছিদ্দিক মেম্বারের দোকান পর্যন্ত ৪ হাজার মিটার সড়ক, ১ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে আটকপালিয়া বাজার থেকে পরিষ্কার বাজার পর্যন্ত ২ হাজার ৩০০ মিটার, মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার বাজার থেকে বেড়ি পর্যন্ত ১ হাজার ৯২২ মিটার সড়ক। উপজেলার চরক্লার্ক ইউনিয়নের জনতা বাজার থেকে বাংলা বাজার পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ৩ হাজার ৫০০ মিটার সড়ক। উপজেলার ভূঞারহাট থেকে জোবায়ের মিয়ার বাজার কৃষি ইনস্টিটিউট পর্যন্ত ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ২ হাজার ২৯ মিটার। এর মধ্যে দুটো সড়কের কাজ শেষ হয়েছে। বাকি তিনটার কাজ শেষ পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য, গত জানুয়ারিতে আজকের পত্রিকায় সড়কগুলো নিয়ে একাধিক সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ খুব স্বল্প সময়ের মধ্যে রাস্তাগুলো সংস্কারের ব্যবস্থা নেয়।
সরেজমিন সড়কগুলো ঘুরে দেখা গেছে, এসব এলাকায় চলাচলের অযোগ্য হয়ে পড়া রাস্তার সংস্কারসহ নতুন রাস্তা নির্মাণকাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এতে গ্রামের সঙ্গে শহরের যোগাযোগ যেমন সহজ হয়েছে, তেমনি উৎপাদিত ফসল হাটে-বাজারে নেওয়া এবং জরুরি প্রয়োজনে দ্রুত গন্তব্যস্থলে যেতে পারছে মানুষ।
আটকপালিয়া বাজারের বাসিন্দা ফয়েজ আহমেদ বলেন, রাস্তা মেরামতের কারণে সময় ও খরচ দুই-ই কমেছে। পাশাপাশি সড়কে আগের তুলনায় বেড়েছে যান চলাচল। রাস্তার পাশে গড়ে ওঠা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতেও বেচাকেনা বেড়েছে। কৃষক সহজে তাঁদের উৎপাদিত ফসল হাটে-বাজারে নিয়ে ভালো দামও পাচ্ছেন।
তরুণ কৃষি উদ্যোক্তা কামাল উদ্দিন বলেন, আটকপালিয়া বাজার থেকে পরিষ্কার বাজার হয়ে একরামনগর পর্যন্ত সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। এখন সংস্কার হওয়ায় দ্রুত যাতায়াতসহ এলাকার উৎপাদিত ফসল স্থানীয় বাজারসহ আশপাশের কয়েকটি হাটে নিয়ে যাওয়া যাচ্ছে। এতে ফসলের ভালো দাম পাচ্ছেন।
চরক্লার্ক ইউপির চেয়ারম্যান আবুল বাসার বলেন, তাঁর ইউপিতে এলজিইডির অর্থায়নে দীর্ঘদিনের ভাঙা রাস্তা মেরামত হয়েছে। এতে গ্রামীণ জনগোষ্ঠী ব্যাপকভাবে উপকৃত হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান গুণগত মান ঠিক রেখে কাজটি করেছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মোস্তফা অ্যান্ড সন্সের সহযোগী ঠিকাদার কামরুল ইসলাম বলেন, পরিষ্কার বাজার থেকে একরামনগর পর্যন্ত কাজ শতভাগ ওয়ার্ক অর্ডার মেনে করা হয়েছে। যার সুফল এই এলাকার মানুষ পাবে।
সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আনম চৌধুরী সেলিম বলেন, কাজের গুণগত মান বিগত সময়ের চেয়ে অনেক ভালো। বিগত সময়ে মেরামতের কাজ কম হলেও এখন সব উপজেলায় সমানভাবে কাজ চলমান রয়েছে। নতুন ও মেরামতের কাজ যেগুলো হচ্ছে, তা দীর্ঘস্থায়ী হবে। এলজিইডির মাধ্যমে টেকসই উন্নয়নকাজ হচ্ছে বলে তিনি জানান।
সুবর্ণচর উপজেলা প্রকৌশলী মো. শাহজালাল বলেন, সরকারের জিওবি মেইনটেন্যান্স প্রকল্পের আওতায় এলজিইডি সুবর্ণচর উপজেলা কার্যালয়ের তত্ত্বাবধানে চলছে এসব নির্মাণকাজ। এলজিইডির সার্বিক তত্ত্বাবধানে রাস্তাঘাট, সেতু, কালভার্ট মেরামত ও উন্নয়নকাজ চলমান রয়েছে। জনগুরুত্ব বিবেচনায় দরপত্র আহ্বানসহ চলতি অর্থবছরে আরও ২৫ কিলোমিটার রাস্তার উন্নয়নকাজ প্রক্রিয়াধীন রয়েছে।
নোয়াখালীর সুবর্ণচরের আটকপালিয়া বাজার থেকে একরামনগর পর্যন্ত ছয় কিলোমিটার সড়ক যেতে সময় লাগত প্রায় এক ঘণ্টা। সংস্কারের অভাবে উপজেলার পাঁচটি সড়কের একই অবস্থা ছিল। তবে সম্প্রতি এসব সড়কের উন্নয়নকাজ বেশিরভাগ সম্পন্ন হওয়ায় দ্রুত গন্তব্যে যেতে পারছেন চলাচলকারীরা। এতে সুফল পাচ্ছেন উপজেলার লাখো মানুষ।
সড়কগুলো হলো—১ কোটি ৬৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে উপজেলার পরিষ্কার বাজার থেকে ছিদ্দিক মেম্বারের দোকান পর্যন্ত ৪ হাজার মিটার সড়ক, ১ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে আটকপালিয়া বাজার থেকে পরিষ্কার বাজার পর্যন্ত ২ হাজার ৩০০ মিটার, মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার বাজার থেকে বেড়ি পর্যন্ত ১ হাজার ৯২২ মিটার সড়ক। উপজেলার চরক্লার্ক ইউনিয়নের জনতা বাজার থেকে বাংলা বাজার পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ৩ হাজার ৫০০ মিটার সড়ক। উপজেলার ভূঞারহাট থেকে জোবায়ের মিয়ার বাজার কৃষি ইনস্টিটিউট পর্যন্ত ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ২ হাজার ২৯ মিটার। এর মধ্যে দুটো সড়কের কাজ শেষ হয়েছে। বাকি তিনটার কাজ শেষ পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য, গত জানুয়ারিতে আজকের পত্রিকায় সড়কগুলো নিয়ে একাধিক সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ খুব স্বল্প সময়ের মধ্যে রাস্তাগুলো সংস্কারের ব্যবস্থা নেয়।
সরেজমিন সড়কগুলো ঘুরে দেখা গেছে, এসব এলাকায় চলাচলের অযোগ্য হয়ে পড়া রাস্তার সংস্কারসহ নতুন রাস্তা নির্মাণকাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এতে গ্রামের সঙ্গে শহরের যোগাযোগ যেমন সহজ হয়েছে, তেমনি উৎপাদিত ফসল হাটে-বাজারে নেওয়া এবং জরুরি প্রয়োজনে দ্রুত গন্তব্যস্থলে যেতে পারছে মানুষ।
আটকপালিয়া বাজারের বাসিন্দা ফয়েজ আহমেদ বলেন, রাস্তা মেরামতের কারণে সময় ও খরচ দুই-ই কমেছে। পাশাপাশি সড়কে আগের তুলনায় বেড়েছে যান চলাচল। রাস্তার পাশে গড়ে ওঠা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতেও বেচাকেনা বেড়েছে। কৃষক সহজে তাঁদের উৎপাদিত ফসল হাটে-বাজারে নিয়ে ভালো দামও পাচ্ছেন।
তরুণ কৃষি উদ্যোক্তা কামাল উদ্দিন বলেন, আটকপালিয়া বাজার থেকে পরিষ্কার বাজার হয়ে একরামনগর পর্যন্ত সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। এখন সংস্কার হওয়ায় দ্রুত যাতায়াতসহ এলাকার উৎপাদিত ফসল স্থানীয় বাজারসহ আশপাশের কয়েকটি হাটে নিয়ে যাওয়া যাচ্ছে। এতে ফসলের ভালো দাম পাচ্ছেন।
চরক্লার্ক ইউপির চেয়ারম্যান আবুল বাসার বলেন, তাঁর ইউপিতে এলজিইডির অর্থায়নে দীর্ঘদিনের ভাঙা রাস্তা মেরামত হয়েছে। এতে গ্রামীণ জনগোষ্ঠী ব্যাপকভাবে উপকৃত হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান গুণগত মান ঠিক রেখে কাজটি করেছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মোস্তফা অ্যান্ড সন্সের সহযোগী ঠিকাদার কামরুল ইসলাম বলেন, পরিষ্কার বাজার থেকে একরামনগর পর্যন্ত কাজ শতভাগ ওয়ার্ক অর্ডার মেনে করা হয়েছে। যার সুফল এই এলাকার মানুষ পাবে।
সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আনম চৌধুরী সেলিম বলেন, কাজের গুণগত মান বিগত সময়ের চেয়ে অনেক ভালো। বিগত সময়ে মেরামতের কাজ কম হলেও এখন সব উপজেলায় সমানভাবে কাজ চলমান রয়েছে। নতুন ও মেরামতের কাজ যেগুলো হচ্ছে, তা দীর্ঘস্থায়ী হবে। এলজিইডির মাধ্যমে টেকসই উন্নয়নকাজ হচ্ছে বলে তিনি জানান।
সুবর্ণচর উপজেলা প্রকৌশলী মো. শাহজালাল বলেন, সরকারের জিওবি মেইনটেন্যান্স প্রকল্পের আওতায় এলজিইডি সুবর্ণচর উপজেলা কার্যালয়ের তত্ত্বাবধানে চলছে এসব নির্মাণকাজ। এলজিইডির সার্বিক তত্ত্বাবধানে রাস্তাঘাট, সেতু, কালভার্ট মেরামত ও উন্নয়নকাজ চলমান রয়েছে। জনগুরুত্ব বিবেচনায় দরপত্র আহ্বানসহ চলতি অর্থবছরে আরও ২৫ কিলোমিটার রাস্তার উন্নয়নকাজ প্রক্রিয়াধীন রয়েছে।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে