মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। স্বাস্থ্যবিধি মেনে রোদ-বৃষ্টির মধ্যেই চলছে হাটের বেচাকেনা। ক্রেতার সমাগম বাড়ায় গরুর দাম কিছুটা বেড়েছে। এতে হতাশাগ্রস্ত খামারিদের মুখেও হাসি ফুটেছে।
জানা গেছে, মাদারীপুরে অন্তত শতাধিক স্থানে পশুর হাট বসেছে। মাদারীপুর সদরের চরমুগরিয়া, মস্তফাপুর, হাউসদী, রাজারহাট, নতুন রাজারহাট, মাদ্রা, আচমত আলী ব্রিজের নিচে, ঝাউদী; কালকিনি উপজেলার খাসেরহাট, ভূরঘাটা, ডাসার, খালেকেরহাট; শিবচর উপজেলার উৎরাইল, নিলখী, কাঁঠালবাড়ী, দাদা ভাই উপশহর, দত্তপাড়া ও রাজৈর উপজেলার টেকেরহাট, হোসেনপুর, মাদেন্দ্রী, পাইকপাড়া, আমগ্রামসহ জেলার ছোট-বড় মিলে শতাধিক স্থানে কোরবানির পশুর হাট বসেছে। স্থায়ী পশুর হাটের পাশাপাশি ঈদ উপলক্ষে অস্থায়ীভাবে কিছু হাট বসানো হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ভরুয়াপাড়া গ্রামের শহিদুল ইসলাম জানান, গত দুই-তিন দিনের চেয়ে বৃহস্পতিবার নতুন রাজারহাটে গরুর দাম ঊর্ধ্বমুখী। এতে ক্রেতারা খুশি না হলেও খামারি ও বিক্রেতাদের মুখে হাসি ফুটেছে। গত বুধবার হাটে যে গরুর দাম ছিল ৫৫-৬০ হাজার টাকা, সেই গরু ৭০-৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। অনেকেই পশুকে খাওয়ানো ও রাখার বিষয়টি ঝামেলা মনে করে শেষ দিকে গরু কিনছেন। তাই এখন ক্রেতা বেশি।
এইচ এম সোহাগ নামে এক খামারি বলেন, ‘দুই বছর ধরে করোনা পরিস্থিতি মানুষকে অর্থনৈতিক সংকটে ফেলেছে। গত বছর আমার খামার থেকে ২৮টি গরু বিক্রি হয়েছিল। এবার সেখানে মাত্র ১৬টি। যাঁরা একাই একটি পশু কোরবানি করতেন, এবার তাঁরা ভাগে কোরবানি দিচ্ছেন। প্রথম দিকে গরুর বাজার দেখে হতাশ হয়েছিলাম। শেষ মুহূর্তে এসে বাজার কিছুটা ভালো হয়েছে। তবে গত বছরের তুলনায় বিক্রি অনেক কম হচ্ছে।’
টেকেরহাট পশুর হাটে গিয়ে দেখা গেছে, দেশি গরুতে বাজার সয়লাব। বিক্রেতারা বড় গরুর দাম হাঁকছেন এক লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত। এ ছাড়া সর্বনিম্ন ৭০-৮০ হাজার টাকায়ও মিলছে গরু। হাটজুড়ে গরু আর গরু। তবে ক্রেতাও বাড়ছে। শেষ মুহূর্তে কেনাবেচাও বেশি হচ্ছে। এদিকে ছাগল বিক্রি তুলনামূলক কম হচ্ছে।
মাদারীপুর পৌর শহরের সুমন হোটেল এলাকার শফিক স্বপন বলেন, ‘১০০ কেজি ওজনের গরু কিনতে ৭০-৭৫ হাজার টাকা গুনতে হয়েছে। অথচ সেই গরুর দাম গত বছর ছিল ৬০ থেকে ৬৫ হাজার টাকা। এ বছর গরুর দাম একটু বেশি মনে হচ্ছে। তা-ও ভাগাভাগি করে একটি গরু ১ লাখ ২৬ হাজার টাকা দিয়ে কিনেছি। শেষ মুহূর্তে গরু যেমন বেশি, তেমনি দামও বেশি। তাই শেষেই কিনলাম।’
মাদারীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক জানান, মাদারীপুরে কোরবানির ঈদ উপলক্ষে ৬৭ হাজার ৮২৫টি গরু প্রস্তুত রয়েছে। আর খামারি রয়েছেন ২১ হাজার ২৭৫। ছাগলের সংখ্যা ২ হাজার ১১০টি। গত বছর পশুর সংখ্যা ছিল ৫৯ হাজার। এবার চাহিদার চেয়ে অতিরিক্ত গরু রয়েছে ৫ হাজার ৩৩০টি। কোরবানির জন্য ক্রেতারা যাতে সুস্থ সবল পশু পেতে পারেন, সেদিকে লক্ষ্য রেখে আগে থেকেই খামারিদের পরামর্শ দেওয়া হয়েছে। হাটগুলোতে প্রাণিসম্পদ বিভাগের চারজনের মেডিকেল টিম কাজ করছে। এ ছাড়া স্বাস্থ্যবিধি রক্ষার জন্য প্রশাসনও কাজ করছে। জাল নোট শনাক্তের জন্য ব্যাংকের লোকজন হাটগুলোতে থাকছেন।
মাদারীপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। স্বাস্থ্যবিধি মেনে রোদ-বৃষ্টির মধ্যেই চলছে হাটের বেচাকেনা। ক্রেতার সমাগম বাড়ায় গরুর দাম কিছুটা বেড়েছে। এতে হতাশাগ্রস্ত খামারিদের মুখেও হাসি ফুটেছে।
জানা গেছে, মাদারীপুরে অন্তত শতাধিক স্থানে পশুর হাট বসেছে। মাদারীপুর সদরের চরমুগরিয়া, মস্তফাপুর, হাউসদী, রাজারহাট, নতুন রাজারহাট, মাদ্রা, আচমত আলী ব্রিজের নিচে, ঝাউদী; কালকিনি উপজেলার খাসেরহাট, ভূরঘাটা, ডাসার, খালেকেরহাট; শিবচর উপজেলার উৎরাইল, নিলখী, কাঁঠালবাড়ী, দাদা ভাই উপশহর, দত্তপাড়া ও রাজৈর উপজেলার টেকেরহাট, হোসেনপুর, মাদেন্দ্রী, পাইকপাড়া, আমগ্রামসহ জেলার ছোট-বড় মিলে শতাধিক স্থানে কোরবানির পশুর হাট বসেছে। স্থায়ী পশুর হাটের পাশাপাশি ঈদ উপলক্ষে অস্থায়ীভাবে কিছু হাট বসানো হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ভরুয়াপাড়া গ্রামের শহিদুল ইসলাম জানান, গত দুই-তিন দিনের চেয়ে বৃহস্পতিবার নতুন রাজারহাটে গরুর দাম ঊর্ধ্বমুখী। এতে ক্রেতারা খুশি না হলেও খামারি ও বিক্রেতাদের মুখে হাসি ফুটেছে। গত বুধবার হাটে যে গরুর দাম ছিল ৫৫-৬০ হাজার টাকা, সেই গরু ৭০-৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। অনেকেই পশুকে খাওয়ানো ও রাখার বিষয়টি ঝামেলা মনে করে শেষ দিকে গরু কিনছেন। তাই এখন ক্রেতা বেশি।
এইচ এম সোহাগ নামে এক খামারি বলেন, ‘দুই বছর ধরে করোনা পরিস্থিতি মানুষকে অর্থনৈতিক সংকটে ফেলেছে। গত বছর আমার খামার থেকে ২৮টি গরু বিক্রি হয়েছিল। এবার সেখানে মাত্র ১৬টি। যাঁরা একাই একটি পশু কোরবানি করতেন, এবার তাঁরা ভাগে কোরবানি দিচ্ছেন। প্রথম দিকে গরুর বাজার দেখে হতাশ হয়েছিলাম। শেষ মুহূর্তে এসে বাজার কিছুটা ভালো হয়েছে। তবে গত বছরের তুলনায় বিক্রি অনেক কম হচ্ছে।’
টেকেরহাট পশুর হাটে গিয়ে দেখা গেছে, দেশি গরুতে বাজার সয়লাব। বিক্রেতারা বড় গরুর দাম হাঁকছেন এক লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত। এ ছাড়া সর্বনিম্ন ৭০-৮০ হাজার টাকায়ও মিলছে গরু। হাটজুড়ে গরু আর গরু। তবে ক্রেতাও বাড়ছে। শেষ মুহূর্তে কেনাবেচাও বেশি হচ্ছে। এদিকে ছাগল বিক্রি তুলনামূলক কম হচ্ছে।
মাদারীপুর পৌর শহরের সুমন হোটেল এলাকার শফিক স্বপন বলেন, ‘১০০ কেজি ওজনের গরু কিনতে ৭০-৭৫ হাজার টাকা গুনতে হয়েছে। অথচ সেই গরুর দাম গত বছর ছিল ৬০ থেকে ৬৫ হাজার টাকা। এ বছর গরুর দাম একটু বেশি মনে হচ্ছে। তা-ও ভাগাভাগি করে একটি গরু ১ লাখ ২৬ হাজার টাকা দিয়ে কিনেছি। শেষ মুহূর্তে গরু যেমন বেশি, তেমনি দামও বেশি। তাই শেষেই কিনলাম।’
মাদারীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক জানান, মাদারীপুরে কোরবানির ঈদ উপলক্ষে ৬৭ হাজার ৮২৫টি গরু প্রস্তুত রয়েছে। আর খামারি রয়েছেন ২১ হাজার ২৭৫। ছাগলের সংখ্যা ২ হাজার ১১০টি। গত বছর পশুর সংখ্যা ছিল ৫৯ হাজার। এবার চাহিদার চেয়ে অতিরিক্ত গরু রয়েছে ৫ হাজার ৩৩০টি। কোরবানির জন্য ক্রেতারা যাতে সুস্থ সবল পশু পেতে পারেন, সেদিকে লক্ষ্য রেখে আগে থেকেই খামারিদের পরামর্শ দেওয়া হয়েছে। হাটগুলোতে প্রাণিসম্পদ বিভাগের চারজনের মেডিকেল টিম কাজ করছে। এ ছাড়া স্বাস্থ্যবিধি রক্ষার জন্য প্রশাসনও কাজ করছে। জাল নোট শনাক্তের জন্য ব্যাংকের লোকজন হাটগুলোতে থাকছেন।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে