Ajker Patrika

সবাই কিনছেন পতাকা

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১২: ২৫
সবাই কিনছেন পতাকা

বিজয় দিবসকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা, স্কুল-কলেজ ও হাট-বাজার থেকে শুরু করে গ্রামের অলিগলিতে বিক্রি হচ্ছে জাতীয় পতাকা। মৌসুমি পতাকা বিক্রেতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন জাতীয় পতাকা বিক্রিতে।

গতকাল সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের প্রধান ফটকে দেখা তেমনি এক পতাকা বিক্রিতার সঙ্গে। কথা হলে জানালেন তাঁর নাম গোলাম মাওলা। মাদারীপুর জেলার শিবচর উপজেলা থেকে এসেছেন। ৫ বছর যাবৎ বিজয়ের মাস এলেই বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পতাকা বিক্রি করেন। প্রতিদিন ৭০০-৮০০ টাকা আয় হয় পতাকা বিক্রি করে। বিজয়ের মাসেই পতাকা কিনতে আগ্রহী হয়ে উঠে মানুষ।

পতাকা কিনতে আসা কাওছার আকন, তন্ময় তালুকদার, চিত্ত ঘরামী বলেন, বিজয়ের মাস তাই পতাকা কিনছি।

জাতীয় পতাকা ক্রেতা কলেজ শিক্ষার্থী হিমেল তালুকদার বলল, স্বাধীনতা যুদ্ধে শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে জাতীয় পতাকা কিনলাম।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে এই লাল-সবুজের বাংলাদেশ পেয়েছি। শুধু ১৬ ডিসেম্বর এলে বিজয়কে মনে রাখব, সেটা যেন না হয়।’

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে এই লাল-সবুজের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই পতাকাকে যেন অবমাননা করা না হয়, খেয়াল রাখার জন্য সবার প্রতি অনুরোধ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত